শিক্ষা নিউজ

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ লাইভ দেখুন এখানে

আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচ লাইভ ম্যাচ দেখুন এখানে। আজ শুক্রবার ১৫ নভেম্বর রাত ১১টায় মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের আরেকটা ‘সুপার ক্লাসিকো’। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ও ফুটবলের অন্যতম জনপ্রিয় দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ নিয়ে এমনিতেই সবার আগ্রহ থাকে তুঙ্গে।

তবে বেশ কয়েকটি বিষয় আজকের ম্যাচের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রথমবারের মতো সৌদি আরবের মাটিতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী। যে ম্যাচের মধ্যদিয়েই তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন বিশ্ব ফুটবলের উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি।

এদিকে, ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। চোটের কারণে ম্যাচটি খেলতে পারছেন না তাদের প্রাণ ভোমরা নেইমার জুনিয়র। নেইমারকে ছাড়াই মেসির আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিল কেমন করে সেটাও অনেকের কাছে আগ্রহের বিষয়।

অবশ্য আগ্রহের তুঙ্গে থাকা এ ম্যাচটা নিয়ে বাংলাদেশি অনেকের হয়তো মন খারাপ! কারণ, বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন কোন চ্যানেলে দেখা যাবে না ম্যাচটি। অর্থাৎ ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ দেখার জন্য অনলাইনের সাইটগুলোর ওপরই ভরসা করতে হবে বাংলাদেশি সমর্থকদের. ম্যাচটি সরাসরি দেখাবে আর্জেন্টিনার টিভি চ্যানেল টিওয়াইসি স্পোর্টস। ব্রাজিলে দেখা যাবে গ্লোব টিভিতে।

আজ শুক্রবার ১৫ নভেম্বর রাত ১১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার লাইভ ম্যাচ দেখতে নীচে ক্লিক করুন

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

 আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ লাইভ LIVE BR vs ARG

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ পরিসংখ্যান

দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১১১ টি। এর মধ্যে ৪৭টি জিতেছে ব্রাজিল, হেরেছে ৩৯টি আর ড্র ২৫ ম্যাচ। শেষ বার কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে ২ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল।

আর্জেন্টিনা ও ব্রাজিল প্রথম মুখোমুখি হয় ১৯১৪ সালে। সিবিএফ ও এএফএ এ হিসেব কিছুটা ভিন্ন হয়।ফিফার হিসেব অনুযায়ী এরপর থেকে এখন পর্যন্ত দল দুইটি ১০৪ টি খেলায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে প্রদর্শনী খেলা, বিশ্বকাপের খেলা এবং অন্যান্য দাপ্তরিক প্রতিযোগিতা (যুব দলের খেলা ছাড়া)। এই ১০৪টি খেলার মধ্যে ৩৮ টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, ৪০টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং বাঁকি ২৬টি খেলা অমীমাংসিত রয়ে গেছে।

মোট গোলের ১৬০টি করেছে আর্জেন্টিনা এবং ১৬২টি করেছে ব্রাজিল। শুধুমাত্র বিশ্বকাপের খেলা হিসাব করলে তাতে ব্রাজিল ২টি জয় নিয়ে এগিয়ে আছে, একটি খেলা হয়েছে ড্র এবং অন্যটি জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে, কোপা আমেরিকায় বেশি জয় পেয়েছে আর্জেন্টিনা। তারা জিতেছে ১৫টি খেলায়, ৮টি খেলা ড্র হয়েছে এবং ৯টি জিতেছে ব্রাজিল। দল দুইটির মধ্যে এখন পর্যন্ত ৫০টি প্রদর্শনী খেলা অণুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯টি জিতেছে ব্রাজিল, ১৯টি জিতেছে আর্জেন্টিনা এবং ড্র হয়েছে ১৪টি। ১৯৭০ এর দশকে কিছুটা খারাপ সময় কাটায় আর্জেন্টিনা। সেসময় তারা ১২টি খেলার মধ্যে মাত্র একটিতে জয় লাভ করে, ৭টিতে পরাজিত হয় এবং ৪টি খেলা ড্র হয়।

দুই দলের মধ্যে সবচেয়ে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা, তারা ৬-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে (বুয়েনোস আইরেস, ১৯৪০)। এছাড়া, তারা ১-৫ গোলের ব্যবধানেও জয় পেয়েছে (রিউ দি জানেইরু, ১৯৩৯)। ব্রাজিলের বড় জয়গুলো হল ৬-২ গোলের ব্যবধানে (রিউ দি জানেইরু, ১৯৪৫ ও ১৯৬০) এবং ১-৪ গোলের ব্যবধানে (বুয়েনোস আইরেস, ১৯৬০)।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group