রেজাল্ট

ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল 2024 প্রকাশ ,পাশের হার ৪৯.৫০ শতাংশ NU Degree 3rd year Result

NU Degree 3rd year Result ডিগ্রি তৃতীয় বর্ষের ফলাফল 2024 প্রকাশ ,পাশের হার ৪৯.৫০ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে এক হাজার ৮৫৯ কলেজের ৭০১ কেন্দ্রে সর্বমোট এক লাখ ৯৯ হাজার ৯১ পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশ নেয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এ ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) ফল পাওয়া যাবে। এছাড়া যেকোনো মোবাইল থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে NU<space>DEG<space>ROLL no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে

২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলে সর্বমােট ১৯৯০৯১ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এরমধ্যে পাশ করেছে ৯৮৫৬৫ জন শিক্ষার্থী। উক্ত পরীক্ষার গড় পাশের হার ৪৯.৫০%।

২০১৯ সালের ৩য় বর্ষ পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানের দেখা গেছে বিএ গ্রুপ থেকে ৭১৩২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৪১৩৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।  বি.এস.এস গ্রুপ থেকে ৮২৭৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪২১৫৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এদিকে বি.কম/বি.বি.এস গ্রুপ থেকে ৩৯০৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮৮৯৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।  বি.এসসি গ্রুপ থেকে  ৫৬৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩১৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এছাড়াও সার্টিফিকেট কোর্স থেকে ২৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বি.মিউজিক গ্রুপ থেকে ০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ০১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বি. স্পাের্টস গ্রুপ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইটে অদ্য রাত ৮.০০ থেকে পাওয়া যাবে। যে কোন মােবাইল থেকে SMS করেও ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে Message অপশনে গিয়ে NU<space>DEG <space> ROLL NO লিখে ১৬২২২ নম্বরব Send করতে হবে।

ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। এরপর আর কোন আপত্তি/অভিযােগ গ্রহণযােগ্য হবে না।

ডিগ্রি ৩য় বর্ষের(২০১৮-১৯) ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ডিগ্রি ৩য় বর্ষের(২০১৮-১৯) ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

The third-year results of the degree are published, the pass rate is 49.50 percent. The 2019 degree pass and certificate course 3rd-year result held under the National University has been released. This time, a total of 1,99,091 candidates (regular, irregular, and upgraded) appeared for the exam at 701 centers in 1,859 colleges across the country.

The 3rd year results of the degree are published, the pass rate is 49.50 per cent. The 2019 degree pass and certificate course 3rd year result held under the National University has been released. This time, a total of 1,99,091 candidates (regular, irregular and upgraded) appeared for the exam at 701 centres in 1,859 colleges across the country.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply