শিক্ষা নিউজ

বাংলাদেশে এই প্রথম ১৫ বছর বয়সে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী

বাংলাদেশে এই প্রথম ১৫ বছর বয়সে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী নামে এক কিশোরী। বাংলাদেশে প্রথম তিনি এই কৃতিত্ব লাভ করেন।

 

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়াম সেকশনের গ্রেড-এইট এর ছাত্রী স্বস্তিকা গার্গী ভারতের ‘ক্লেভার হার্ভে বিজনেস স্কুল’ থেকে জুনিয়র এমবিএ ডিগ্রি এক্সসিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। ইন্টারন্যাশনাল ব্রান্ড ‘পুমার’ স্পন্সরে স্বস্তিকা এই কোর্স সম্পন্ন করেন। তার মেজর ছিল ‘ডিজিটাল মার্কেটিং’।

বাংলাদেশে এই প্রথম ১৫ বছর বয়সে এমবিএ ডিগ্রী অর্জন করেছেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী
স্বস্তিকা গার্গী চক্রবর্তী

এক প্রতিক্রিয়ায় গার্গী বলেন, বাংলাদেশে প্রথম এই ডিগ্রী অর্জন করেছি জেনে সত্যি খুবই ভালো লাগছে। ইচ্ছা, একাগ্রতা, কঠোর পরিশ্রম-এই তিন এর সমন্বয় ঘটাতে পারলে অসাধ্য বলে কিছু থাকেনা। বিশ্বসেরা ইউনিভার্সিটি আমেরিকার হার্ভাডে উচ্চশিক্ষা গ্রহণ তার লক্ষ্য বলে জানান।

 

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম বাংলাদেশি ছাত্রী হিসেবে জাতিসংঘে জিসিমুন সম্মেলনে হাইতি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও কৃষির উন্নয়নে নেতৃত্ব দেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী এবং সনদ অর্জন করেন|

এর আগে, ২০১৯ সালে প্রথম বাংলাদেশি ছাত্রী হিসেবে জাতিসংঘে জিসিমুন সম্মেলনে হাইতি রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে শিক্ষা ও কৃষির উন্নয়নে নেতৃত্ব দেন স্বস্তিকা গার্গী চক্রবর্তী এবং সনদ অর্জন করেন।

 

সে সময় জাতিসংঘের শিক্ষা বিষয়ক ফ্লাগশিপ কর্মসূচি গ্লোবাল ক্লাসরুম ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস প্রোগ্রাম বা জিসিআইমুন-এ বাংলাদেশ থেকে মনোনীত হন ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থী স্বস্তিকা গার্গী চক্রবর্তী।

 

জিসিআইমুনের ১৫তম এই আসরে বিশ্বের ২৮টি দেশের ৫০ হাজার হাইস্কুল এবং ২৫০ প্রাইমারি স্কুল থেকে বাছাইকৃত প্রায় ৪ হাজার তরুণ-তরুণী স-শরীরে উপস্থিত হয়ে তাদের কনসেপ্ট শেয়ার করার সুযোগ পান ।

 

স্বস্তিকাই প্রথম বাংলাদেশি ছাত্রী যে এত কম বয়সে ওই দুর্লভ সুযোগটি অর্জন করেছিলেন ।

 

এছাড়াও ২০১৪ সালে তার ভাই অর্ণব চক্রবর্তী ১৬ বছর বয়সে ওই সম্মেলনে অংশ নেয়ার গৌরব অর্জন করেছিলেন। শিশু শিক্ষা এবং কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিষয়ক স্বস্তিকার কনসেপ্ট পেপার জাতিসংঘের অনুমোদন পায় ।

 

স্বস্তিকার পিতা সুপ্রিয় চক্রবর্তী এবং মা অনসুয়া চক্রবর্তী তারা উভয়ে সেসময় তাদের কন্যার সফরসঙ্গী হন ।

 

সেসময় স্বস্তিকা বলেন, আমার স্বপ্ন বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। এটা সূচনা মাত্র। আশা করি এটি আমার স্বপ্নের ক্যারিয়ার গঠনে খানিকটা হলেও সহায়ক হবে।

 

স্বস্তিকার পিতা বলেন, গার্গী ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিমে প্রায় এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে গঠিত রাষ্ট্র হাইতি নিয়ে কথা বলবেন। ফলে তাকে হাইতির সমাজব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা, রাজনীতি, অর্থনীতি এবং বিদেশনীতি বিষয়ে জানতে পরিশ্রম করতে হচ্ছে। স্বস্তিকা তার স্কুলজীবনের সূচনা থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। ২০১৭ সালে বাংলা অলিম্পিয়ার্ডে কবিতা আবৃত্তিতে ব্রোঞ্জ পদক প্রাপ্তিসহ বৃটিশ কাউন্সিলের বই পড়া প্রতিযোগিতা, স্পোর্টস প্রতিযোগিতা, আর্ট কন্টেস্ট, বানান ও কুইজ প্রতিযোগিতা, ওয়ার্ল্ড ফ্লাগ ড্রয়িং প্রতিযোগিতাসহ নানামুখী কম্পিটিশনে ২৫-এর ক্রেস্ট পেয়েছেন তিনি।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *