শিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর, পরীক্ষার ফি ৫০ টাকা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ হবে আগামী ৩০ ডিসেম্বর। এদিন বেলা ১১টায় উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সই করা অফিস আদেশে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিটি শুক্রবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হয়।

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষায় ভালো করা বিদ্যালয়ের ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

চিঠিতে বলা হয়েছে, “প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফি ছাত্র-ছাত্রী প্রতি পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা ও থানা শিক্ষা অফিসাররা নির্ধারিত হারে ফি আদায় করে আদায়কৃত টাকা (কোড নম্বর ১-২৪৩১-০০০১-২০৩১ পুরাতন ও ১৪২২৩২৬ পরীক্ষা ফি নতুন) পরীক্ষা ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেবেন।

অফিস আদেশে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা ৩০ডিসেম্বর আর আগামী ২৭ ডিসেম্বর পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে।

অধিদফতর জানায়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জেলার আওতাধীন সব উপজেলা ও থানার আদায়কৃত টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত টাকার ট্রেজারি চালানের ছায়লিপিসহ তথ্য ইমেইলে (ddestabdpe@gmail.com) ২৪ ডিসেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।
আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরে দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি বিষয় থেকে ১৫টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে এ পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply