প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন ২০২৪ অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান NU Honours 1st Year Psychology Suggestion

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন ২০২৪ মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম NU Honours 1st Year Psychology Suggestion, Honors 1st Year Human Psychology And Social Work Suggestion. অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন 2024 PDF Download,

২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময় সূচি অনুযায়ী স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা দিয়েই শুরু হচ্ছে অনার্স ১ম বর্ষের পরীক্ষা

ছাত্র-ছাত্রীদের পরামর্শ দিচ্ছি যারা শুধু মাত্র শেষ সময় পরীক্ষায় পাশ করতে চায় তারা বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন গুলো ফলো করবে এতে আশাকরি পাশ করার মতো কমন পাবে তবে পরীক্ষায় বেশী নাম্বার পেতে হলে বিগত বছরের প্রশ্ন এবং সাবজেক্ট এর উপর ক্লিয়ার ধারনা থাকতে হবে এজন্য পাঠ্যবই বুঝে বুঝে বিস্তারিত পড়তে হবে।

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন ২০২৪ মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

ক বিভাগ

গ্রিক শব্দ psyche এর অর্থ কী
আচরণ কী
আচকণবাদী মনোবিজ্ঞানের জনক কে
প্রেষনার দুটি প্রতিশব্দ লেখ
প্রেষনার স্তর কয়টি ও কী কী
জৈবিক প্রেষণাগুলো কী কী
কোন ধরনের প্রেষণা শিক্ষণ ছাড়া সৃষ্টি হয়
শিক্ষণের শর্তগুলো কী
উদ্দীপক কী
প্রচেষ্টা বা ভূল শিক্ষন তও্বের জনক কে
চিরায়ত সাপেক্ষণ তত্বের প্রবক্তা কে
সহায়ক শিক্ষণের প্রবক্তা কে
গৌণ বলবর্ধককে কী বলে
মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে
ভয় কী ধরনের আবেগ
আবেগের দুটি নেতিবাচক প্রভাব লেখ
ভ্রান্ত প্রত্যক্ষণ কী
প্রত্যক্ষণের পূর্বশর্ত কী
অলীক বীক্ষণের একটি উদাহরণ দাও
মনোভাবের তিনটি উপাদান কী
নিউরন কী
বুদ্ধ্য ঙ্ক বলতে কী বুঝায়
IQ এর পূর্ণ রুপ কী
মানসিক বয়স কী
বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্বের নাম লেখ
ব্যক্তিত্বের মনো সামাজিক তত্বের জনক কে
আদিম সওা কী
ফ্রয়েড কেছিলেন
জনমত কী
জনমত গঠনের মাধ্যমগুলো কী

খ বিভাগ

মনো বিজ্ঞানের সংজ্ঞা দাও
মনোবিজ্ঞানে ব্যবহৃত পদ্ধতি গুলো কী
পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা গুলো বর্ণনা কর
প্রেষণা চক্র কী
জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার পার্থক্য দেখাও?
শিক্ষণ কী
করণ শিক্ষণ ওচিরায়ত শিক্ষণের পার্থক্য দেখাও?
আবেগের উপাদানসমূহ লেখ
সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কী
মনোযোগের নির্ধারক কী
ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলো কী কী
ভ্রান্ত প্রত্যক্ষণ ও অলীক প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য কী
মনোভাবের উপাদানগুলো উল্লেখ কর
মনোভাব পরিমাপে ব্যবহৃত পদ্ধতি কী কী
ব্যক্তিভিওিক ও দলভিওিক বুদ্ধি অভীক্ষার মধ্যে পার্থক্য লেখ
স্বপ্লস্হায়ী ও দীর্ঘস্হায়ী স্মৃতির পার্থক্য নির্দেশ কর
বিস্মৃতির কারণসমূহ কী
ব্যক্তিত্বের প্রকারভেদ লেখ
প্রচারণা কী
প্রচারণার নীতিসমুহ বর্ণনা কর

গ বিভাগ

মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর
সুবিধা ও অসুবিধা উল্লেখ পূর্বক পরীক্ষণ পদ্ধতি বর্ণনা কর
প্রেষণা কী? প্রেষণার শ্রেণিবিভাগ বর্ণনা কর
প্রেষণা কী? জৈবিক ও সামাজিক প্রেষণা পার্থক্য নির্দেশ কর
শিক্ষণ কী? শিক্ষণের শর্তসমুহ আলোচনা কর
করণ শিক্ষণ কী? করণ শিক্ষণ তত্বটি ব্যাখ্যা কর
আবেগ কালীন দৈহিক পরিবর্তনগুলো আলোচনা কর
আবেগের সংজ্ঞা দাও? আবেগের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা কর
প্রত্যক্ষণের সংজ্ঞা দাও ৷প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ আলোচনা কর
গভীরতা প্রত্যক্ষণ কী? গভীরতা প্রত্যক্ষণের সংকেতসমূহ বর্ণনা কর
মনোভাব বলতে কী বুঝ? মনোভাব গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা কর
মনোভাবের সংজ্ঞা দাও ? মনোভাব পরিবর্তন প্রক্রিয়াগুলো আলোচনা কর
বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর
বুদ্ধির সংজ্ঞা দাও? বুদ্ধি পরিমাপের বিঁনে সাইমন বুদ্ধি অভীক্ষাটি ব্যাখ্যা কর
বিস্মৃতি কী? বিস্মৃতির কারণসমূহ আলোচনা কর
বিস্মৃতি তত্বসমূহ আলোচনা কর
ব্যক্তিতের সংজ্ঞা দাও? ব্যক্তিত্বের নির্ধারকসমুহ আলোচনা কর
ফ্রয়েডের মনঃসমীক্ষণ তত্বটি বিশ্লেষণ কর?
জনমত কী? জনমত গছনের মাধ্যমগুলো বর্ণনা কর?

ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও।
উত্তর: যে বিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত ভাবে অনুদান করে তাকে মনোবিজ্ঞান বলে

২. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত পর্যালোচনামূলক বিজ্ঞান।

৩. মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতির নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোনো দুটি পদ্ধতি নাম লেখ।
অথবা, মনোবিজ্ঞানের যেকোন চারটি পদ্ধতির নাম লেখ।
উত্তর: মনোবিজ্ঞানে ব্যবহৃত চারটি পদ্ধতি হলো- ১.পরীক্ষণ পদ্ধতি, ২.অন্তদর্শন পদ্ধতি, ৩. পর্যবেক্ষণ পদ্ধতি ও ৪. চিকিৎসা মূলক পদ্ধতি।

৪. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে?
উত্তর: আধুনিক মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ডো।

৫. নিরীক্ষণ কী?
উত্তর: যেসব আচরণ বা ঘটনাকে গবেষণাগারে পুনরুৎপাদন করা যায় না সেসব আচরণের কারণ অনুসন্ধানের জন্য প্রাকৃতিক পরিবেশে ওই বিষয়ে বা ঘটনার নিবিড় প্রত্যক্ষণ ও তথ্য সংগ্রহ করুন পর্যবেক্ষণ বা নিরীক্ষণ পদ্ধতি

৬. শিক্ষা মনোবিজ্ঞান কী?
উত্তর: মনোবিজ্ঞানের যে শাখায় কার্যকরী শিক্ষা কাদের দেওয়া উচিত শিক্ষার উদ্দেশ্য কী ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় তাই শিক্ষা মনোবিজ্ঞান।

৭. শিল্প মনোবিজ্ঞান কী?
উত্তর: যে মনোবিজ্ঞানের শিল্প ক্ষেত্রে পিছিয়ে পড়ার সমস্যা দিই নির্ণয় করে শিল্পের উৎপাদন শ্রমিকের মর্যাদা বাড়ানোর কৌশল উদ্বোধন করা হয় তা শিল্প মনোবিজ্ঞান।

৮. চিন্তন কী?
উত্তর: চিন্তন হলো কোন বিষয়বস্তুকে সুস্পষ্ট ভাবে অবধারণের জন্য মানসিক শক্তি প্রয়োগ করা।

৯. ওয়াটসন কোন ধরনের মনোবিজ্ঞানী?
উত্তর: ওয়াটসন আচরণবাদী মনোবিজ্ঞানী।

১০. স্নায়ুতন্ত্র কী?
উত্তর: কোষদেহ থেকে নির্গত শাখা প্রশাখা বিশিষ্ট যে তন্তু গুলো উদ্দীপনা গ্রহণ করে এবং কোষদেহে প্রেরণ করে তাকে স্নায়ু তন্ত্র বলে।

১১. নিউরন কী?
উত্তর: নিউরন হল স্নায়ুতন্ত্রের মৌলিক একক যার স্নায়ু প্রবাহ উৎপন্ন ও পরিবহন করার ক্ষমতা আছে।

১২. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কী কী?
উত্তর: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি উৎস যথা- ১. মস্তিষ্ক, ২. মেরুদণ্ড।

১৩. প্রেষণা কী?
উত্তর: সমগ্র জীবনব্যাপী বিভিন্ন লেখার জন্য ও সামগ্রিক আচরণে কর্মশক্তি সরবরাহকারী বা তাগিদ সৃষ্টিকারী শরীর অভ্যন্তরীণ (মনস্তাত্ত্বিক প্রক্রিয়া) তাড়নাই হচ্ছে প্রেষণা।

১৪. প্রেষণার স্তরগুলোর নাম লেখ।
অথবা, প্রেষণার স্তরগুলো কী কী?
উত্তর: প্রেষণা চক্রের স্তর গুলোর নাম হল অভাব বোধ লক্ষ্য নির্দেশক আচরণ লক্ষ্য অর্জন এবং সন্তুষ্টি অর্জন।

১৫. হতাশা কী?
উত্তর: লক্ষ্যবস্তু লাভে ব্যর্থ হওয়ার ফলে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই হতাশা।

১৬. স্বপ্ন কী?
উত্তর: গভীর অবচেতনের পূর্বাবস্থা ও সচেতনতার পরবর্তী অবস্থায় যে ছবি ধারণা আবেগ ও অনুভূতির সৃষ্টি হয়ে তাকে স্বপ্ন বলে।

১৭. মনোবিকৃতির অস্বাভাবিকতা বড় অস্থির কী করা উচিত?
উত্তর: বিকৃতির অস্বাভাবিকতা বুঝতে দ্বন্দ্বমূলক অবস্থায় মানুষের আচরণ বিশ্লেষণ করা উচিত।

১৮. মানসিক প্রক্রিয়া কাকে বলে?
উত্তর: বহির্জগতের বিভিন্ন বস্তু ইন্দ্রিয়ের মাধ্যমে মনের উপর যে ক্রিয়া করে তাকে মানসিক প্রক্রিয়া বলে।

১৯. মনোযোগের দোদুল্যমানতা কী?
উত্তর: মনোযোগের দোদুল্যমানতা হলো এমন ব্যবস্থা যার কারণে মুহূর্তে মুহূর্তে মনোযোগের ক্ষেত্র পরিবর্তিত হয়।

২০. প্রত্যক্ষণ কী?
উত্তর: যে প্রক্রিয়ায় মস্তিষ্ক সংবেদন নির্বাচন সংগঠন ও বিশ্লেষণ করে তাকে প্রত্যক্ষণ বলে।

Honors 1st Year Psychology Suggestion 2024

১. মনোবিজ্ঞানকে কী প্রাকৃতিক বিজ্ঞান বলা যায়? আলোচনা কর।
২. মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা কর।
অথবা, মনোবিজ্ঞানের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৩. পরীক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর।
৪. জরিপ পদ্ধতি ও প্রশ্নপত্র পদ্ধতি আলোচনা কর।
৫. পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা কর। অস্বাভাবিক আচরণের কারণগুলো আলোচনা কর।

৬. অস্বাভাবিক আচরণের কারণগুলো আলোচনা কর।
অথবা, অস্বাভাবিক আচরণের কারণগুলো ব্যাখ্যা কর।
৭. নিউরনের কার্যাবলী সংক্ষেপে লেখ।
অথবা, নিউরনের বা স্নায়ু কোষের কার্যাবলী সংক্ষেপে লেখ।
৮. আবেগ সম্পর্কিত জেমস ল্যাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা কর।
৯. মানসিক স্বাস্থ্য বলতে কী বুঝ?
১০. মনোযোগ কী?

১১. সংক্ষেপে মনোযোগের শর্তসমূহ আলোচনা কর।
১২. সংবেদনের বৈশিষ্ট্যগুলো লেখ।
১৩. অলীক প্রত্যক্ষণ ও অধ্যাশেষ মধ্যে পার্থক্য কী?
১৪. শিক্ষণের উপাদানগুলো উল্লেখ কর।
১৫. চিরায়ত সাপেক্ষেকরণ বলতে কী বুঝ?
১৬. বিস্মিতির কারণগুলো বর্ণনা কর।

১৭. স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্য দেখাও।
১৮. ওয়েসলার এর বুদ্ধি অভীক্ষা আলোচনা কর।
১৯. সংক্ষেপে অন্তর্ভুক্তি ও বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য আলোচনা কর।
২০. ব্যক্তিত্বের উপাদানগুলো লেখ।।
অথবা, ব্যক্তিত্বের উপাদানসমূহ আলোচনা কর।

Honors 1st Year Psychology Suggestion 2024

১. মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা কর।
২. মহাবিজ্ঞান কী? মনোবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
অথবা, মনোবিজ্ঞান পাঠের উপযোগিতা আলোচনা কর।
৩. পর্যবেক্ষণ পদ্ধতি কী? এ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো ব্যাখ্যা কর।
অথবা, নিরীক্ষণ পদ্ধতি কী? নিরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো আলোচনা কর।
৪. অস্বাভাবিক আচরণের কারণগুলো ব্যাখ্যা কর। মনোবিদ্যক কারণগুলোর অস্বাভাবিকতার ক্ষেত্রে কতটুকু দায়ী?

৫. মস্তিষ্কের গঠন ও কার্যাবলী আলোচনা কর।
৬. প্রেষণা চক্র কী? প্রেষণা চক্র বাকা কর।
৭. আবেগের সংজ্ঞা দাও।
অথবা, শিশুকালের কিছু সাধারন আবেগের বর্ণনা দাও।
৮. বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব উদাহরণসহ ব্যাখ্যা কর।
৯. মানসিক স্বাস্থ্য বলতে কি বুঝ? মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য কী কী ব্যবস্থা নিতে হবে? ব্যাখ্যা কর।
১০. মনোযোগের সংজ্ঞা দাও। মনোযোগের বৈশিষ্ট্য আলোচনা কর।

১১. সাংবেদন কী? সংবেদনের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
অথবা, সংবেদন বলতে কী বুঝ? সংবেদনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
১২. প্রত্যক্ষন কী? সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যকার পার্থক্য দেখাও।
১৩. শিক্ষণ কী? শিক্ষণের চারটি উপাদানের নাম লেখ।
১৪. শিক্ষণের উপাদান কী কী? ট্যাভলভ এর পরীক্ষণ পদ্ধতি উল্লেখপূর্বক সাপেক্ষীকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
১৫. স্মৃতির সংজ্ঞা দাও। স্মৃতির উপাদানগুলো আলোচনা কর।
অথবা, স্মৃতি কী স্মৃতির প্রধান উপাদানগুলো আলোচনা কর।

ANSWER SHEET LINK

 

মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন ২০২৪

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন ২০২২

অনার্স ১ম বর্ষের মনোবিজ্ঞান সাজেশন ২০২৪ Honors 1st Year Psychology Suggestion, Honors 1st Year Human Psychology And Social Work Suggestion. অনার্স ১ম বর্ষের মানবীয় মনোবিজ্ঞান এবং সমাজকর্ম সাজেশন 2024 PDF Download,

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply