প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২ SSC Business Initiative Suggestion

এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২.pdf [সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেয়া হয়েছে। কোর্সটিকায় এর আগের আলোচনায় আমরা এসএসসি পরীক্ষার অন্যান্য বিষয়ের সাজেশন প্রকাশ করেছিলাম। আজ আমরা তোমাদের জন্য আলাদা করে ব্যবসায় উদ্যোগ সাজেশন শেয়ার করতে যাচ্ছি। আজকের এ পোস্টে তোমরা তোমাদের সর্বশেষ সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সকল অধ্যায়ের পূর্ণাঙ্গ বহুনির্বাচনী প্রশ্নগুলোর সাজেশন পাবে।

এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২

 

১ম অধ্যায়: ব্যবসায় পরিচিতি
২য় অধ্যায়: ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
৩য় অধ্যায়: আত্মকর্মসংস্থান
৪র্থ অধ্যায়: মালিকানার ভিত্তিতে ব্যবসায় (আংশিক)
৫ম অধ্যায়: ব্যবসায়ের আইনগত দিক
৮ম অধ্যায়: ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা
৯ম অধ্যায়: বিপণন
১১শ অধ্যায়: ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা।

 

সৃজনশীল প্রশ্ন ৩ : মি. জুলফিকার রাজশাহীতে একটি আমের বাগান গড়ে তোলেন। উৎপাদন মৌসুমে তিনি তার বাগানের আম ঢাকাসহ দেশের বড় বড় শহরের ফলের দোকানে সরবরাহ করেন। কিন্তু এ বছর আমের দাম কমে যাওয়ায় তিনি ১,৫০০ কুইন্টাল আম সংরক্ষণের ব্যবস্থা করেন। এতে তার দুশ্চিন্তা অনেকটা কমে যায়।

ক. বিজ্ঞাপন কী?
খ. ‘মোড়কিকরণ পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে’ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. জুলফিকারের দুশ্চিন্তা কমাতে সহায়তাকারী বিপণন কাজটি বিশ্লেষণ কর।

 

অধ্যায় ৯: বিপণন
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব আলম সাতক্ষীরা হতে বিভিন্ন পণ্যসামগ্রী ক্রয় করে নিজ প্রতিষ্ঠান আলম স্টোরসে পণ্যের গুণাগুণ, ওজন ওআকৃতি অনুযায়ী শ্রেণিবিন্যাস করেন। বিক্রয় কাজে সুবিধার জন্য আসাদ নামে এসএসসি পাসকৃত অন্য প্রতিষ্ঠানে চাকরি করত এমন একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। আসাদ ক্রেতা ও ভোক্তাদের সাথে সদা হাসিমুখে কথা বলেন, কোনো কথায় বিরক্তবোধ করেন না। ভোক্তারা আসাদের সততায় মুগ্ধ। এ ছাড়া তিনি বয়স্ক নারী-পুরুষের সাথে অত্যন্ত সচেতনতার সাথে পণ্য বিক্রয় করেন। ফলে অল্প সময়ে আলম স্টোরস সফলতা লাভ করে।

ক. বিজ্ঞাপন কী?
খ. গ্রীষ্মকালের উৎপাদিত পণ্য শীতকালে ব্যবহার বিপণনের কোন কার্যাবলির দ্বারা সম্ভব? ব্যাখ্যা কর।
গ. জনাব আলমের ১ম পর্যায়ের কাজটি বিপণনের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জনাব আসাদকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে মূল্যায়ন কর।

 

সৃজনশীল প্রশ্ন ২ : জনাব নাবিলের জমিতে প্রচুর পরিমাণে কলা উৎপাদন হওয়ায় সে দোকানে দোকানে বিক্রয় করার মনস্থির করল। বিক্রয় করার পূর্বে কলাগুলোকে ছোট-বড় বিভিন্ন শ্রেণিতে ভাগ করলেন। এতে বিক্রয় সহজতর হয়।

ক. মধ্যস্থ ব্যবসায়িগণ কাদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে?
খ. ‘মেলামেশার ক্ষমতা’ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণাবলি? ব্যাখ্যা কর।
গ. জনাব নাবিলের কলা দোকানে সরবরাহ করার ক্ষেত্রে বিপণনের কোন কাজটির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. ‘জনাব নাবিলের গৃহীত পদক্ষেপ কলা বিক্রয়ের অন্যতম সহজ কৌশল’- মতামত দাও।

 

এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২

এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২
এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২
এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২
এসএসসি ব্যবসায় উদ্যোগ সাজেশন ২০২২

SSC Business Initiative Suggestion 2022.pdf [Important questions for all boards are given here. In the previous discussion in the course tick, we published suggestions for other subjects of the SSC examination. Today we are going to share separate business venture suggestions for you. In today’s post, you will get suggestions for full multiple choice questions of all chapters in light of your latest short syllabus.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply