শিক্ষা নিউজ

ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে গ্রুপে ভর্তি ফি ১ লাখ ২০ হাজার টাকা!

মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে গ্রুপে ভর্তি ফি ১ লাখ ২০ হাজার টাকা! চলছে না কোনো অনলাইন ক্লাস কিংবা শিক্ষা কার্যক্রম। অথচ শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির পুরোটাই আদায় করছে রাজধানীর মাস্টারমাইন্ড স্কুল। ফি দিতে দেরি হলে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ভর্তি বাতিলের হুমকিও। এ ইংলিশ মিডিয়াম স্কুলটির বিরুদ্ধে এমন অভিযোগে শনিবার মানবন্ধন করেছেন অভিভাবকরা। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়ার হুশিঁয়ারি শিক্ষাবোর্ডের।

প্লে গ্রুপেই ভর্তি ফি ১ লাখ ২০ হাজার টাকা। প্রতিমাসে বেতন ১৭ হাজার। উপরের ক্লাসে টাকার অংকটা বাড়তেই থাকে। এমনি করেই বছর শেষে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক মুনাফা দাঁড়ায় ৩৬ কোটি টাকায়। অথচ করোনা মহামারিতে টিউশন ফি দিতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের ভর্তি বাতিলের হুমকির অভিযোগ অভিজাত স্কুলটির বিরুদ্ধে।

মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলে প্লে গ্রুপেই ভর্তি ফি ১ লাখ ২০ হাজার টাকা!

অভিভাবকদের একজন বলেন, ‘পুরো ফি না দিলে অনলাইন ক্লাসে বসতে দিবে না, স্কুল থেকে রাজটিকিট করবে।’

আরেক অভিভাবক বলেন, ‘বাচ্চাদের পুরো বেতন না দিলে যে অনলাইন ক্লাস করতে দেবে না বিষয়টি খারাপ লেগেছে।’

মার্চ থেকে জুন পর্যন্ত অনলাইনে কোনো ক্লাস নেয়নি স্কুলটি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরুর ঘোষণা দিয়ে ১২ তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধের সময়সীমা বেঁধে দেয়া হয়। না হলে করতে দেয়া হবে না অনলাইন ক্লাস। এমন আচরণের প্রতিবাদে মাঠে নেমেছেন অভিভাবকরা।

অভিভাবকদের একজন বলেন, ‘স্কুল কর্তৃপক্ষের ৩০-৪০ কোটি টাকা প্রফিট প্রতিবছর। তারপরেও তারা ছেলে-মেয়েদের অভিভাবকদের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে।’

এ ঘটনাকে দুঃখজনক বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানালেন, অভিযোগ প্রমাণিত হলে নেয়া হবে ব্যবস্থা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানানো হয়।

এডুকেশনস ইন বিডি/ সময় নিউজ টিভি

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply