জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যরেজাল্ট

প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা ২০২৪৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির রেজাল্ট ২০২৩। প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল ২০২৪ দেখুন এখানে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা প্রকাশ এবং কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রিলিমিনারী টু মাস্টার্স নিয়মিত ভর্তির ১ম মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে ১ম মেধা তালিকা ১১ এপ্রিল ২০২৩ তারিখ প্রকাশ করা হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। উক্ত ফলাফল SMS এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে পাওয়া যাবে।

আরো পড়ুন- প্রিলিমিনারী টু মাস্টার্স (প্রাইভেট) ভর্তির বিজ্ঞপ্তি

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রার্থীরা SMS এর মাধ্যমে (nu<space>atmp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করে প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখতে পাবে অথবা ভর্তি বিষয়ক
ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশন থেকে অথবা কলেজ থেকে সরাসরি ফলাফল জানতে পারবে।

উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববিদ্যালয়/যে কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত কোন প্রার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হতে পারবে না। বর্তমানে অধ্যয়নরত কোন প্রার্থী প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তি হতে অবশ্যই পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে।

প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরম পূরণ ও কলেজ কর্তৃক নিশ্চয়ন সংক্রান্ত সার্কুলার।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির মেধা তালিকা প্রকাশ সম্পর্কিত বিজ্ঞপ্তি

প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা অনলাইনে দেখবেন যেভাবে

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা পাওয়া যাবে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশন থেকে অথবা কলেজ থেকে সরাসরি ফলাফল জানতে পারবে। ফলাফল দেখতে নীচে উল্লেখিত লিংকে ক্লিক করুন। তারপর আপনার এডমিশন রোল ও পিন কোড প্রবেশ করান। পেয়ে যাবেন প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল।

প্রিলিমিনারী টু মাস্টার্স(নিয়মিত) ভর্তির প্রকাশিত ফলাফল যাদের কোনো বিষয়ে চান্স হয়নি তাদের অনলাইন লগইনের পর উক্ত “We are happy to inform you that you are in the list of successful candidates but not in the Merit list.”  লিখাটি শো করবে।

আর যারা,

মেধা তালিকায় স্থান প্রাপ্ত হয়েছেন তাদের বিষয় ও কলেজের নাম দেখাবে।

১ম মেধা তালিকায় যারা স্থান পাননি,তারা ২য় মেধা তালিকার জন্য অপেক্ষা করবেন।

 আগামী ২৩ এপ্রিলের পর যেকোনো দিন জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে ২য় মেধা তালিকা প্রকাশ করবে।

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল দেখতে ক্লিক করুন

এসএমএসের মাধ্যমে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল

প্রিলিমিনারী টু মাস্টার্স প্রার্থীরা SMS এর মাধ্যমে (nu<space>atmp<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করে প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির ফলাফল ও মেধা তালিকা দেখতে পাবে।

উদাহরণঃ (nu<space>atmp<space>167823788 & send to 16222)

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে

• ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের তারিখ: ১১/০৪/২০২৪ থেকে ২৭/০৪/২০২৪

প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions)|
Applicant Login অপশন থেকে Masters Preli. (Regular) Login এ ক্লিক করে ভর্তি ফরম
পূরণ করতে হবে।

• ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের ফরম প্রিন্ট করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার তারিখ: ১২/০৪/২০২৪ থেকে ৩০/০৪/২০২৪

• কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের ভর্তি নিশ্চয়নের তারিখ: ১২/০৪/২০২৪ থেকে ০২/০৫/২০২৪

২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ক্লাস শুরুর তারিখঃ

প্রিলিমিনারী টু মাস্টার্স মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের ভর্তি সম্পর্কিত জ্ঞাতব্য

ফরম পূরণের করণীয় ধাপসমূহ

লগইনঃ আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) Masters tab-এ গিয়ে (Login)। Applicant login (Masters Preli.) অপশনে ক্লিক করে সঠিক রােল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে Login করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর নাম, বরাদ্দকৃত বিষয়, সংশ্লিষ্ট কলেজের নাম ও অন্যান্য তথ্যসহ ভর্তির। আবেদন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

বিষয় পরিবর্তনের আবেদনঃ মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন প্রার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে আবেদন ফরমের বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন দিতে হবে। তবে কোটার মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের বিষয় পরিবর্তনেরকোন সুযােগ থাকবে না।

আবেদন ফরমের প্রিন্টঃ সঠিক তথ্যপূর্ণ ভর্তির আবেদন ফরমটির Submit Application অপশনে ক্লিক করলে ভর্তির চূড়ান্ত আবেদন ফরম website-এ দেখা যাবে। ফরমটির দুই কপি A4 (8.5″x11″) অফসেট কাগজে প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে রােল নম্বর ও পিন কোড দিয়ে একাধিকবার ফরমটি প্রিন্ট নেয়া যাবে।

সংশ্লিষ্ট কলেজে চুড়ান্ত ভর্তি ফরম জমাঃ আবেদনকারীকে প্রিন্ট করা চূড়ান্ত ভর্তি ফরমের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। আবেদন ফরমের সঙ্গে আবেদনকারীর স্নাতক (পাস) পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, দ্বৈত ভর্তি সম্পর্কিত জমা প্রার্থীর অঙ্গীকারনামার সত্যায়িত কপি ও রেজিস্ট্রেশন ফি (ভর্তি নির্দেশিকার ১০ নং অনুচ্ছেদ অনুযায়ী) সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ চূড়ান্ত ভর্তির আবেদন ফরমের একটি কপি অধ্যক্ষ দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দিবে।

বিষয় পরিবর্তনের ফলাফল ও করণীয়ঃ সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকা সাপেক্ষে এবং মেধা স্কোরের ভিত্তিতে প্রার্থীকে তার বিষয় পছন্দক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে এবং ভর্তি সংশ্লিষ্ট website/ SMS এর মাধ্যমে তা প্রার্থীকে জানানাে হবে। প্রার্থীর বিষয় পরিবর্তন হলে নির্দিষ্ট website-থেকে বিষয় পরিবর্তনের ফরম সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। উল্লেখ্য যে, কোন প্রার্থীর বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তীত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। তবে কোন প্রার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বে বিষয়ে ভর্তি বহাল থাকবে। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে প্রার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।

কোটার ফলাফলঃ রিলিজ স্লিপের ফরম পূরণের পূর্বে কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে। যে সকল প্রার্থী ইতােমধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়েছে এবং একই সংগে কোটায় নতুন বিষয় বরাদ্দ পেয়েছে সে সকল প্রার্থী কোটায় বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হতে চাইলে তাদের পূর্বের ভর্তি বাতিল হয়ে যাবে।

ভর্তি নিশ্চয়নঃ কলেজ কর্তৃক অনলাইন মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীর ভতি নিশ্চয়নবিষয় পরিবর্তন হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রার্থীকে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে Applicant’s Login এর মাধ্যমে তা জানতে পারবে।

আরো পড়ুন- প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত তথ্য

প্রিলিমিনারী টু মাস্টার্স ১ম পর্ব (নিয়মিত) ভর্তির ফলাফল ও মেধা তালিকা প্রণয়ন

• প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির জন্য আবেদনকারী প্রার্থীদের স্নাতক (পাস) পর্যায়ে সর্বমােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠান/কলেজের জন্য আলাদাভাবে মেধা তালিকা তৈরী করে বিষয় বরাদ্দ দেয়া হবে।

• একই কলেজে একই বিষয়ে দুই বা ততােধিক আবেদনকারীর মেধাক্রম সমান হলে সেক্ষেত্রে এ সকল আবেদনকারীর মধ্যে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দিয়ে মেধাক্রম নির্ধারণ করা হবে।

• এ ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা, শূন্য আসন সাপেক্ষে দ্বিতীয় মেধা তালিকা, কোটা এবং রিলিজ স্লিপ (প্রয়ােজনে একাধিক বার) এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

• প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পাবে না, ভর্তি বাতিল করবে অথবা মেধা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয়ে ভর্তি হবে না, সে সকল প্রার্থী ভর্তি হতে চাইলে তিনটি কলেজে আলাদাভাবে বিষয় পছন্দ নির্ধারণ করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। Resuming national university nu preliminary to masters (regular)1st merit admission 2020-2021

প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) প্রােগ্রামে ভর্তির আবেদন ফরম পূরণ করতে ক্লিক করুন
শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group