শিক্ষা নিউজ

৬ দফা দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

৬ দফা দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ৭ই জুন ২০২০ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও এরই ধারাবাহিকতায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন বিষয়ে সকলকে, বিশেষ করে তরুণ প্রজন্মকে নিবিড়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬ দফা’ শিরোনামে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভূতপূর্ব এই অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের ভেতরে বসবাসকারী সকল নাগরিকের জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অভাবনীয় সাড়া পাওয়া গিয়েছে। উক্ত কুইজ প্রতিযোগিতায় নিবন্ধিত ১,০৯,৯২৯ জন প্রার্থীর মধ্য থেকে ৪৬,৬৭৫ জন প্রতিযোগী সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেয়, যা চূড়ান্ত বিজয়ীদের তালিকা থেকেও প্রতীয়মান। বিজয়ীরা সারা দেশব্যাপী বিস্তৃত। উল্লেখ্য, প্রথম ১০০ জনের তালিকায় ৩৭ জন নারী, যা সমাজের বিভিন্ন স্তরে নারীদের অগ্রসরমানতার ক্ষেত্রে সরকারের সফলতার স্মারক বহন করে। উল্লেখ্য, ছয় মিনিটের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারার উপর ভিত্তি করে কম্পিউটার ফলাফল মূল্যায়ন করে। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘শতবর্ষে শত পুরস্কার’ এই থীমের ভিত্তিতে প্রথম ১০০ জনকে বিজয়ী নির্ধারণ করা হয়।

৬ দফা দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ

প্রতিযোগিতায় ছয় মিনিটের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে তিন লাখ টাকার ১ম পুরস্কার বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইমতিয়াজ পাশা। এরপর দুই লাখ টাকার ২য় পুরস্কারজয়ী হয়েছেন পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তালহা জোবায়েদ, এক লাখ টাকার ৩য় পুরস্কারজয়ী মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিব, পঞ্চাশ হাজার টাকার ৪র্থ পুরস্কারজয়ী নওগাঁর প্রকৌশলী মোঃ রায়হান হোসেন এবং পঁচিশ হাজার টাকার ৫ম পুরস্কারজয়ী খুলনার রেলওয়ে বালিকা বিদ্যালয়ের শিক্ষক খুকু রাণী ঘোষ। এছাড়াও পরবর্তী ৯৫ জন প্রতিযোগীর প্রত্যেকে দশ হাজার টাকার বিশেষ পুরস্কার জয় করেছেন।

বিজয়ীদের নামের পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:

১. মোঃ ইমতিয়াজ পাশা, সেকশন ৬, মিরপুর, ঢাকা ১২১৬, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ম স্থান (তিন লক্ষ টাকা)
২. তালহা জোবায়েদ, নন্দলালপুর, মাগুরা সদর, মাগুরা, শিক্ষকতা, পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া, ২য় স্থান (দুই লক্ষ টাকা)
৩. এস এম ফাহাদ আব্দুল্লাহ রকিব, নন্দলালপুর, মাগুরা সদর, মাগুরা, শিক্ষার্থী, মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ৩য় স্থান (এক লক্ষ টাকা)
৪. মোঃ রায়হান হোসেন, চান্দিপুর, ডুমুইরহাট, নওগাঁ, প্রকৌশলী ৪র্থ স্থান (পঞ্চাশ হাজার টাকা)
৫. খুকু রাণী ঘোষ, খাঁন জাহান আলী রোড, কাকলী বাগ লেন, খুলনা, শিক্ষকতা, রেলওয়ে বালিকা বিদ্যালয়, খুলনা, ৫ম স্থান (পঁচিশ হাজার টাকা)

বিশেষ পুরস্কার (৯৫ জন)

৬. সৈয়দা তাহসিন জুবাইদা, নন্দলালপুর, মাগুরা সদর, মাগুরা, শিক্ষার্থী, আলায়পুর আলিম মাদ্রাসা, মাগুরা, দশ হাজার টাকা
৭. স্বর্না আইচ মিমি, উত্তর কাজিপাড়া, মিরপুর, ঢাকা ১২১৬, চাকুরীজীবী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, দশ হাজার টাকা
৮. মিম মুমতাহিনা, ফকির পাড়া, উলিপুর, কুড়িগ্রাম, শিক্ষার্থী, এন.এস.আমিন রেসিডেন্সিয়াল স্কুল, কুড়িগ্রাম, দশ হাজার টাকা
৯. মোঃ তানভীর হাসান, জাহের আলী মিয়া সড়ক, পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া, শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ. দশ হাজার টাকা
১০. অনন্যা রহমান, গোলাপবাগ, ঢাকা ১২০৩ শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা, দশ হাজার টাকা
১১. মোঃ ইয়াছিন হোসেন, নয়াপাড়া, ছমির হাট, চরজব্বর, সুবর্নচর, নোয়াখালী, শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
১২. মাহবুবুল আলম খোশাল, শিকদার কান্দি, জাজিরা, শরীয়তপুর, শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা দশ হাজার টাকা
১৩. কিশোর দে, দাউদপুর, দিরাই পৌরসভা, সুনামগঞ্জ, চাকুরীজীবী, মা এন্টারপ্রাইজ, দশ হাজার টাকা
১৪. নীলাদ্রি রায়, দাউদপুর, দিরাই পৌরসভা, সুনামগঞ্জ ব্যবসা, মা এন্টারপ্রাইজ দশ হাজার টাকা
১৫. মোঃ পায়েল হোসেন, নন্দলালপুর, মাগুরা সদর, মাগুরা, শিক্ষার্থী, এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, ঝিনাইদহ, দশ হাজার টাকা
১৬. খুরশিদ আলম, ওয়ারল্যাস রেলগেট, ব্যাপারী গলি, মগবাজার, রমনা, ঢাকা, চাকুরীজীবী, এল.জি.ই.ডি, ঢাকা, দশ হাজার টাকা
১৭. হামিদা আক্তার, চাম্পাতলী, লামা, বান্দরবান শিক্ষকতা, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দরবান দশ হাজার টাকা
১৮. নুরুন নাহার, প্রফেসর পাড়া, চাঁপাইনবাবগঞ্জ, গৃহিণী, দশ হাজার টাকা
১৯. মোহাম্মদ আশিকুর রহমান, মাহমুদপুর, খালুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, শিক্ষার্থী, দরিকান্দি বাড্ডা আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, দশ হাজার টাকা
২০. ইমরান হামিদী, জিশান হরিয়াশা, জাজিরা পৌরসভা, শরীয়তপুর, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
২১. মোঃ সাজ্জাদ হোসেন, পল্লবী, ঢাকা ১২১৬, চাকুরীজীবী, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা দশ হাজার টাকা
২২. স্মৃতি চৌধুরী, মোজাফ্ফর নগর, চট্টগ্রাম, চাকুরীজীবী, বাংলাদেশ রেলওয়ে, দশ হাজার টাকা
২৩. সায়মা শাহ্‌রীন, চর বাটা, সুবর্ণচর, নোয়াখালী, শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ, দশ হাজার টাকা
২৪. মাকসুদুর রহমান, আহসানউল্লাহ হল, বুয়েট, শিক্ষার্থী, ঢাকা দশ হাজার টাকা
২৫. আবু সাকিব মো. মুনতাসির, আফসার কামাল লেন, কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
২৬. আবেদা খাতুন, মিরপুর রোড, নিউ মার্কেট, ঢাকা ১২০৫, গৃহিণী, দশ হাজার টাকা
২৭. এ.এইচ.এম গোলাম মুকতাদির, বিওএফ আবাসিক এলাকা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর, শিক্ষার্থী, গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দশ হাজার টাকা
২৮. মোছাম্মৎ আরজিনা খাতুন, দাঙ্গাপাড়া, সোনাপুর, পাঁচবিবি, জয়পুরহাট, গৃহিণী, দশ হাজার টাকা
২৯. সাহেব সরদার, চরকুমারিয়া, দেউখালি, সদরপুর, ফরিদপুর, শিক্ষার্থী, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর, দশ হাজার টাকা
৩০. মর্জিনা বেগম, গিলাগাছা, শ্রীবর্দি, শেরপুর, শিক্ষকতা, শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, দশ হাজার টাকা
৩১. মুজতাহিদ আয়মান চৌধুরী, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী, শিক্ষার্থী, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দশ হাজার টাকা
৩২. নায়েম হাসান অতুল, ডাঃ ফজলে রাব্বি হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষার্থী, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, দশ হাজার টাকা
৩৩. হোমায়রা খানম, রথবাড়ি, শান্তাহার, আদমদিঘি, বগুড়া, শিক্ষকতা, শান্তাহার টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, দশ হাজার টাকা
৩৪. এহসান আহমেদ, রায়গড়, গোলাপগঞ্জ, সিলেট, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৩৫. শর্মী বনিক, আওয়ারপুর, দিরাই, সুনামগঞ্জ ,শিক্ষার্থী, এম.সি কলেজ, দশ হাজার টাকা
৩৬. তৈয়্যবা তাসনিম, বাড়াদি স্কুলপাড়া, জগতি, কুষ্টিয়া শিক্ষার্থী, আফসার উদ্দীন মহিলা ফাজিল মাদ্রাসা, কুষ্টিয়া, দশ হাজার টাকা
৩৭. মোছাঃ তানিয়া আকতার, বাসবাড়ি, বনভেটি, শাহজানপুর, বগুড়া, গৃহিণী, দশ হাজার টাকা
৩৮. হাসনাত জাহান, বিওএফ আবাসিক এলাকা, গাজীপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৩৯. মোঃ আছিব বিশ্বাস, বনকলা, মানিকহাট, সুজানগর, পাবনা, শিক্ষার্থী, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৪০. আবিদ আজমল তাহমিদ, মিরপুর রোড, নিউ মার্কেট, ঢাকা ১২০৫ শিক্ষার্থী, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা দশ হাজার টাকা
৪১. মোঃ জাহেদুল হক, পদ্মা আবাসন, এমএসটিপিপি সাইট, রামপাল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট, বাগেরহাট, চাকুরীজীবী, বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানী, দশ হাজার টাকা
৪২. মাসুমা আক্তার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, শিক্ষার্থী, পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বগুড়া, দশ হাজার টাকা
৪৩. সাদিয়া ইসলাম ,কলসা, রথবাড়ি, শান্তাহার, আদমদিঘি, বগুড়া, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৪৪. মোঃ জাকির হাসান, সহিলা, ধনপুর, ইটনা, কিশোরগঞ্জ, শিক্ষার্থী, সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ, দশ হাজার টাকা
৪৫. জান্নাতুল ফেরদৌসী, ছায়ানীড়, ব্যাপারি গলি, বড় মগবাজার, ঢাকা, গৃহিণী, দশ হাজার টাকা
৪৬. আমিন-অর-রশিদ, সার্কিট হাউজ রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৪৭. আবদুল কুদ্দুস, চর আলেকজান্ডার, রামগতি, লক্ষীপুর, ব্যাংকার (অবসরপ্রাপ্ত), সোনালী ব্যাংক লিমিটেড, দশ হাজার টাকা
৪৮. তানহি খান তানহা, ইসলামিয়া ব্রিকফিল্ড রোড, ছোটপুল, হালিশহর রোড, চট্টগ্রাম, শিক্ষকতা, বাংলাদেশ নেভি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম, দশ হাজার টাকা
৪৯. পংকজ গোস্বামী, বিসিএসআইআর কোয়ার্টার, ল্যাবরেটরী রোড, নিউ মার্কেট, ঢাকা ১২০৫ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৫০. ফারহান সারোয়ার, মতিঝিল এজিবি কলোনি, ঢাকা ১০০০ শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৫১. মাকসুদা, গ্রাম ও পোস্ট অফিস: বাশিয়া, পাগলা, ময়মনসিংহ, শিক্ষার্থী, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, দশ হাজার টাকা
৫২. অনন্যা রুবায়েত, লালমাটিয়া হাউজিং এস্টেট, লালমাটিয়া, ঢাকা চাকুরীজীবী, জি.আই.জেড, দশ হাজার টাকা
৫৩. মোঃ ইনতাজুল হক, কুলকান্দি যুদ্ধের পাড়া, কুলকান্দি, ইসলামপুর, জামালপুর, শিক্ষার্থী, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর, দশ হাজার টাকা
৫৪. জাহিদ হাসান, ঐচারচর, বাসাকান্দি, বলরামপুর, তিতাস, কুমিল্লা, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৫৫. মোঃ আব্দুল কাদের,পলাশকান্দা, বিলডুরা, শ্রীবরদী, জেলা: শেরপুর শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৫৬. মোছা. মাহবুবা আক্তার তৃপ্তি, পূর্ব রাজাবাজার রোড, ফার্মগেট, ঢাকা, শিক্ষার্থী, রংপুর মেডিক্যাল কলেজ, দশ হাজার টাকা
৫৭. ননী ভূষণ তালুকদার, মহিলা কলেজ রোড, সুনামগঞ্জ, ডাক্তার, জেলা পরিবার পরিকল্পনা অফিস, সুনামগঞ্জ, দশ হাজার টাকা
৫৮. আফিফা তাসনিম অনি, রাজাবাড়ি, ওয়ার্ড নং ৬, শেরপুর সদর, শেরপুর, শিক্ষার্থী, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দশ হাজার টাকা
৫৯. নোমান হোসেন, দক্ষিণ মৌচাক (আয়াছ মার্কেট), মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৬০. আমীর খসরু শাহেনশাহ, সফিপুর, কালিয়াকৈর পৌরসভা, ৯ নাম্বার ওয়ার্ড, গাজীপুর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৬১. শাহাজামাল, মিরপুর রোড, নিউ মার্কেট, ঢাকা ১২০৫ ব্যাংকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দশ হাজার টাকা
৬২. মোঃ মাহাবুবুর রহমান, কুলকান্দি যুদ্ধের পাড়া, ইসলামপুর, জামালপুর, শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৬৩. অমিজিৎ রায়নগর, ওয়ার্ড: ১৯, সিলেট সদর, সিলেট, চাকুরীজীবী, ইউনিয়ন পরিষদ, সিলেট, দশ হাজার টাকা
৬৪. মোঃ মামুন খান, গোবিন্দপুর, ময়নার টেক, উত্তর খান, ঢাকা ১২৩০, চাকুরীজীবী, প্রমি এগ্রো ফুড লি., দশ হাজার টাকা
৬৫. মানছুরাহ্ খাতুন, মাহমুদপুর, খালুয়া, মোহনগন্জ, নেত্রকোনা, শিক্ষক, দরিকান্দি গোলাম আকবর মিল্কি দাখিল মাদ্রাসা, দশ হাজার টাকা
৬৬. আহমেদ সাদাফাহ সামিন, খাঁনবাড়ি রোড, সবুজবাগ, হালিশহর, চট্টগ্রাম শিক্ষার্থী, হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, দশ হাজার টাকা
৬৭. মোহসিনা বেগম, সুনাতানগড়, ঢাকা ১২০৯, গৃহিণী, দশ হাজার টাকা
৬৮. মোহাম্মদ রাশেদুল ইসলাম, কোরালখালি, সাহারবিল, ওয়ার্ড নাম্বার: ৯, চকোরিয়া, কক্সবাজার, শিক্ষার্থী, চকোরিয়া সরকারি কলেজ, কক্সবাজার, দশ হাজার টাকা
৬৯. মোছাঃ শারমিন সুলতানা, চাঁন্দিপুর, ডুমুইরহাট, নওগাঁ, শিক্ষার্থী, জয়পুরহাট সরকারি কলেজ, দশ হাজার টাকা
৭০. নাফিসা তাসনিম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড, দয়ারামপুর, বাগাতিপাড়া, নাটোর শিক্ষার্থী, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ, দশ হাজার টাকা
৭১. আরিফা রিজোয়ানা সুলতানা, বানারীপাড়া হাউস, সি.আই. পাড়া রোড, পিরোজপুর, শিক্ষার্থী, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৭২. ফারহানা আক্তার, সড়ক ১০, সেক্টর ১০, উত্তরা, ঢাকা, গৃহিণী, দশ হাজার টাকা
৭৩. মিনহাজুর রহমান, সারিকেইট, শিবের হাট, সন্দ্বীপ, চট্টগ্রাম শিক্ষার্থী, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় দশ হাজার টাকা
৭৪. রকিবুল হাসান, দুরি আঙ্গুর লেন, লালবাগ, ঢাকা শিক্ষার্থী, বুয়েট, ঢাকা দশ হাজার টাকা
৭৫. মোঃ আবু তাহের, ভেড়াখেলা, দেওয়ান পারুটিয়া, গালা, ওয়ার্ড নাম্বার: ৭, শাহজাদপুর, সিরাজগঞ্জ শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৭৬. মোঃ মাজহারুল ইসলাম কাজল, হারিয়ানচিয়াল, মিরপুর, গাজীপুর সদর, গাজীপুর চাকুরীজীবী, এইচ.পি ফ্যাশন ওয়্যার, দশ হাজার টাকা
৭৭. গোলাম হক সরকার, রফিকনগর, ওয়ার্ড: ৯, শেরপুর পৌরসভা, শেরপুর আইনজীবী, জেলা জজ কোর্ট, শেরপুর, দশ হাজার টাকা
৭৮. রুপক ইসলাম অভি, রোড: ১০, মিরপুর সাড়ে ১১ (পল্লবীর ভেতরে), পল্লবী থানা, ঢাকা, শিক্ষার্থী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দশ হাজার টাকা
৭৯. মোঃ মোহাইমিনুল ইসলাম, মুনান অবলাস, পূর্ব বগুড়া রোড, বগুড়া শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৮০. মাজহারুল কবির শায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৮১. সরদার আশরাফুল ইসলাম দিপ, গোপালপুর, ফরিদপুর সদর, ফরিদপুর, শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয় দশ হাজার টাকা
৮২. মোঃ তাইফ খান, খড়মপট্টি, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ, শিক্ষার্থী, শহিদ একাডেমি স্কুল এন্ড কলেজ, দশ হাজার টাকা
৮৩. মোঃ সাব্বির মাহমুদ, রোড # ১৫২, হাউজিং এস্টেট, খালিশপুর, খুলনা, আর্কিভিস্ট, ১৯৭১-গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও গবেষণা কেন্দ্র, খুলনা দশ হাজার টাকা
৮৪. আবদুল্লাহির রাকীব আল হাসান, চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী, শিক্ষার্থী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল দশ হাজার টাকা
৮৫. অরণ্য ঘোষ, একতা ভবন, রায়ের বাজার, ঢাকা, শিক্ষার্থী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, দশ হাজার টাকা
৮৬. জান্নাতুল মাওয়া, সবুজবাগ, বুদ্ধমন্দির, বাসাবো, ঢাকা, শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৮৭. রফিকুল বারী সজিব, শালচূড়া, রাংটিয়া, ওয়ার্ড: ৩, ঝিনাইগাতি, শেরপুর, শিক্ষার্থী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৮৮. মোসাঃ সুমাইয়া খাতুন, উলুপুর, নাটোর সদর, নাটোর, শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৮৯. ইমদাদুল হক সৌরভ, কৌলা, চৌধুরী বাজার, কুলাউড়া, মৌলভীবাজার, শিক্ষার্থী, নটর ডেম কলেজ, ঢাকা, দশ হাজার টাকা
৯০. মোঃ কামরুল হাসান, সড়ক ১৯, ধানমন্ডি, ঢাকা শিক্ষার্থী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৯১. আফিয়া হুমায়রা, কালিবাড়ি, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও, শিক্ষার্থী, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ, দশ হাজার টাকা
৯২. মোঃ ইমদাদুল হোসেন চৌধুরী, চুয়াবহর, বটেশ্বর, জালালাবাদ ক্যান্টনমেন্ট, সিলেট, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সেনাবাহিনী, দশ হাজার টাকা
৯৩. সাবিত, পলাশবাড়ি, গাইবান্ধা, শিক্ষার্থী, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, দশ হাজার টাকা
৯৪. মোঃ মহিদুল ইসলাম, মধ্য পাইকপাড়া, মিরপুর-১, ঢাকা শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা
৯৫. নাঈমা জান্নাত ইলমা, ডামালিয়া, চাঁটখিল, নোয়াখালী শিক্ষার্থী, চাটখিল পি.জি সরকারি উচ্চ বিদ্যালয়, দশ হাজার টাকা
৯৬. মোস্তফা নাদিম বিন হাসান, গোবিন্দপুর, বুড়িচং, কুমিল্লা, শিক্ষার্থী, এম.এইচ শমরিতা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল, দশ হাজার টাকা
৯৭. ফারজানা ইয়াসমীন, নিলতি, কাউখালী, পিরোজপুর, গৃহিণী, দশ হাজার টাকা
৯৮. নূরজাহান রুজিনা, চরযতিন, হাজির হাট, মনপুরা, ভোলা শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা দশ হাজার টাকা
৯৯. মোঃ সামাউন খালিদ, রাজিয়া সুলতানা রোড, মোহাম্মদপুর, ঢাকা, চাকুরীজীবী, পররাষ্ট্র মন্ত্রণালয়, দশ হাজার টাকা
১০০. মোঃ মেহেদী হাসান, ছোট পানাডুবি, ভাঙ্গা, ফরিদপুর শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, দশ হাজার টাকা

মুজিববর্ষের ওয়েবসাইটে ( quiz.mujib100.gov.bd ) ফলাফল প্রকাশ করা হবে। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরযুক্ত সনদ প্রদান করা হবে। পবিত্র ঈদ-উল-আযহার পর সুবিধাজনক তারিখ ও সময়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে। উল্লেখ্য, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় দেশব্যাপী অভূতপূর্ব যে অনলাইন কুইজ প্রতিযোগিতার সূচনা হলো, তা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদবুদ্ধ জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে সরাসরি অবদান রাখবে।

দেশে প্রথমবারের মতো এ ধরণের অনলাইন প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, বিটিভি ও অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)সহ সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যম, সহযোগিতা প্রদানকারী প্রিয় ডটকম, বাংলা ট্র্যাক এবং বিশেষ করে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply