প্রশ্ন সমাধান

৪৩তম বিসিএস প্রিলির বাংলাদেশ বিষয়াবলির প্রশ্নের সমাধান ২০২১

আজকে অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলির বাংলাদেশ বিষয়াবলির সমাধান
১। প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার
= বিরোধী দল
২। ঢাকা সিটি কর্পো, ১ম নির্বাচিত মেয়র
= মো. হানিফ
৩। সংবিধান লেখার দায়িত্ব
= এ কে এম আব্দুর রউফ
৪। নারী পুরুষের সমতা
= ২৮(২)
৫। কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনের জন্য চীনের সাথে চুক্তি
=ইনসেপ্টা
৬। ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ
=১৯৭৪
৭। ভোটার হওয়ার সর্বনিম্ম বয়স
= ১৮ বছর
৮। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা
= এ্যাটরনি জেনারেল
৯। নির্বান কোন ধর্মের সাথে
= বৌদ্ধ
১০। একনেকের প্রধান
= প্রধানমন্ত্রী
১১। বলাক কোন সংকর জাত
= গম
১২। তথ্য অধিকার আইন
= ২০০৯
১৩। মুজিবনগরের সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিষয়ক বিভাগের
= তাজউদ্দিন আহমেদ
১৪। রেহেনা মরিয়ম নূর চলচিত্রের পরিচালক
= আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
১৫। প্রাচীন বাংলার জনপদ
=পুণ্ড্র নগর
১৬। সংবিধানে বাজেট আর্থিক বিবৃতি
= ৮৭
১৭। নিপোর্ট কী ধরণের প্রতি
= জনসংখ্যা গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থ
= বেদ
১৯।সমতট
= কুমিল্লা নোয়াখালী
২০। বাংলাদেশের ব্যাংক নোট নয় কোনটি
= ২টাকা
২১। বয়স্কভাতা
= ১৯৯৮
২২। বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের সেক্টর
= ৮নং
২৩। Untranquil Recollections: The Years of Fulfilment গ্রন্থটির লেখক
=Rehman Sobhan
২৪। কৃষিশুমারি হয়নি
=২০১৫
২৫। সাংবিধানিক পদ নয়
= মানবাধিকার কমিশন
২৬। ম্যানিলা কোন ফসলের
= তামাক
২৭। ওরাও জনগোষ্ঠী
= রাজশাহী দিনাজপুর
২৯। সেকেন্ডারি মার্কেট
= স্টক মার্কেট
৩০। ৬দফায় অর্থনৈতিক দফা
=৩টি
দফা ৩: প্রতিটি প্রদেশের জন্য পৃথক, তবে অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা থাকবে। অথবা, যদি একক মুদ্রা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে মুদ্রা হস্তান্তর রোধ করার উপায় থাকতে হবে।
দফা ৪: রাজস্বের দায়িত্ব প্রদেশের হাতে থাকবে।
দফা ৫: প্রতিটি প্রদেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য পৃথক অ্যাকাউন্ট থাকতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply