শিক্ষক নিবন্ধনশিক্ষা নিউজ

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা ২ ফেব্রুয়ারি। এদিন সকাল দশটা থেকে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের স্কুলগুলোর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নিতে এ তিন বিভাগের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার এ পরীক্ষা আয়োজনের নির্দেশনা দিয়ে অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। সন্ধ্যায় কয়েকজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, ২ ফেব্রুয়ারি সকাল দশটায় দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। এ পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জানিয়ে ও সহযোগিতা চেয়ে কেন্দ্র প্রতিষ্ঠানগুলোর প্রধানদের চিঠি দেয়ার নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি।

প্রথম ধাপে গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ৯ হাজার ৩৩৭ জন নির্বাচিত হয়েছেন। গত ২০ ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিলো।

Read more- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা এপ্রিলে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪৫ হাজার নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘদিন প্রাথমিকের শিক্ষক নিয়োগ আটকে থাকায় স্কুলগুলোতে শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আগামী এপ্রিলের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ও জুলাইয়ে উত্তীর্ণদের নিয়োগ দেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত বছরের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।

ঢাবি ভর্তি পরীক্ষার ‘গ’ ইউনিটের ইংরেজী সমাধান ২০২১ Dhaka University DU C GA Unit Admisson Question Solution 2021
বাংলাদেশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

একইসঙ্গে জুলাই মাসে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত  সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।

 

ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছ, যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে। এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি।

 

The primary teacher recruitment exam will begin in April. The teacher recruitment test in government primary schools is in April. The decision to appoint 45,000 new teachers in government primary schools. The Ministry of Primary and Mass Education has decided to appoint around 45,000 new teachers in government primary schools. The recruitment of primary teachers has been stuck for a long time and there has been a teacher crisis in the schools. The Ministry of Primary and Mass Education has decided to conduct the assistant teacher recruitment test in government primary schools by April.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply