শিক্ষা খবরশিক্ষা নিউজ

সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস শুরু

সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। আজ রবিবার ২৯ মার্চ সকাল ৯ টা হতে সংসদ টেলিভিশনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিষয়ভিত্তিক পাঠদান শুরু করা হয়। করোনাভাইরাসের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ বাংলাদেশ টেলিভিশনে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। জাতীয় সংগীত ও করোনা সচেতনতা দিয়ে শুরু হয়েছে সংসদ টেলিভিশনের পাঠদান।

আরো পড়ুন- সংসদ টেলিভিশনের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাস রুটিন 

এদিকে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ক্লাসের সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর৷ রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণির ইংরেজি বিষয় দিয়ে শুরু হয়েছে সংসদ টেলিভিশনে পাঠদান কার্যক্রম। রুটিনে প্রতিটি ক্লাসের জন্য ২০ মিনিট বরাদ্দ দেওয়া হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২ টি বিষয়ে নিয়মিত পাঠদান করা হবে৷ পর্যায়ক্রমে ক্লাস গুলো চলতে থাকবে। এক শ্রেণির ক্লাস সম্প্রচার শেষ হলে ৫ মিনিট বিরতি রাখা হয়েছে তারপর আরেক শ্রেণির ক্লাস শুরু হবে৷

জানা গেছে, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সংসদ টেলিভিশনে পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খােলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে৷ এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

আরো পড়ুন- সংসদ টেলিভিশনে দেওয়া হোমওয়ার্ক স্কুলে জমা দিতে হবে

সংসদ টেলিভিশনের প্রতিটি ক্লাস আবার সেদিন দুপুর ও বিকালে পুনঃসম্প্রচার করা হবে। পর্যায়ক্রমে দুপুর ২ টায় ও বিকাল ৫ টায় প্রতিদিনের ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে৷ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ক্লাস রুটিনে শুধু ২ এপ্রিল পর্যন্ত ক্লাস রুটিন তুলে ধরা হয়েছে। পরবর্তীতে সপ্তাহের রুটিন ১ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ওয়েবসাইটের এই লিংকে পাওয়া যাবে।

সংসদ টেলিভিশনে দেওয়া হোমওয়ার্ক স্কুল খোলার পর শিক্ষকদের জমা দিতে হবে। বাড়ীর কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা পর্যন্ত সংসদ টেলিভিশনে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে৷

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group