জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএএস ও এডভান্সড এমবিএ (এমফিল সমমান) প্রোগ্রামে ভর্তি তথ্য 2020

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএএস ও এডভান্সড এমবিএ (এমফিল সমমান) প্রোগ্রামে ভর্তি তথ্য 2020। এনইউ এর ২০২০-২১ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস Masters Of Advanced Studies ( MAS) ও Advanced MBA (M Phil Equilavent) Programe Admission জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সুবিধার্থে নিচে দেয়া হলোঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে Master of Advanced Studies (MAS) ও Advanced MBA (এম ফিল সমমান) প্রােগ্রামে
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ সংক্রান্ত বিস্তারিত নোটিশ প্রকাশ হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ (MAS) ও Advanced MBA প্রোগ্রামের বিষয়সমূহে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

Master of Advanced Studies (MAS) ও Advanced MBA প্রোগ্রামে ভর্তির যোগ্যতা

• MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বা ইউজিসি কর্তৃক অনুমােদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশিষ্ট বিষয়ে ৪ মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী কলেজ শিক্ষকগণ MAS ও Advanced MBA প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন।

• সমমানের পরীক্ষায় পাশ করা দেশ-বিদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবে।

মাস্টার অব এডভান্সড স্টাডিজ (MAS) ও Advanced MBA প্রোগ্রামের মেয়াদ

সেমিস্টার পদ্ধতিতে থিসিসসহ অন-ক্যাম্পাস MAS ও Advanced MBA প্রােগ্রাম এর মেয়াদ হবে : বছর ৬ মাস যা ৩ সেমিস্টারে বিভক্ত।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তারিখ সমূহঃ

• অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সীমাঃ ১০-০৮-২০২০ থেকে ১২-০৯-২০২০ তারিখ পর্যন্ত।

• সোনালী সেবার টাকা জমাদানের সময়সীমাঃ ১৩-০৮-২০২০ থেকে ১৫-০৯-২০২০ তারিখ পর্যন্ত ।

• Zoom app এর মাধ্যমে মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখঃ ২১-০৯-২০২০

• চূড়ান্ত ভর্তির ফল প্রকাশঃ ২৯-০৯-২০২০

• প্লে স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখঃ ০১-১০-২০২০ থেকে ০৮-১০-২০২০ তারিখ পর্যন্ত

• কোর্স ওয়ার্ক / গবেষণা কার্যক্রম শুরুর তারিখ/ ক্লাশ শুরুঃ ১৫-১০-২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএএস ও এডভান্সড এমবিএ (এমফিল সমমান) প্রোগ্রামে ভর্তি নোটিশ ২০২০-২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমএএস ও এডভান্সড এমবিএ (এমফিল সমমান) প্রোগ্রামে ভর্তি নোটিশ ২০২০-২০২১

ফেলোশিপ সংক্রান্ত তথ্যাদি ও শর্তাবলি

বিশ্বদ্যিালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের মধ্যে যারা MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি হবে তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (৪ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্তদের) প্রতি বিষয়ে ৩ (তিন) জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। কলেজ শিক্ষক ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষায় ৪ স্কেলে জিপিএ ৩.৫ কিংবা ততোধিক পাবেন তাদের প্রত্যেককে মাসিক নির্ধারিত হারে ১ মাসের জন্য বৃত্তি প্রদান করা হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলােড

আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে  (www.nu.ac.bd/admissions) Master’s Tab এ গিয়ে Apply Now (NU On Campus MAS/ Advanced MBA) অপশনে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে প্রদর্শিক তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (সম্মান) বিবিএ (সম্মান) বিকম (সম্মান) পরীক্ষা রোল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মােবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে এন্ট্রি দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পে স্লিপ ডাউনলোড করে আবেদন ফি জমা দিতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply