JSC জেএসসি ও JDC জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯

jsc জেএসসি ও jdc জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯
JSC জেএসসি ও JDC জেডিসি পরীক্ষার ফলাফল। ২০১৯ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল। জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আট শিক্ষাবোর্ডের জেএসসি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের জেডিসি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের জন্য। এখানে আপনাদের সামনে তুলে ধরব জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
আরো দেখুন- পিএসসি রেজাল্ট ২০১৯
জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ কবে দিবে?
২০১৯ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় নভেম্বর মাসের ১ তারিখে যা চলে ১৫ নভেম্বর পর্যন্ত। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ।এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । এবছর ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল কিভাবে জানতে পারবেন। জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট ২০১৯ দেখুন এখানেই।
জেএসসি রেজাল্ট ২০১৯ জানার পদ্ধতি সমূহঃ
জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল খুব সহজেই মোবাইলে এসএমএসে অথবা অনলাইনে এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেতে পারে। আপনি বিভিন্নভাবে জেএসসি রেজাল্ট জানতে পারবেন। নিচে উপায় সমূহ বিস্তারিত আলোচনা করা হলো।
• নিজ নিজ স্কুল থেকে
• মোবাইলে এসএমএস পাঠানোর মাধ্যমে
• অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ পাওয়া যাবে এখানেঃ
জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়া মাত্র দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট এ। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল দেখুন নীচের লিংকে
অনলাইনে ফলাফল দেখার নিয়ম:
• প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে
• তারপর যে সালে জেএসসি পরীক্ষা দিয়েছেন তার নির্বাচন করতে হবে। ২০১৯ সালের পরীক্ষার্থী সেহেতু এখানে ২০১৯ নির্বাচন করুন।
• এরপর আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তা নির্বাচন করুন। যেমন ধরুন, আপনি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাহলে আপনার বোর্ড হবে ঢাকা Dhaka
• পরবর্তী ঘরে আপনার রোল নাম্বার দিতে হবে।
• এরপর আপনার রেজিষ্টেশন নম্বরের ঘরটি সঠিকভাবে পূর্ণ করতে হবে।
• এর নিচে লক্ষ্য করে দেখবেন একটি ক্যাপচা। এখানে যে শব্দটি বা সংখ্যাটি হিজিবিজি ভাবে লেখা থাকবে তা সঠিকভাবে পাশের ঘরটিতে টাইপ করতে হবে।
• এরপর সাবমিট এ ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। কোন রেজাল্ট দেখতে চান তাহলে রিসেট অপশনে ক্লিক করে প্রক্রিয়া পুনরাবৃত্তির মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।
নিজ বিদ্যালয় থেকে জেএসসি জেডিসি রেজাল্ট জানবেন যেভাবে:
শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে রেজাল্ট সংগ্রহ তুলনামূলক কঠিন। কারণ, এখানে আপনাকে স্ব শরীরে গিয়ে রেজাল্ট জেনে আসতে হবে । রেজাল্ট প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানের সকল রেজাল্ট সংগ্রহ করে। তারপর তা প্রিন্ট করে বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখে।
ছাত্রছাত্রীদের তালিকা থেকে নিজের রোল খুঁজে বের করতে হয়। এটা অনেকটা ঝামেলার এবং শ্রমসাধ্য। এর চেয়ে সহজ দুটি পদ্ধতি নিচে আলোচনা করছি। এখন আমরা কথা বলবো, কিভাবে মোবাইল এসএমএস ও অনলাইন এর মাধ্যমে জেএসসি রেজাল্ট জানতে হবে তা নিয়ে।
এসএমএস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ জানার পদ্ধতিঃ
• যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে JSC অথবা JDC
• এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
• এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
• এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2019 লিখুন।
• Example: JSC <স্পেস>JES <স্পেস>123456 <স্পেস>2019
মাদ্রাসা বোর্ড এর ক্ষেত্রেঃ JDC<স্পেস>MAD<স্পেস>123467<স্পেস>2019
• এবার মেসেজ টি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লেখার নিয়ম:
• ঢাকা বোর্ড DHA
• কুমিল্লা বোর্ড COM
• চট্টগ্রাম বোর্ড CHI
• রাজশাহী বোর্ড RAJ
• যশোর বোর্ড JES
• বরিশাল বোর্ড BAR
• সিলেট বোর্ড SYL
•দিনাজপুর বোর্ড DIN
• টেকনিক্যাল বোর্ড TEC
• মাদ্রাসা বোর্ড MAD
অনলাইনে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার বিকল্প পদ্ধতি
অনলাইনে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এ দেশের সকল বোর্ড এর ফলাফল একযোগে প্রকাশ করে থাকে। কিন্তু ওইদিন সারা দেশ থেকে একযোগে ঐ সাইটে চেস্টা করার ফলে অনলাইনে ফলাফল জানা অনেক কস্টসাধ্য হয়ে পড়ে। তাই স্বাভাবিক ভাবেই সবার বিকল্প পদ্ধতি খোঁজার প্রয়োজন হয়ে পড়ে।
আপনাদের অনেকেরই হয়তো জানা নেই ঐ ওয়েবসাইটের পাশাপাশি কিছু কিছু শিক্ষা বোর্ড তাঁদের নিজস্ব সাইটেও ফলাফল প্রকাশ করে থাকে। সেখান থেকে অপেক্ষাকৃত সহজে ফলাফল জানা যায়। আপনাদের সুবিধার্থে যে সকল বোর্ড আলাদা করে ফলাফল প্রকাশ করবে তাদের ফলাফল দেখার লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
জেএসসি পরীক্ষার ফলাফল জানতে ক্লিক করুন
মার্ক সিট সহ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল আলাদাভাবে দেখুন নীচের লিংকেঃ
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ ঢাকা বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ যশোর বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ বরিশাল বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ চট্টগ্রাম বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ সিলেট বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯দিনাজপুর বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ কুমিল্লা বোর্ড
জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯ রাজশাহী বোর্ড
জেডিসি পরীক্ষার ফলাফল ২০১৯ মাদ্রাসা বোর্ড
জে.এস.সি-জে.ডি.সি পরীক্ষার গ্রেডিং সিস্টেম
Marks Range | Grade Points | Grade |
80 – 100 | 5.00 | A+ |
70 – 79 | 4.00 | A |
60 – 69 | 3.50 | A- |
50 – 59 | 3.00 | B |
40 – 49 | 2.00 | C |
33 – 39 | 1.00 | D |
0 – 32 | 0.00 | F |
জেএসসি রেজাল্ট ২০১৯ সংশোধন /পুনঃমূল্যায়ন নিয়মাবলীঃ
পরীক্ষার ফলাফল পাবার পর যদি মনে হয় যে আপনার রেজাল্ট ভুল এসেছে তাহলে আপনি ফলাফল পুনঃমূল্যায়ন / সংশোধনের এর জন্য টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া নিম্নে দেয়া হলঃ
• আবেদন করতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপর স্পেস দিয়ে আপনার রোল নাম্বার তারপর স্পেস দিয়ে লিখুন বিষয় কোড এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নাম্বার এ
• এক্ষেত্রে প্রতিটী বিষয় এর জন্য ১২৫ টাকা ফি প্রযোজ্য
• ফিরতি এস এম এসে আবেদন ফি হিসাবে কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার পাঠানো হবে। সম্মত থাকলে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুন RSC তারপর স্পেস দিয়ে YES তারপর স্পেস দিয়ে পিন নাম্বার তারপর স্পেস দিয়ে আপনার একটি কন্টাক্ট নাম্বার লিখে পাঠিয়ে দিন ১৬২০০ নাম্বারে।
• একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। তার জন্য একটি বিষয় কোড লেখার পর কমা ব্যবহার করুন।
জেএসসি-জেডিসি পরীক্ষার পরিসংখ্যান
উল্লেখ্য, ২০১৯ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা গত ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হয়। নির্ধারিত দিনগুলোতে সকাল ১০টা থেকে ও দুপুর ২ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন । এবছর ২৯ হাজার ২৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিয়েছে। ১০ম বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেএসসি শব্দের সম্পূর্ণ অর্থ হলো জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। ৮ম শ্রেণীর পড়াশোনা শেষ করে যে সার্টিফিকেট পাওয়া যায় তাই হলো জেএসসি সার্টিফিকেট। ৯ম শ্রেণীতে ভর্তি হতে হলে সবাইকেই জেএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। ২০১০ সাল হতে প্রতিবছর নভেম্বর মাসে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেএসসি পরীক্ষা ২০১৯ এর কিছু তথ্যঃ
• পরীক্ষা শুরুঃ ১লা নভেম্বর ২০১৯
• পরীক্ষা শেষঃ ১৫ নভেম্বর ২০১৯
• মোট বিষয়ঃ ৭টি
• বিষয়সমূহঃ বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মশিক্ষা
• মোট নম্বরঃ ৬৫০
• শিক্ষা বোর্ডঃ ৮টি
• পরীক্ষার ধরণঃ লিখিত (রচনামূলক ও নৈর্ব্যক্তিক)
• মোট পরীক্ষার্থীঃ ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন
• মোট কেন্দ্রঃ ২৯৮২ টি
• মোট প্রতিষ্ঠানঃ ২৯ হাজার ২৬২টি
• ফলাফল প্রকাশঃ ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৯। jsc examination result 2019. জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট।