প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ নোট 2022 SSC Multiple Choice Question and Answer PDF

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ নোট 2022 ” SSC Multiple Choice Question and Answer PDF। নবম/দশম শ্রেণির “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” বইটি বাংলাদেশ সম্পর্কিত সকল তথ্যের এক বিশাল ভান্ডার। এই বইটি ভাল করে আয়ত্ব করে নিলে সাধারণ জ্ঞানের যে কোন প্রশ্নে আপনি এগিয়ে থাকবেনই। পুরো বইটি থেকে বাছাই করা ৪০০ টির ও বেশি প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সহ যেকোন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অনেক প্রশ্নই কমন পাবেন। কথা না বাড়িয়ে এখন মনযোগ সহকারে পড়ে নিন। আর পোস্টটি সব সময় পড়ার সুবিধার্থে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন।

 

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ নোট 2022

 

১. কোন রাজনৈতিক দল পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি অন্ধ আনুগত্য পোষণ করে?

Ο ক) মুসলিম আওয়ামী লীগ

Ο খ) কৃষক প্রজা পার্টি

Ο গ) গণতান্ত্রিক দল

Ο ঘ) মুসলিম লীগ

সঠিক উত্তর: (ঘ)

 

২.পূর্ব বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হয় কোন ক্ষেত্রে?

Ο ক) অর্থনৈতিক ক্ষেত্রে

Ο খ) প্রশাসনিক ক্ষেত্রে

Ο গ) সামাজিক ক্ষেত্রে

Ο ঘ) সর্বক্ষেত্রে

সঠিক উত্তর: (ঘ)

 

৩.ব্রিটিশরা ভারতবর্ষকে বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দেয়। এ বিভক্তির ক্ষেত্রে ব্যাপক প্রভাব ছিল কোন তত্ত্বের?

Ο ক) বিকেন্দ্রীকরণ তত্ত্ব

Ο খ) কেন্দ্রীকরণ তত্ত্ব

Ο গ) দ্বিজাতি তত্ত্ব

Ο ঘ) বহুজাতিক তত্ত্ব

সঠিক উত্তর: (গ)

 

৪.ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্বব্যাপী কী পালিত হয়?

Ο ক) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Ο খ) আন্তর্জাতিক জন্মভূমি দিবস

Ο গ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Ο ঘ) বিশ্ব ভাষা ও সংস্কৃতি দিবস

সঠিক উত্তর: (গ)

 

৫.বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলকে কী করে বলে তুমি মনে কর?

Ο ক) জাগ্রত

Ο খ) ঐক্যবদ্ধ

Ο গ) চেতনাহীন

Ο ঘ) উগ্র

সঠিক উত্তর: (খ)

 

৬.‘আরেক ফাল্গুন’ কী?

Ο ক) নাটক

Ο খ) প্রবন্ধ

Ο গ) উপন্যাস

Ο ঘ) ছোটগল্প

সঠিক উত্তর: (গ)

 

৭.ভাষা আন্দোলন থেকে শিক্ষালাভ করা যায়-

i. অধিকার আদায়ের

ii. জাতীয়তাবোধ সৃষ্টির

iii. দেশপ্রেমের

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) i ও ii

Ο গ) i ও iii

Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ঘ)

 

৮.কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাব করেছিলেন?

Ο ক) ইয়াহিয়া খান

Ο খ) স্যার সলিমুল্লাহ

Ο গ) মোহাম্মদ আলী জিন্নাহ

Ο ঘ) শহীদ সোহরাওয়ার্দী

সঠিক উত্তর: (গ)

 

৯.১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে কী ঘটেছিল?

Ο ক) উর্দুকে পাকিস্তাতনের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করা হয়

Ο খ) ভরতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান

Ο গ) ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিলুপ্তি

Ο ঘ) ব্রিটিশ ভাইসরয়ের পদত্যাগ

সঠিক উত্তর: (খ)

 

১০.কত সাল থেকে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস হিসেবে দেশব্যাপী পালিত হচ্চে?

Ο ক) ১৯৫২

Ο খ) ১৯৫৩

Ο গ) ১৯৫৪

Ο ঘ) ১৯৫৫

সঠিক উত্তর: (খ)

 

১১.ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্য কী?

Ο ক) ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

Ο খ) মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

Ο গ) রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

Ο ঘ) মাতৃভাষার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন

সঠিক উত্তর: (ক)

 

১২.‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ কবে?

Ο ক) ২১ ফেব্রুয়ারি

Ο খ) ২৬ মার্চ

Ο গ) ১৯ জুন

Ο ঘ) ২১ আগস্ট

সঠিক উত্তর: (ক)

 

১৩.কাকে আহবায়ক করে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ নুতনভাবে গঠিত হয়?

Ο ক) শেখ মুজিব

Ο খ) শামসুল হক

Ο গ) আব্দুল মতিন

Ο ঘ) মহিউদ্দিন আহমেদ

সঠিক উত্তর: (গ)

 

১৪.২১ দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছিল-

i. আওয়ামী লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে

ii. কৃষক-শ্রমিক পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ও ন্যাপের সমন্বয়ে

iii. নজামে ইসলাম, গণতন্ত্রীদল ও আওয়ামী মুসলিম লীগের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?

Ο ক)  i

Ο খ) i ও ii

Ο গ) i ও iii

Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

 

১৫.পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের জন্য কী পদক্ষেপ গ্রহণ করেছিল?

Ο ক) শাসকদের সঙ্গে আঁতাত

Ο খ) মাতৃভাষা বাংলাকে রক্ষা

Ο গ) সামরিক শক্তি অর্জন

Ο ঘ) বুদ্ধিবৃত্তিক আন্দোলন

সঠিক উত্তর: (খ)

 

১৬.‘ভাষা সংগ্রাম পরিষদ’ নতুনভাবে গঠিত হয়েছিল কী নামে?

Ο ক) রাষ্ট্রভাষা আন্দোলন সংগ্রাম পরিষদ

Ο খ) বাংলা সংগ্রাম পরিষদ

Ο গ) বাংলা ভাষা বাস্তবায়ন পরিষদ

Ο ঘ) পূর্ব বাংলা সংগ্রাম পরিষদ

সঠিক উত্তর: (ক)

 

১৭.পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ ছিল পূর্ব পাকিস্তানের জনসংখ্যা?

Ο ক) ৫২%

Ο খ) ৫৫%

Ο গ) ৫৬%

Ο ঘ) ৪৫%

সঠিক উত্তর: (গ)

 

১৮.ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুনের’ রচয়িতা কে?

Ο ক) জহির রায়হান

Ο খ) হুমায়ুন আহমেদ

Ο গ) আখতারুজ্জামান ইলিয়াস

Ο ঘ) শহীদুল্লাহ কায়সার

সঠিক উত্তর: (ক)

 

১৯.পাকিস্তান সৃষ্টির কয়েক বছর আগে থেকেই রাষ্ট্রভাষা ‘বাংলা’ নাকি ‘উর্দু’ হবে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণ কী ছিল?

Ο ক) এ অঞ্চলে কেবল বাঙালিদের বসবাস তাই

Ο খ) পাকিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা বাঙালি

Ο গ) বাঙলা একটি অতি পুরাতন ভাষা তাই

Ο ঘ) বাংলা তুলনামুলক সহজ ভাষা তাই

সঠিক উত্তর: (খ)

 

২০.পাকিস্তানের স্বধীনতার পূর্বে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন-

i. ড. মুহাম্মদ শহীদুল্লাহ

ii. চৌধুরী খালিকুজ্জামান

iii. ড. জিয়াউদ্দিন আহমদ

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) ii ও iii

Ο গ) i ও iii

Ο ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

 

২১.১৯৪৮ সালের মার্চ মাসে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন?

Ο ক) নাজিমুদ্দিন খান

Ο খ) লিয়াকত আলী খান

Ο গ) মোহাম্মদ আলী জিন্নাহ

Ο ঘ) ইস্কান্দার মীর্জা

সঠিক উত্তর: (গ)

 

২২.কত সালে ‘গণ আজাদী লীগ’ গঠিত হয়েছিল?

Ο ক) ১৯৪৭ সালে

Ο খ) ১৯৪৮ সালে

Ο গ) ১৯৪৯ সালে

Ο ঘ) ১৯৫০ সালে

সঠিক উত্তর: (ক)

 

২৩.পাকিস্তান সরকার কোন অক্ষরে বাংলা লেখার প্রচলন করতে চেয়েছিল?

Ο ক) ইংরেজি

Ο খ) উর্দু

Ο গ) ফারসি

Ο ঘ) আরবি

সঠিক উত্তর: (ঘ)

 

২৪.১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রত্যক্ষ বা চূড়ান্ত ফলাফল হলো-

i. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

ii. ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ

iii. ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) i ও ii

Ο গ) iii

Ο ঘ) i,ii ও iii

সঠিক উত্তর: (গ)

 

২৫.পাকিস্তান সরকার ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি নিষিদ্ধ করে কোন পত্রিকাটি?

Ο ক) ইত্তেফাক

Ο খ) অবজারভার

Ο গ) আজাদী

Ο ঘ) সমকাল

সঠিক উত্তর: (খ)

 

২৬.একুশের গান কে রচনা করেন?

Ο ক) আহমেদ ইমতিয়াজ বুলবুল

Ο খ) আব্দুল জব্বার

Ο গ) আব্দুল গাফ্ফার চোধুরী

Ο ঘ) আব্দুল লতিফ

সঠিক উত্তর: (গ)

 

২৭.কখন পাকিস্তান সরকার অবজারভার পত্রিকা নিষিদ্ধ করে?

Ο ক) ১৯৫২ সালের ২৬ জানুয়ারি

Ο খ) ১৯৫২ সালের ৩০ জানুয়ারি

Ο গ) ১৯৫২ সালের ৪ ফেব্রুয়ারি

Ο ঘ) ১৯৫২ সালের ১২ ফেব্রুয়ারি

সঠিক উত্তর: (ঘ)

 

২৮.১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি পুলিশের হামলায় কে শহিদ হন?

Ο ক) শফিউর

Ο খ) বরকত

Ο গ) জব্বার

Ο ঘ) রফিক

সঠিক উত্তর: (ক)

 

২৯.১৯৪৭ সালে প্রথমে কোনটি ঘটেছিল?

Ο ক) পাকিস্তান প্রতিষ্ঠা নিশ্চিত হওয়া

Ο খ) গণ আজাদী লীগ প্রতিষ্ঠা

Ο গ) তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা

Ο ঘ) করাচির শিক্ষা সম্মেলন

সঠিক উত্তর: (ক)

 

৩০.পূর্ব পাকিস্তানকালীন সময়ে সৃষ্ট বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল কী?

Ο ক) ধর্ম

Ο খ) ভৌগোলিক নৈকট্য

Ο গ) ভাষা

Ο ঘ) পেশা

সঠিক উত্তর: (গ)

 

৩১.গণপরিষদে বাংলা ব্যবহারের দাবি অগ্রাহ্য হলে ঢাকায় ধর্মঘট পালিত হয় কোন মাসে?

Ο ক) ফেব্রুয়ারি

Ο খ) জানুয়ারি

Ο গ) মার্চ

Ο ঘ) মে

সঠিক উত্তর: (ক)

 

৩২.“উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা” কে ঘোষণা করেন?

Ο ক) খাজা নাজিমউদ্দীন

Ο খ) নূরুল আমিন

Ο গ) আইয়ুব খান

Ο ঘ) মোহাম্মদ আলী জিন্নাহ

সঠিক উত্তর: (ঘ)

 

৩৩.বাঙালি জাতীয়তাবাদের বিকাশে সকলকে ঐক্যবদ্ধ করে-

i. ভাষা আন্দোলন

ii. স্বদেশি আন্দোলন

iii. ফরায়েজি আন্দোলন

নিচের কোনটি সঠিক?

Ο ক) i

Ο খ) i ও ii

Ο গ) i ও iii

Ο ঘ) i,ii ও iii

সঠিক উত্তর: (ক)

 

৩৪.ভাষা আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কখন ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা’ সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?

Ο ক)

৩ মার্চ, ১৯৫২

Ο খ)

২ মার্চ, ১৯৫১

Ο গ)

২ মার্চ, ১৯৪৭

Ο ঘ)

২মার্চ, ১৯৪৮

সঠিক উত্তর: (ঘ)

 

৩৫.ভাষা আন্দোলন বাঙালি জাতির� মধ্যে কী জাগিয়ে তোলে?

Ο ক) গণসচেতনতা

Ο খ) ভয়ভীতি

Ο গ) ঐক্য ও স্বাধীনতার চেতনা

Ο ঘ) ভাষা ও তার মূল্যায়ন

সঠিক উত্তর: (গ)

 

৩৬.কোন সংগঠন ১৯৪৭ সালে মাতৃভাষায় ‘শিক্ষা দান’ এর দাবি জানায়?

Ο ক) গণ আজাদী লীগ

Ο খ) আওয়ামী মুসলিম লীগ

Ο গ) তমদ্দুন মজলিশ

Ο ঘ) বেঙ্গল ভলান্টিয়ার্স

সঠিক উত্তর: (ক)

 

৩৭.১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করলে এর বিরোধিতা কে করেন?

Ο ক) শেরে বাংলা এ.কে. ফজলুল হক

Ο খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ

Ο গ) ড. জিয়াউদ্দিন আহমদ

Ο ঘ) খাজা নাজিমুদ্দীন

সঠিক উত্তর: (ক)

 

৩৮.ভাষা আন্দোলন কীভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল?

Ο ক) পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে আগাম ধারণা প্রাপ্তির মাধ্যমে

Ο খ) ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানিদের সাথে গোপন চুক্তি হয়

Ο গ) একুশের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করেছে

Ο ঘ) ভাষা আন্দোলন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শক্তি যুগিয়েছে

সঠিক উত্তর: (গ)

 

৩৯.‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়………..’ গানটির সুরকার কে?

Ο ক) গাজী মাজহারুল আনোয়ার

Ο খ) শ্যামল ঘোষ

Ο গ) মুনীর চৌধুরী

Ο ঘ) আব্দুল লতিফ

সঠিক উত্তর: (ঘ)

 

৪০.১১ মার্চ সাধারণ ধর্মঘট চলাকালে কতজন গ্রেফতার হয়?

Ο ক) ৫০ জন

Ο খ) ৫৭ জন

Ο গ) ৬৯ জন

Ο ঘ) ৭৯ জন

সঠিক উত্তর: (গ)

 

৪১.১৯৫২ সালের ৩০ জানুয়ারির পরবর্তী সময়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন কে?

Ο ক) অলি আহাদ

Ο খ) শামসুল হক

Ο গ) আব্দুল মতিন

Ο ঘ) কাজী গোলাম মাহবুব

সঠিক উত্তর: (গ)

 

৪২.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারি পালনের পূর্বে এদিনটিকে কী দিবস হিসেবে পালন করা হতো?

Ο ক)

জাতীয় শোক দিবস

Ο খ)

মাতৃভাষা দিবস

Ο গ)

শহিদ দিবস

Ο ঘ)

কলো দিবস

 

সঠিক উত্তর: (গ)

 

৪৩.

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্দেশ্য ছিল-

Ο ক)

রাষ্ট্রভাষার দাবি আদায়ের জন্য

Ο খ)

রাষ্ট্রভাষা উর্দু থাকুক

Ο গ)

রাষ্ট্রভাষা হবে বাংলা ও আরবি

Ο ঘ)

রাষ্ট্রভাষা হবে হিন্দি

 

সঠিক উত্তর: (ক)

 

৪৪.

একুশের শহিদদের স্মরণে ‘স্মৃতির মিনার’ কবিতাটি লিখেছিলেন কে?

Ο ক)

আলাউদ্দিন আল আজাদ

Ο খ)

মাহবুব উল আলম চৌধুরী

Ο গ)

আলতাফ মাহমুদ

Ο ঘ)

আবদুল গাফ্ফার চৌধুরী

 

সঠিক উত্তর: (ক)

 

৪৫.

বাঙালি জাতীয়তাবাদের বিকাশে কোনটির অবদান অনেক বেশি?

Ο ক)

ভাষা আন্দোলন

Ο খ)

মুক্তিযুদ্ধ

Ο গ)

গণঅভ্যুত্থান

Ο ঘ)

যুক্তফ্রন্ট সরকার

 

সঠিক উত্তর: (ক)

 

৪৬.

রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

Ο ক)

সোহরাওয়ার্দী উদ্যান

Ο খ)

রমনা পার্ক

Ο গ)

বোটানিক্যাল গার্ডেন

Ο ঘ)

জিয়া উদ্যান

 

সঠিক উত্তর: (ক)

 

৪৭.

কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ নামক সংগঠনটি গড়ে ওঠে?

Ο ক)

আবুল কাশেম

Ο খ)

মওলানা ভাসানী

Ο গ)

আতাউর রহমান খান

Ο ঘ)

অলি আহাদ

 

সঠিক উত্তর: (ক)

 

৪৮.

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হন কোন প্রাদেশিক সরকার?

Ο ক)

নাজিমউদ্দিন খানের

Ο খ)

নুরুল আমিনের

Ο গ)

ইস্কান্দার মীর্জার

Ο ঘ)

এ.কে. ফজলুল হকের

 

সঠিক উত্তর: (খ)

 

৪৯.

নিচের কোন নাটকটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক?

Ο ক)

অয়োময়

Ο খ)

কোথাও কেউ নেই

Ο গ)

বহুব্রীহি

Ο ঘ)

কবর

 

সঠিক উত্তর: (ঘ)

 

৫০.

কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়?

Ο ক)

ইউনিসেফ

Ο খ)

ইউনেস্কো

Ο গ)

ফাও

Ο ঘ)

ইউএসএইড

 

সঠিক উত্তর: (খ)

 

৫১.

প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রতিবাদে ধর্মঘট পালিত হয় কোন তারিখে?

Ο ক)

১৯৪৮ সালের ১১ মার্চ

Ο খ)

১৯৪৮ সালের ১৫ মার্চ

Ο গ)

১৯৫২ সালের ২৬ জানুয়ারি

Ο ঘ)

১৯৫২ সালের ৩০ জানুয়ারি

 

সঠিক উত্তর: (ঘ)

 

৫২.

১৯৪৭ সালের জুলাই মাসে কে উর্দকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন?

Ο ক)

মোহাম্মদ আলী জিন্নাহ

Ο খ)

ড. জিয়াউদ্দিন আহমদ

Ο গ)

লিয়াকত আলী খান

Ο ঘ)

চৌধুরী খালিকুজ্জামান

 

সঠিক উত্তর: (খ)

 

৫৩.

পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পাকিস্তান সৃষ্টির পর থেকে পূর্ব পাকিস্তানের স্বতন্ত্র সাংস্কৃতিক সত্তাকে-

i. ধ্বংস করতে সক্ষম হয়

ii. ধ্বংস করার প্রচেষ্টা চালায়

iii. লালন করে

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

i ও ii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

 

সঠিক উত্তর: (খ)

 

৫৪.

কত তারিখে পাকিস্তান গণপরিষদের ভাষা হিসেবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানানো হয়েছিল?

Ο ক)

১৯৪৭ সালের ২৩ ফেব্রুয়ারি

Ο খ)

১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি

Ο গ)

১৯৪৭ সালের ২ ফেব্রুয়ারি

Ο ঘ)

১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি

 

সঠিক উত্তর: (খ)

 

৫৫.

আলীগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন?

Ο ক)

ড. জিয়াউদ্দিন আহমদ

Ο খ)

ড. মুহম্মদ শহীদুল্লাহ

Ο গ)

ড. শামসুল হক

Ο ঘ)

ধীরেন্দ্রনাথ দত্ত

 

সঠিক উত্তর: (ক)

 

৫৬.

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যাঁরা ভাষার জন্য জীবন দেন তাঁদের মধ্যে অন্যতম হলেন-

i. আব্দুল জব্বার

ii. মতিউর রহমান

iii. শফিউর রহমান

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

i ও ii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i,ii ও iii

 

সঠিক উত্তর: (গ)

 

৫৭.

রাষ্ট্রভাষা বাংলা কত সালে পাকিস্তানের সংবিধানে অন্তর্ভূক্ত হয়?

Ο ক)

১৯৫২

Ο খ)

১৯৫৩

Ο গ)

১৯৫৬

Ο ঘ)

১৯৫৮

 

সঠিক উত্তর: (গ)

 

৫৮.

পাকিস্তানি শাসনপর্বে প্রথম জাতীয় মুক্তির আন্দোলন কোনটি?

Ο ক)

ভাষা আন্দোলন

Ο খ)

স্বাধিকার আন্দোলন

Ο গ)

উনসত্তরের গণঅভ্যুত্থান

Ο ঘ)

মুক্তিযুদ্ধ আন্দোলন

 

সঠিক উত্তর: (ক)

 

৫৯.

তমদ্দুন মজলিশ গড়ে ওঠে কেন?

Ο ক)

মাতৃভাষার দাবি আদায়ের জন্য

Ο খ)

স্বাধীনতা লাভের জন্য

Ο গ)

কৃষকের স্বার্থ প্রতিষ্ঠার জন্য

Ο ঘ)

শিক্ষার দাবি প্রতিষ্ঠার জন্য

 

সঠিক উত্তর: (ক)

 

৬০.

কোন ভাষা বিজ্ঞানী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেন?

Ο ক)

ড. আনিসুজ্জামান

Ο খ)

পবিত্র সরকার

Ο গ)

ড. মুহম্মদ শহীদুল্লাহ

Ο ঘ)

হরপ্রসাদ শাস্ত্রী

 

সঠিক উত্তর: (গ)

 

৬১.

১৯৪৮ সালের ২১ মার্চ কে দ্ব্যর্থহীন কণ্ঠে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষনা করেন?

Ο ক)

আইয়ুব খান

Ο খ)

মোহাম্মদ আলী জিন্নাহ

Ο গ)

ইয়াহিয়া খান

Ο ঘ)

জুলফিকার আলী ভুট্টো

 

সঠিক উত্তর: (খ)

 

৬২.

পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা হচ্ছে-

i. দেশের সর্বত্র উর্দু ভাষার ব্যবহার

ii. গণপরিষদে শুধু উর্দু ও ইংরেজি ভাষার ব্যবহার

iii. করাচির শিক্ষা সম্মেলনে রাষ্ট্রভাষঅ উর্দু সিদ্ধান্ত গ্রহণ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

 

সঠিক উত্তর: (খ)

 

৬৩.

পূর্ব পাকিস্তাতনের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ১৯৪৮ সালের কত তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন?

Ο ক)

৯ মার্চ

Ο খ)

১১ মার্চ

Ο গ)

১৫ মার্চ

Ο ঘ)

২০ মার্চ

 

সঠিক উত্তর: (গ)

 

৬৪.

২২ ফেব্রুয়ারি প্রথম শহিদ মিনার কে উদ্বোধন করেন?

Ο ক)

শহিদ শফিউরের মাতা

Ο খ)

শহিদ শফিউরের পিতা

Ο গ)

শহিদ বরকতের পিতা

Ο ঘ)

শহিদ সালামের মাতা

 

সঠিক উত্তর: (খ)

 

৬৫.

২২ ফেব্রুয়ারি শোক র‌্যালিতে পুলিশের গুলিতে শহিদ হন কোন ভাষা সৈনিক?

Ο ক)

আব্দুস সালাম

Ο খ)

শফিউর

Ο গ)

আবুল বরকত

Ο ঘ)

আব্দুল জব্বার

 

সঠিক উত্তর: (খ)

 

৬৬.

মোহাম্মদ আলী জিন্নাহকে অনুকরণ করে পাকিস্তানের উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন কোন প্রধানমন্ত্রী?

Ο ক)

মোহাম্মদ আলী বগুড়া

Ο খ)

চৌধুরী মোহাম্মদ আলী

Ο গ)

লিয়াকত আলী খান

Ο ঘ)

খাজা নাজিমুদ্দীন

 

সঠিক উত্তর: (ঘ)

 

৬৭.

আমরা ২১ ফ্রেব্রুয়ারির সময় শহিদ মিনারে যাই। এটি ভাষা আন্দোলনের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত। এই স্মৃতি স্তম্ভ-

i. বাঙালি যুবকদের রক্তদানের স্বীকৃতি

ii. বাঙালিদের প্রথম প্রতিবাদের স্মারক

iii. ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাস্তম্ভ

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

 

সঠিক উত্তর: (ঘ)

 

৬৮.

বাংলা ভাষা ও সাহিত্যে ভাষঅ আন্দোলন একটি বিশেষ স্থান দখল করে আছে। এর ছাপ দেখা যায় বিশেষ রচানায়। যেমন জহির রায়হানের রচনা-

Ο ক)

কবর

Ο খ)

আরেক ফাল্গুন

Ο গ)

হাজার বছর ধরে

Ο ঘ)

সংশপ্তক

 

সঠিক উত্তর: (খ)

 

৬৯.

কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে ‘তমদ্দুন মজলিশ’ গড়ে উঠেছিল?

Ο ক)

সাহায্যকারী প্রতিষ্ঠান

Ο খ)

সাংস্কৃতিক প্রতিষ্ঠান

Ο গ)

রাজনৈতিক প্রতিষ্ঠান

Ο ঘ)

অর্থনৈতিক প্রতিষ্ঠান

 

সঠিক উত্তর: (খ)

 

৭০.

কেন্দ্রীয় শহিদ মিনার কে উন্মোচন করেন?

Ο ক)

শহিদ শফিউর রহমানের বাবা

Ο খ)

শহিদ জব্বারের বাবা

Ο গ)

শহিদ বরকতের বাবা

Ο ঘ)

শহিদ সালামের বাবা

 

সঠিক উত্তর: (ক)

 

৭১.

পাকিস্তানের শুরু থেকেই কাদের হাতে শাসনভার কেন্দ্রীভূত হতে থাকে?

Ο ক)

পূর্ব বাংলার ধনিক গোষ্ঠীর

Ο খ)

পশ্চিম পাকিস্তানের ধনিক গোষ্ঠীর

Ο গ)

পূর্ব বাংলার রাজনীতিবিদদের

Ο ঘ)

পশ্চিম পাকিস্তনের রাজনীতিবিদদের

 

সঠিক উত্তর: (খ)

 

৭২.

১৯৫২ সালের ২৬ জানুয়ারি এক জনসভায় খাজা নাজিমুদ্দীন জিন্নাহকে অনুকরণ করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। এ সময় খাজা নাজিমুদ্দীন কী দায়িত্বে ছিলেন?

Ο ক)

পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী

Ο খ)

পাকিস্তানের প্রধানমন্ত্রী

Ο গ)

পাকিস্তানের স্পিকার

Ο ঘ)

প্রাদেশিক আইনসভার স্পিকার

 

সঠিক উত্তর: (খ)

 

৭৩.

২১ ফেব্রুয়ারি ছাত্র হত্যার প্রতিবাদে রচিত ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটি কে রচানা করেন?

Ο ক)

আব্দুল লতিফ

Ο খ)

আব্দুল গাফ্ফার চৌধুরী

Ο গ)

মাহবুবু-উল-আলম চৌধুরী

Ο ঘ)

আলাউদ্দিন আল আজাদ

 

সঠিক উত্তর: (ক)

 

৭৪.

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের কোন অঙ্গ প্রতিষ্ঠান?

Ο ক)

ইউনিসেফ

Ο খ)

ফাও

Ο গ)

ইউএনডিপি

Ο ঘ)

ইউনেস্কো

 

সঠিক উত্তর: (ঘ)

 

৭৫.

ভাষা আন্দোলনের তাৎপর্য হলো-

i. পরবর্তীকালের সকল আন্দোলনে অনুপ্রেরণা যোগায়

ii. বাঙালিদের ঐক্য ও স্বাধীনতার চেতনায় অনুপ্রাণিত করে

iii. এটি বাঙালিদের মুক্তির প্রথম আন্দোলন

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i

Ο খ)

i ও ii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

 

সঠিক উত্তর: (ঘ)

 

৭৬.

রেসকোর্স ময়দানের বর্তমান নাম কোনটি?

Ο ক)

ওসমানী উদ্যান

Ο খ)

জিয়া উদ্যান

Ο গ)

সোহরাওয়ার্দী উদ্যান

Ο ঘ)

চন্দ্রিমা উদ্যান

 

সঠিক উত্তর: (গ)

 

৭৭.

পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা হয়নি। এর কারণ হিসেবে মনে করা হয়-

i. সম্পদের সুষম বন্টন না করা

ii. স্বায়ত্তশাসনের দাবির প্রতি অভজ্ঞা করা

iii. সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া

নিচের কোনটি সঠিক?

Ο ক)

i ও ii

Ο খ)

ii ও iii

Ο গ)

i ও iii

Ο ঘ)

i, ii ও iii

 

সঠিক উত্তর: (ঘ)

 

৭৮.

‘তমদ্দুন মজলিশ’ প্রকাশিত ভাষা আন্দোলনের পুস্তিকাটির নম কী?

Ο ক)

উর্দু ভাষায় শিক্ষা দান

Ο খ)

পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু

Ο গ)

বাংলার ভাষা বাংলা

Ο ঘ)

বাংলা ভাষার যৌক্তিক দাবি

 

সঠিক উত্তর: (খ)

 

৭৯.

কে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হিসেবে উর্দুকে গ্রহণের প্রস্তাবের বিরোধিতা করেছিলেন?

Ο ক)

ধীরেন্দ্রনাথ দত্ত

Ο খ)

এ.কে. ফজলুল হক

Ο গ)

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

Ο ঘ)

আবুল মুনসুর আহমেদ

 

সঠিক উত্তর: (খ)

 

৮০.

ভাষা শহিদদের স্মরণে নির্মিত প্রথম শহিদ মিনার উদ্বোধন করেছিলেন কে?

Ο ক)

শহিদ শফিউরের পিতা

Ο খ)

শহিদ আবুল বরকতের পিতা

Ο গ)

শহিদ আব্দুল জব্বারের পিতা

Ο ঘ)

শহিদ রফিকউদ্দিনের পিতা

 

সঠিক উত্তর: (ক)

 

৮১.

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের কত তারিখে দেশব্যাপী হরতার আহ্বান করেন?

Ο ক)

২০ জানুয়ারি

Ο খ)

১ ফেব্রুয়ারি

Ο গ)

২১ ফেব্রুয়ারি

Ο ঘ)

২৩ ফেব্রুয়ারি

 

সঠিক উত্তর: (গ)

 

৮২.

কখন পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চরিত্র এবং দ্বিজাতি তত্ত্বের ভুলগুলো বুঝাতে শুরু করে?

Ο ক)

বঙ্গভঙ্গের পর

Ο খ)

বঙ্গভঙ্গ রদের পর

Ο গ)

ভাষা আন্দোলনের পর

Ο ঘ)

পাকিস্তান প্রতিষ্ঠার পর

 

সঠিক উত্তর: (ঘ)

 

৮৩.

কোন শহরে ১৯৪৭ সালের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

Ο ক)

পেশোয়ার

Ο খ)

লহোর

Ο গ)

করাচি

Ο ঘ)

রাওয়ালপিন্ডি

 

সঠিক উত্তর: (গ)

 

৮৪.

তমদ্দুন মজলিশ কখন গঠিত হয়?

Ο ক)

১৯৪৫ সালের ২ জানুয়ারি

Ο খ)

১৯৪৬ সালের ১৭ জুন

Ο গ)

১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর

Ο ঘ)

১৯৪৮ সালের ২ সেপ্টেম্বর

 

সঠিক উত্তর: (গ)

 

৮৫.

‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’- কবিতাটির রচয়িতা কে?

Ο ক)

কবি আলাউদ্দিন আল আজাদ

Ο খ)

কবি মাহবুব-উল-আলম চৌধুরী

Ο গ)

কবি শামসুর রহমান

Ο ঘ)

কবি জসীমউদ্দীন

 

সঠিক উত্তর: (খ)

 

৮৬.ভাষা আন্দোলনের সময় চাকমারা সমর্থন করেছিল কোন ভাষাকে?

Ο ক) উর্দু

Ο খ) বাংলা

Ο গ) চাকমা ভাষা

Ο ঘ) আঞ্চলিক ভাষা

সঠিক উত্তর: (খ)

 

৮৭.‘বাংলাকে শিক্ষা ও আইন আদালতের বাহন’ করার প্রস্তাব গ্রহণ করা হয় কোন সংগঠনের যুবকর্মী সম্মেলনে?

Ο ক) বেঙ্গল ভলান্টিয়ার্স

Ο খ) আওয়ামী মুসলিম লীগ

Ο গ) গণ আজাদী লীগ

Ο ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান

সঠিক উত্তর: (ঘ)

 

নিচের উদ্দীকটি পড় এবং নিচের ২টি নং প্রশ্নের উত্তর দাও:

জহির রায়হানের ‘একুশের গল্পে’ মমিন পড়লো ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ মিছিলের ওপর গুলি চালায় এতে রফিক, জব্বার, বরকত নিহত হন। মমিন বিষয়টা পড়ে খুব চিন্তিত।

৮৮.মমিনের পঠিত গল্পে কোন আন্দোলনের কথা বলা হয়েছে?

Ο ক) ভাষা আন্দোলন

Ο খ) স্বাধীনতা সংগ্রাম

Ο গ) গণঅভ্যুত্থান

Ο ঘ) ছয় দফা আন্দোলন

সঠিক উত্তর: (ক)

 

৮৯.উক্ত আন্দোলনের অর্জন� ছিল-

i. সংস্কৃত ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দান

ii. বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষঅর মর্যাদা দান

iii. একুশে ফেব্রুয়ারির স্মরণে যুক্তফ্রন্টের একুশ দফা

নিচের কোনটি সঠিক?

Ο ক) i ও ii

Ο খ) ii ও iii

Ο গ) I ও iii

Ο ঘ) I, ii ও iii

সঠিক উত্তর: (খ)

9th-10th Grade Bangladesh and World Identity MCQ Note 2022. The book “Bangladesh and World Identity” of class 9/10 is a huge repository of all the information related to Bangladesh. If you master this book well, you will be ahead in any question of general knowledge. Here are the answers to more than 400 questions selected from the entire book. From these questions, many questions will be common in any competitive examination, including the BCS Preliminary Examination. Now read carefully without increasing the word. And always share the post for the convenience of reading and keep it on your timeline.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply