শিক্ষা নিউজ

সংসদ টিভিতে ক্লাসের নতুন রুটিন ২০২১ প্রকাশ

সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ এর ক্লাসের রুটিন প্রকাশ করা হয়েছে।। বৃহস্পতিবার (১৯ মার্চ) সংসদ টেলিভিশনে ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ক্লাসের নতুন রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সংসদ টেলিভিশনের ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ এর নতুন রুটিন দেখুন এখানে।

গত ২৪ জানুয়ারি ২০২১ হতে সংসদ টিভিতে মাদ্রাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২১ থেকে ২৫ মার্চ পর্যন্ত ক্লাসের রুটিন প্রকাশ করল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৩টি ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টিভিতে।

দেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব স্কুল-কলেজ, মাদরাসা ও ইংলিশ মিডিয়াম স্কুলসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় গত ২৪ জানুয়ারি থেকে পুনরায় সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার মাদ্রাসা ’ শিরোনামে মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে।

EDUCATIONSINBD পাঠকের জন্য সংসদ টিভিতে ক্লাস প্রচারের রুটিনটি তুলে ধরা হলো। আমার ঘরে আমার মাদ্রাসা ২১.০৩.২১ থেকে ২৫.০৩.২১ খ্রি. পর্যন্ত এর রুটিন নীচে তুলে ধরা হলো।

সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ এর ক্লাস রুটিন ২০২১

করোনার বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে সে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। সহযোগিতা করছে এটুআই, ব্যানবেইসসহ অন্যান্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশে টিভিতে শিক্ষার্থীদের পাঠদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দীর্ঘ ছুটিতে লাখ লাখ শিক্ষার্থীকে পড়াশোনার মধ্যে রাখার সরকারি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সংসদ টিভিতে এসব ক্লাস দেখতে পারবেন। এটুআইয়ের ফেসবুক পেজে ক্লাস সম্প্রচার করা হবে। A new class routine has been update on Parliament Shangsad TV.
All schools, colleges, madrasas and English medium including educational institutions and coaching centers have been closed to prevent coronara infection in the country.

টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তাণ্ডব শেষ হলে যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে বলে জানা গেছে।

যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে। দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে বাসায় অবস্থান করেই ছাত্র-ছাত্রীরা যাতে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংসদ টেলিভিশনে রেকর্ড করা শিক্ষা কার্যক্রম সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group