শিক্ষা খবরশিক্ষা নিউজ

পরিসংখ্যান বিভাগের ১ম আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল কাল

‘যুক্তিতে পাই মুক্তির পথ, যুক্তির আলোয় উদ্ভাসিত হই’ স্লোগানকে ধারণ করে সরকারি আজিজুল হক কলেজ পরিসংখ্যান বিভাগের ‘১ম আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল ২৮ মে, ২০২৪ (মঙ্গলবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।

২৮ মে, ২০২৪ (মঙ্গলবার)  সকাল ১১ টা থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সবুর উদ্দিন ও অত্র কলেজের শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ড. গাজী মোঃ তৌহিদুল আলম চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান জনাব কামরুল হাসান।

আয়োজনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে মাস্টার্স বনাম অনার্স ৩য় বর্ষের মধ্যে। বিতর্কের বিষয় কেবলমাত্র শিক্ষায় বিনিয়োগের মাধ্যমেই হতে পারে দেশের টেকসই উন্নয়ন। উক্ত বিষয়ের পক্ষে অবস্থান করবে অনার্স ৩য় বর্ষ, বিপক্ষে অবস্থান করবে মাস্টার্স শেষ বর্ষ।

উল্লেখ্য, সরকারি আজিজুল হক কলেজের পরিসংখ্যান বিভাগ প্রথমবারের মতো আন্তঃবর্ষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে। এতে বিভাগের ৬ টি বিতার্কিক দল অংশ নেয়।  তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন গত (১৩ মে) সোমবার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছিল। আয়োজনের দ্বিতীয় দিন গত (১৬ মে) বৃহস্পতিবার সেমিফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছিল। (২৮ মে) মঙ্গলবার অনুষ্ঠিত হবে আয়োজনে চূড়ান্ত পর্ব।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply