রেজাল্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধা তালিকা প্রকাশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২০-২০২১ সালের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত মোট ৬২২টি আসন ফাঁকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর ও আইটি সেল থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।

 

মেরিট তালিকা অনুযায়ী, ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে আসন খালি ছিল ৪৩৩টি। এ ইউনিটে ৩৭১৮ থেকে ৪১৫০ মেধাতালিকা পর্যন্ত বিষয়ের জন্য মনোনীত হয়। এ ছাড়া ‘বি’ (মানবিক) ইউনিটে আসন খালি ছিল ১২৪টি। এই ইউনিটে বিষয় পেয়েছেন ১৫৫১ থেকে ১৭৭৪ পর্যন্ত মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা।

 

‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৬৪টি সিট ফাঁকা থাকায় ১১২৬ থেকে ১১৯২ পর্যন্ত মেধাতালিকার শিক্ষার্থীরা বিষয়ের জন্য মনোনীত হন। সংগীত বিভাগে একটি আসন ফাঁকা থাকায় ৪৪তম মেধাতালিকাধারীকে ভর্তির সুযোগ দেয়া হয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হতে হবে।

 

ষষ্ঠ মেধাতালিকা থেকে ভর্তি হওয়া যাবে ২৯ জানুয়ারি পর্যন্ত। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ৩০ জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ ও ভর্তি না হলে পরে ভর্তির সুযোগ পাওয়া যাবে না বলেও জানানো হয়েছে। স্বয়ংক্রিয় মাইগ্রেশন বন্ধ করতে লগইন করে আবেদন ফরমটি ডাউনলোড করে ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। সপ্তম মেধাতালিকা, সাবজেক্ট ও মাইগ্রেশন সিট খালি থাকা সাপেক্ষে প্রকাশ করা হবে।

 

‘এ’ ইউনিটের জন্য ১৩টি বিভাগে আসনসংখ্যা ৮২৫, ‘বি’ ইউনিটে ১৭ বিভাগে ১ হাজার ২৭০টি আসন রয়েছে৷ ‘সি’ ইউনিটের চারটি বিভাগের আসনসংখ্যা ৫২০টি।

 

এ ছাড়া সংগীত, চারুকলা ও নাট্যকলা বিভাগে ৪০টি করে এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ৩০টি আসন রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন ২ হাজার ৭৬৫টি।

 

ভর্তি পদ্ধতির ধাপ:

 

১। প্রথমে লগইন করতে হবে।

 

২। Home page-এ প্রদর্শিত তথ্য ঠিক থাকলে Next বাটনে ক্লিক করতে হবে।

 

৩। Form-এ সব তথ্য পূরণ করে Submit বাটনে ক্লিক করতে হবে।

 

৪। Rocket, Nagad অথবা SureCash-এ পেমেন্ট করে Next বাটনে ক্লিক করতে হবে।

 

৫। প্রদর্শিত তথ্য ঠিক থাকলে Final Submit বাটনে ক্লিক করতে হবে।

 

৬। Admission Form Legal page-এ প্রিন্ট করে, অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

 

Publication of the sixth merit list of Jagannath University. Jagannath University (JU) has published the sixth merit list for admission in the four year term graduation (honors) and BBA first year of 2020-2021. So far, a total of 622 seats are vacant. The information was received from the university’s registrar’s office and IT cell on Thursday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *