বিএড পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 2023 NU BEd Exam Admit Card Download
২০২১ সালের বি.এড ১ম সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে NU BEd Exam Admit Card Download। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিএড পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২১ সালের বি.এড ১ম সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ EMS (Exam Management System) হতে আগামী ২৫/০৮/২০২২ তারিখ দুপুর ১২:০০ টায় প্রকাশ করা হবে।
সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর ও সীল দিয়ে রেজিস্ট্রেশন নম্বর যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।
যদি কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না যায় বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল থাকে তাহলে ৩০/০৮/২০২২ তারিখের মধ্যে সংশ্লিষ্ট শাখায় আবেদন করতে হবে। প্রবেশপত্রে কোন প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র কর্তৃক করা যাবে না। উল্লেখিত তারিখের পর কোনক্রমেই অভিযোগ গ্রহণ করা হবে না।
রোল বিবরণী ও হাজিরা সীট EMS (Exam Management System) হতে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে সরবরাহ করতে হবে।২০২১ সালের বি.এড ২য় সেমিস্টার পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।
বিএড পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি 2023 NU BED Exam Admit Card


প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্টের নিয়মাবলীঃ
• http://ems.nu.ac.bd/c-login or URL: http://103.113.200.43:8007/ লিংকে যেতে হবে।
• “College login” ম্যানুতে ক্লিক করে কলেজ কোড ও পাসওয়ার্ড (123456) দিয়ে কলেজ প্যানেলে প্রবেশ করতে হবে।
• কলেজ প্যানেলে প্রবেশ করার পর বাম পাশের ম্যানু থেকে “Admit Card” ম্যানুতে ক্লিক করতে হবে।
• “Admit Card” ম্যানুতে ক্লিক করার পর “Select Exam” এ ক্লিক করে এক্সাম কোড 8111-B.Ed. 1ST SEMESTER-2021 সিলেক্ট করে “Search” বাটনে ক্লিক করতে হবে।
• “Search” বাটনে ক্লিক করার পর “Admit Card By Subject” টেবিলে প্রবেশপত্র, রোল বিবরণী ও হাজিরা সীট ডাউনলোড করার বাটন থাকবে। বাটনে ক্লিক করে প্রবেশপত্র, রোল বিবরণী ও হাজিরা সীট ডাউনলোড করা যাবে।

