১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ
১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার তারিখ: ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। ১২ জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই শনিবার দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসককের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।
ভেন্যুর তালিকা ইতিমধ্যে আট জেলার প্রশাসককে পাঠানো হয়েছে। ওই দিন অন্যকোনো প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি না রাখার অনুরোধ করা হয়েছে। জেলাগুলো হলো : বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট।

১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আগামী ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে ১৯ এপ্রিল ১৫তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষার এ দিন ধার্য করেছে। সোমবার (১৮ মার্চ) এনটিআরসিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১৫তম শিক্ষক নিবন্ধন ২০১৮ পরীক্ষার তারিখ প্রসঙ্গে বিজ্ঞপ্তি
পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ প্রসঙ্গে গণবিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিতব্য পঞ্চদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্ট ও লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ।
আবেদনকারী সকল প্রার্থীর প্রিলিমিনারি টেস্টের প্রবেশপত্র যথাসময়ে http://ntrca.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd এই ওয়েবসাইটে আপলােড করে প্রার্থীদের টেলিটক বিডি লিঃ এর মাধ্যমে SMS
প্রদানপূর্বক অবহিত করা হবে।
প্রার্থীগণ উল্লিখিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলােড করে নিতে পারবেন। প্রবেশপত্রে প্রার্থীর পরীক্ষার ভেন্যু, তারিখ ও সময় উল্লেখ থাকবে। এতদবিষয়ে বিস্তারিত জানতে http://ntrca.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হল।