একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ আজ
একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল আজ প্রকাশ করা হবে। আজ (২৯ জানুয়ারি) রাত ৮ টায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইট হতে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।
আরো পড়ুন- একাদশ শ্রেণির ভর্তির ফলাফল দেখবেন যেভাবে
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ভর্তি বিষয়ক ওয়েবসাইটে http://www.xiclassadmission.gov.bd/ রাত ৮টায় এ ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।
১ম পর্যায়ে যেসব শিক্ষার্থী কলেজে চান্স পাবে সেসব শিক্ষার্থীর ৩০/০১/২০২২ (রবিবার) থেকে ০৬/০২/২০২২ (রবিবার) পর্যন্ত Selection নিশ্চায়ন করতে হবে। শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।
একাদশে যারা ১ম কলেজ চয়েস আসবে না তাদের ১ম মাইগ্রেশন ও ২য় পর্যায়ের আবেদনের ফলাফল গত ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায় প্রকাশিত হবে৷ আর পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের এবং ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টায়। যারা কলেজে চান্স পাবেনা এবং চান্স পেয়েও সিলেকশন নিশ্চায়ন করবে না তাদের ২য় ও ৩য় পর্যায়ে আবেদন করতে হবে।
জানা গেছে গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।
আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।