প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা খবর

এইচএসসি লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর ২০২৪

এইচএসসি লালসালু উপন্যাসের প্রশ্ন ও উত্তর ২০২৪। লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর ও জ্ঞানমূলক প্রশ্ন এই পোস্টে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লালসালু একটি উপন্যাস। এই উপন্যাসের জন্য কিছু সৃজনশীল প্রশ্ন রয়েছে। অনেকে লালসালু সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে। তাই আমরা আপনাদের লালসালু উপন্যাসের কমন ও ইম্পরট্যান্ট কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি।

 

আর সেই সাথে আপনারা স্রিজন্মশিল প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্ন গুলো আপনারা পড়লে অনেক উপক্রিত হবেন। আপনাদের জন্য আরও রয়েছে লালসালু উপন্যাসের জ্ঞান মূলক প্রনশ উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আপনারা রেই পোস্ট টি পড়ার মাধ্যমে জ্ঞান মূলক প্রশ্নের ধারনা পাবেন। এবং ক ও খ প্রশ্নের উত্তর খুব সহজেই সমাধান করতে পারবেন। এজন্য আজকের এই পোস্ট টি সম্পূর্ণ পড়ুন। এবং সৃজনশীল প্রশ্নের উত্তর খুঁজে নিন। তাহলে আজকের পোস্ট টি শুরু করা যাক।

লালসালু উপন্যাসের সৃজনশীল প্রশ্ন ও উত্তর 2024

সৃজনশীল প্রশ্ন ১: ওয়াসিকা গ্রামের এক দুরন্ত মেয়ে। বন্ধুদের সঙ্গে ছুটোছুটি করা, অবাধে সাতার কাটা তার আনন্দের কাজ। তার বাবা অভাবের তাড়নায় ওয়াসিকাকে পাশের গ্রামের এক বুড়ো লোকের সাথে বিয়ে দিলেন। লোকটি গ্রামের মাতব্বর ৷ তাকে সবাই একাব্বর মুন্সি বলে ডাকে। মুন্সির কথা গ্রামের সবাই মানলেও চঞ্চল ও স্বাধীনচেতা ওয়াসিকা তার কথা মানে না।

ক. ধলা মিয়া কেমন ধরনের মানুষ ছিল?
খ. “সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে” বলতে কী বোঝানো হয়েছে?
গ. ওয়াসিকা “লালসালু’ উপন্যাসের জমিলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ – ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের একাব্বর মুন্সি “লালসালু” উপন্যাসের মজিদ চরিত্রের সামগ্রিক দিক ধারণ করেনি” – মূল্যায়ন কর ।

 

সৃজনশীল প্রশ্ন ২ : রহিম হাওলাদার অবস্থাসম্পন্ন কৃষক। কিন্তু গত তিন বছর তাঁর জমিতে ফসল ফলেনি। অনাবৃষ্টি ও অপুষ্টির কারণে ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে। রহিম হাওলাদার এ সমস্যার কথা জানালেন স্থানীয় মসজিদের ইমামকে। ইমাম সাহেব সব শুনে বললেন রহিম হাওলাদারের জমিতে বদ জিনের কুনজর পড়েছে। যদি মসজিদে কিছু টাকা হাদিয়া দেওয়া হয় এবং মিলাদ পড়িয়ে সবাইকে শিরনি খাওয়ানো হয় তাহলে এ সমস্যা সমাধান হবে।

ক. মজিদের মাজারটি কথিত কোন পীরের?
খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’ – কেন বলা হয়েছে?
গ. উদ্দীপকের ইমামের সাথে ‘লালসালু’ উপন্যাসের মজিদের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. ‘ধর্মব্যবসায় ভ- লোকের অন্যতম হাতিয়ার।’ – উক্তিটিকে মজিদ ও ইমামের আলোকে বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ৩ : পলাশপুর গ্রামের মৌলভী সাহেব জোয়ারদার মিয়া সকলের প্রিয় পাত্র। শুধু ধর্মীয় ব্যাপারে নয়, সবখানেই তার পদচারণা। অসুখ-বিসুখে ঝাড়ফুঁক, পানিপড়া এসবের পরিবর্তে তিনি সবাইকে অভিজ্ঞ ডাক্তারের শরণাপনড়ব হতে পরামর্শ দেন।

ক. বাহে মুলুক কোথায়?
খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি’ – এখানে কী বুঝানো হয়েছে?
গ. মজিদ কোন দিক দিয়ে জোয়রদার মিয়ার সমকক্ষ হতে পেরেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
ঘ. ‘লালসালু’ উপন্যাসের মজিদ যদি উদ্দীপকের জোয়রদার মিয়ার মতো হতো তবে ধর্মের নামে ভণ্ডামি লোপ পেত – মন্তব্যটি বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ৪ : সাপ খেলা এখন আর কেউ দেখতে চায় না। কিন্তু সাপ খেলা ছাড়া তারা বংশপরম্পরায় আর কিছু পারেও না। তাদের একমাত্র দক্ষতা হলো সাপের ওপর নিয়ন্ত্রণ। জীবিকার তাগিদে বাধ্য হয়ে তারা এখন শহরে সাপ নিয়ে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে। একে অনেকেই চাঁদাবাজির নতুন পন্থা হিসেবে দেখছে। কিন্তু কেউই তাদের অসহায়ত্বের কথা ভাবে না।

ক. ‘লালসালু’ কোন শ্রেণির উপন্যাস?
খ. তাহেরের বাপ তার মেয়েকে মেরেছে এই কথা শুনে মজিদের মুখ কঠিন হয়ে যায় কেন?
গ. উদ্দীপকের সাপুড়েদের নতুন জীবনবৃত্তির সাথে মজিদের উদ্ভাবিত জীবনবৃত্তির তুলনা কর।
ঘ. ‘মজিদরা পরিস্থিতির শিকার’ – উদ্দীপক ও ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ৫ : মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড বলেছেন, মানুষ প্রবৃত্তির দাস, আত্মধ্বংসী ও আগ্রাসী মনোভাব তার নির্জ্ঞানে অবস্থিত। তিনি আরো বলেন, যুদ্ধ ঘটে জৈবিক প্রয়োজনে এবং যুদ্ধ অনিবার্য। মানুষের মনের হিংসাত্মক প্রবণতা যুদ্ধ ঘটায়। অন্য মনোবিজ্ঞানী পাভলভ বলেন, হিংসা প্রবৃত্তি হলো সামাজিক পরাবর্ত। আসলে হিংসা সাধারণত আত্মরক্ষা প্রবৃত্তির দেশকালাশ্রিত অভিব্যক্তি। আত্মরক্ষার তাগিদে মানুষ বাধ্য হয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়।

ক. মজিদ কোন পিরের নামে মাাজার প্রতিষ্ঠা করে?
খ. ‘জমিলা যেন ঠাঁটাপড়া মানুষের মতো হয়ে গেছে’ – কেন?
গ. উদ্দীপকের সিগমন্ড ফ্রয়েড এর দর্শন ‘লালসালু’ উপন্যাসে মজিদ চরিত্রের যে দিক উšে§াচন করেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মনোবিজ্ঞানী পাভলভ এর মন্তব্য ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ করে দেখাও।

 

সৃজনশীল প্রশ্ন ৬ : এখনো বাংলাদেশের এমন কিছু গ্রাম আছে যেখানে সভ্যতার আলো ঠিকভাবে পৌঁছায়নি। সেখানে মানুষ লড়ে যায় প্রকৃতির সাথে, সর্বনাশা নদীর সাথে, কখনোবা অন্ধকার আর অজ্ঞতার সাথে। জরা তাদের নিত্যসঙ্গী, ধর্ম তাদের একমাত্র অবলম্বন। সামাজিক অগ্রসরতা তাদের কাছে দুর্বোধ্য দেয়াল যাকে অতিক্রম করে তারা শামিল হতে পারে না আধুনিকতার জোয়ারে।

ক. মজিদকে প্রম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ. পির সাহেবের আগমনে মজিদ চিন্তিত হয়ে পড়ে কেন?
গ. উদ্দীপকের গ্রামটির সাথে ‘লালসালু’ উপন্যাসের যে গ্রামটির সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে উল্লিখিত সামাজিক অগ্রসরতা তাদের কাছে দুর্বোধ্য দেয়াল” মন্তব্যটি ‘লালসালু’ উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ৭ : মধ্যযুগের বাংলার মুসলিম নারী সমাজ অনেকটাই শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। শিক্ষা গ্রহণের সুযোগ তো তারা পেতই বরং চার দেয়ালে বন্দি জীবন কাটাতো। বিয়ের আগে বাবার বাড়িতে যেমন গৃহস্থালি কাজ করতো বিয়ের পরে তেমনি। পুরুষতান্ত্রিক সমাজে সর্বদাই নারীরা ছিল অবহেলার পাত্র। পুরুষের হুকুম তামিল করা নারীদের অন্যতম প্রধান কাজ বলে
বিবেচিত হতো।

ক. ‘লালসালু’ উপন্যাসের আক্কাসের বাবার নাম কী?
খ. ‘সজোরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবৎ বসে থাকে’ – বলতে কী বোঝানো হয়েছে।
গ. উদ্দীপকের বর্ণিত বিষয়গুলো রহিমার মধ্যে বিদ্যমান মন্তব্যটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের বিষয়টি ‘লালসালু’ উপন্যাসের একমাত্র বিষয় নয় মন্তব্যটির বিশ্লেষণধর্মী বিচার করো।

 

সৃজনশীল প্রশ্ন ৮ : আলীপুর গ্রামের প্রায় সবাই কৃষিজীবী, জমির সাথে তাদের আত্মার সম্পর্ক। ফসলই তাদের মুখে হাসি আনে, ফসলহানি দুর্ভোগ ডেকে আনে। শত কষ্টেও তারা জীবনকে উপভোগ করে। অগ্রহায়ণে নবানড়ব উৎসব, এর সাথে নাচ-গানের আনুষ্ঠানিকতা আছেই। জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষকে হাসি-আনন্দ, ঠাট্টা-তামাশাই বাঁচিয়ে রাখে। এলাকার চেয়ারম্যান আজাদ তা একদম পছন্দ করেন না। তার ধারণা সাধারণ মানুষের এই নির্মল আনন্দ সামাজিক বিশৃঙ্খলা ও অশ্লীলতা বৃদ্ধির অন্যতম নিয়ামক।

ক. মসজিদের সাথে কার শক্তির প্রভেদ আছে?
খ. ‘খোদার বান্দা সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ’। কে? কেন? বুঝিয়ে লিখ।
গ. অনুচ্ছেদের আজাদ ‘লালসালু’ উপন্যাসে কার কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
ঘ. ‘মানুষের স্বতঃস্ফূর্ত জীবন প্রবাহে বাধা সামাজিক সুস্থতা ব্যাহত করে।’ কীভাবে? উদ্দীপক ও উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ৯ : চাঁপাতলী গ্রাম শতভাগ শিক্ষিত হওয়ার গৌরব অর্জন করায় গ্রামের চেয়ারম্যান কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করেন। কারণ তারা এ লক্ষ্য পূরণের জন্য প্রচুর খেটেছে। গ্রামের মানুষ এতে অকুণ্ঠ সমর্থন জানালেও বাদ সাধে গ্রামের মাজারের খাদেম কলিমউল্লাহ। তার মতে বাংলা শিক্ষা নিয়ে এ মাতামাতি সম্পূর্ণ বেদায়েত, এতে ধর্মবিশ্বাস বাধাগ্রস্ত হয়। প্রত্যুত্তরে চেয়ারম্যান বলেন, বাংলা ইংরেজি কোন শিক্ষার সাথেই ধর্মের বিরোধ নেই বরং শিক্ষিত মানুষের ধর্মবিশ্বাস সুদৃঢ়। অজ্ঞানতার জন্যই মানুষ ধর্মীয় কুসংস্কারে বিশ্বাস করে।

ক. বেহেস্তে কাদের স্থান নির্দিষ্ট?
খ. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।’ উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ কর।
গ. উদ্দীপকের কলিমউল্লাহর চিন্তার সাথে ‘লালসালু’ উপন্যাসের কার চিন্তার মিল রয়েছে? কীভাবে?
ঘ. চাঁপাতলী গ্রামের চেয়ারম্যানের শিক্ষাচিন্তা কীভাবে মানুষের মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে দূর করতে পারে? উপন্যাস ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

 

সৃজনশীল প্রশ্ন ১০ : অভীক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের একজন মেধাবী শিক্ষার্থী। নিজ গ্রামের বাড়িতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠান উদ্যোগ নেয় সে। সবাই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রয়োজনীয় বই, ঘর এবং অর্থ দিয়ে সহযোগিতা করতে থাকে। কিন্তু মসজিদের ইমাম এতে বাধা দেন এবং বলতে থাকেন, “লাইব্রেরির চেয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা বেশি গুরুত্বপূর্ণ। গ্রামের ছেলেমেয়েদেরকে কেবল ধর্মীয় শিক্ষা দিলেই চলবে।” ফলে লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ থেমে যায় এবং মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়।

ক. ‘ঠগ-পীরের পানিপড়ায় কি কোনো কাম হয়’ উক্তিটি কার?
খ. খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে। ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের অভীক ‘লালসালু’ উপন্যাসের আক্কাস চরিত্রকে কোন দিক থেকে প্রতিনিধিত্ব করে? বর্ণনা কর।
ঘ. উদ্দীপকে লাইব্রেরি এবং ‘লালসালু’ উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেত? যুক্তিসহ তোমার মতামত দাও।

 

সৃজনশীল প্রশ্ন ১১ : চর কাউয়া বাজারে এমবিবিএস পাস করা শিক্ষিত ডাক্তার আসাতে বিপদে পড়ে গেলেন ফৈজু কবিরাজ। নিজের প্রভাব গ্রামবাসীর উপর বজায় রাখার জন্য নিজের কিছু সঙ্গীসাথী নিয়ে ডাক্তারের চেম্বারে গেলেন তিনি। ডাক্তারকে চিকিৎসা সম্পর্কিত কিছু উল্টাপাল্টা প্রশড়ব করে বিড়ম্বনায় ফেলে দেন। কবিরাজের আকস্মিক আক্রমণে ও উদ্ভট প্রশড়ব শুনে ডাক্তার হতভম্ব হয়ে যান। ডাক্তারকে নির্বাক দেখে চেম্বারে উপস্থিত লোকেরা ডাক্তারকে ভুয়া ভেবে চেম্বার পরিত্যাগ করে।

ক. ‘লালসালু’ উপন্যাসে কার উক্তি দুই দিকে কাটে?
খ. ‘নিরাকপড়া শ্রাবণ’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনার মিল আছে তা বর্ণনা কর।
ঘ. ‘চোরের মন পুলিশ পুলিশ’ – উক্তিটিকে মজিদ ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

লালসালু উপন্যাসের সৃজনশীল এর উত্তর PDF Link

 

লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

এখানে লালসালু উপন্যাসে জন্য গুরুত্ব পূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। তার সাথে এই প্রশ্ন গুলোর উত্তর পেয়ে যাবেন। এই জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর গুলো নিচে থেকে দেখেনিন।

১. আমেনা বিবি মাজারের মধ্যে কেন মূর্ছা গিয়েছিল?
উত্তর: শারীরিক দুর্বলতায়।

২. রহিমা মাজারে আমেনা বিবির দৃশ্যগুলো কিভাবে দেখেছেন?
উত্তর: বেড়ার ফুটো দিয়ে।

৩. মোদাব্বের মিয়ার ছেলের নাম কি?
উত্তর: আক্কাস।
৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন ইংরেজি পত্রিকার সাব- এডিটর ছিলেন?
উত্তর: ‘দি স্টেটস্ম্যান’।

৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বাংলাদেশ বেতারের বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন?
উত্তর: ১৯৪৭ সালে। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)

৬. সৈয়দ ওয়ালীউল্লাহ এর মৃত্যু তারিখ কত?
উত্তর: ১০/১০/১৯৭১ সালে।

৭. খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন?
উত্তর: সন্দেহে।

৮. আমেনা বিবি কেমন প্রকৃতির মানুষ?
উত্তর: স্বামী ভীরু।

৯. কোন গাছ গাছ দেখে আমেনা বিবি বুঝত যে স্বামীর বাড়িতে পৌঁছেছে?
উত্তর: তালগাছ। (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)

১০. “বেত্তমিজ এর মতো কথা কইস না” উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল?
উত্তর: আক্কাস।

১১. মহব্বতনগর গ্রামের বড় মসজিদ নির্মাণে বারো আনা ব্যয় কে বহন করতে চেয়েছিল?
উত্তর: খালেক ব্যাপারী।

১২. মজিদ আক্কাসকে দমাতে চাওয়ায় তার চরিত্রে কি উম্মোচিত হয়েছে?
উত্তর: শোষণ।

১৩. ‘পুলক’ শব্দের অর্থ কি?
উত্তর: আনন্দ।

১৪. বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৮৬৫ সালে।

১৫. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ Lal Shalu নামে প্রকাশিত হয়েছিলো।

১৬. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কোথা থেকে কবে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ ১৯৬০ সালে করাচি থেকে প্রকাশিত হয়েছিলো।

১৭. ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ কে প্রকাশ করেছেন?
উত্তর: ‘লালসালু’ উপন্যাসের উর্দু অনুবাদ করেছেন কলিমুল্লাহ।

১৮. উপন্যাসের আক্ষরিক অর্থ কী?
উত্তর: উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন।

১৯. ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ‘উপন্যাস’এর ইংরেজি প্রতিশব্দ : ‘Novel’. (লালসালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর)

২০. ‘Novel” শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর: “Novel” শব্দের আভিধানিক অর্থ হলো: a fictitious prose narrative or tale presenting a picture of real-life of the men and women portrayed.

২১. কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে?
উত্তর: উনিশ শতকে।

২২. প্যারীচাঁদ মিত্রের ছদ্ম নাম কী ছিল?
উত্তর: টেকচাঁদ ঠাকুর।

২৩. প্যারীচাঁদ মিত্রের উপন্যাস ধর্মী রচনা ‘আলালের ঘরের দুলাল’ কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৮৫৮ সালে।

২৫. ‘লালসালু’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়েছিলো?
উত্তর: ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছিলো।

এইচএসসি লালসালু উপন্যাস গাইড/নোট PDF Download Link

লালসালু উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

০১. ‘লালসালু’ উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়?
ক. মতিগঞ্জে
খ. গারো পাহাড়ে
গ. ডোমপাড়ায়
ঘ. আউয়ালপুরে

উত্তর : গ. ডোমপাড়ায়

০২. ‘বতোর দিন’ কিসের সঙ্গে সম্পর্কিত?
ক. ঈদ
খ. পূজা
গ. চাষাবাদ
ঘ. বিয়ে

উত্তর : গ. চাষাবাদ

০৩. ‘বুঠাজমি’ কী?
ক. নিষ্ফলা জমি
খ. উর্বরা জমি
গ. ধানি জমি
ঘ. অনুর্বর জমি

উত্তর : ক. নিষ্ফলা জমি

০৪. ‘চাঁদের অমাবস্যা’ কার লেখা?
ক. শামসুর রাহমান
খ. শওকত ওসমান
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর : ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ

০৫. উপন্যাস-এর আক্ষরিক অর্থ কী?
ক. বিশেষরূপে উত্থাপন
খ. ঘটনার বিশদ বিবরণ
গ. চরিত্রের ধারাবাহিক বিন্যাস
ঘ. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

উত্তর : ক. বিশেষরূপে উত্থাপন

০৬. ‘লালসালু’ উপন্যাসের বিষয়বস্তু কোনটি?
ক. অতিপ্রাকৃতিক ঘটনা
খ. সাধারণ মানুষের জীবন
গ. গ্রামীণ মানুষের অন্ধত্ব
ঘ. সামাজিক বাস্তবতা

উত্তর : ঘ. সামাজিক বাস্তবতা

০৭. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?
ক. সামাজিক
খ. আঞ্চলিক
গ. ঐতিহাসিক
ঘ. রোমান্টিক

উত্তর : ক. সামাজিক

০৮. ‘লালসালু’ উপন্যাসের উপজীব্য কী?
ক. গ্রামীণ সমাজ
খ. ধর্মব্যবসা
গ. শ্রেণিদ্বন্দ্ব
ঘ. অস্তিত্বের সংকট

উত্তর : খ. ধর্মব্যবসা

০৯. ‘লালসালু’ উপন্যাসে কার নিজেকে শিকড়ছাড়া বৃক্ষ মনে হয়?
ক. খালেক ব্যাপারীর
খ. মজিদের
গ. মতলুব খাঁর
ঘ. ধলা মিয়ার

উত্তর : খ. মজিদের

১০. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই’ — উক্তিটিতে রহিমা চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. শান্ত নিরীহ ভাব
খ. অভিমানী ভাব
গ. কর্তব্যহীনতা
ঘ. স্বামীর প্রতি আনুগত্য

উত্তর : ঘ. স্বামীর প্রতি আনুগত্য

লালসালু উপন্যাসের mcq
১১. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’। — কার কথা বলা হয়েছে?
ক. জমিলা
খ. মজিদ
গ. রহিমা
ঘ. ব্যাপারী

উত্তর : গ. রহিমা

১২. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?
ক. মজিদের
খ. খালেক ব্যাপারীর
গ. আক্কাস আলির
ঘ. মোদাচ্ছের পিরের

উত্তর : খ. খালেক ব্যাপারীর

১৩. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?
ক. ঝোড়ো বৃষ্টি হলে
খ. ঘন বৃষ্টি হলে
গ. শিলাবৃষ্টি হলে
ঘ. কালবৈশাখীতে

উত্তর : গ. শিলাবৃষ্টি হলে

১৪. ‘বেগানা’ শব্দের অর্থ কী?
ক. অনাত্মীয়
খ. বেপর্দা
গ. আত্মীয়
ঘ. পর্দানশীন

উত্তর : ক. অনাত্মীয়

১৫. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?
ক. ক্ষোভ
খ. আগুন
গ. রাগ
ঘ. প্রতিহিংসার আগুন

উত্তর : খ. আগুন

১৬. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?
ক. অপমানের কারণে
খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে
গ. মনের বৈরাগ্যে
ঘ. দারিদ্র্যের কারণে

উত্তর : ক. অপমানের কারণে

১৭. ‘তাদের দিল সাচ্চা, খাঁটি সোনার মতো।’—কাদের?
ক. মতিগঞ্জের মানুষের
খ. গারো পাহাড়ের লোকদের
গ. মহব্বত নগরের মানুষদের
ঘ. মধুপুরের অধিবাসীদের

উত্তর : খ. গারো পাহাড়ের লোকদের

১৮. মজিদ বারবার আড়চোখে আমেনা বিবির দিকে তাকাচ্ছিল কেন?
ক. রূপের মোহে
খ. ভীতি সৃষ্টি করতে
গ. কড়া শাসনে রাখতে
ঘ. মনোভাব বুঝতে

উত্তর : ক. রূপের মোহে

১৯.‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’— উক্তিটি কার?
ক. মজিদের
খ. মোদাব্বেরের
গ. পির সাহেবের
ঘ. খালেক ব্যাপারীর

উত্তর : ক. মজিদের

২০. খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কী?
ক. আমেনা
খ. জমিলা
গ. ফাতেমা
ঘ. রহিমা

উত্তর : ক. আমেনা

লালসালু উপন্যাসের mcq সমাধান
২১. মজিদের মন অন্ধকার হয়ে আসে কেন?
ক. পির সাহেবের আগমনে
খ. জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে
গ. আমেনা বিবি অবিশ্বাস করায়
ঘ. মাজারে সালু কাপড়ের বিবর্ণতা দেখে

উত্তর : খ জমিলাকে শাসন করতে ব্যর্থ হলে

২২. ‘লালসালু’ উপন্যাসে বিদ্রোহী চরিত্র হিসেবে কার আবির্ভাব ঘটে?
ক. রহিমার
খ. আমেনার
গ. জমিলার
ঘ. হাসুনির মা

উত্তর : গ. জমিলার

২৩. ‘লালসালু’ উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
ক. মজিদ
খ. মোদাচ্ছের পির
গ. তাহের
ঘ. খালেক ব্যাপারী

উত্তর : ক. মজিদ

২৪. মজিদের কী খাওয়ার অভ্যাস ছিল?
ক. হুক্কা
খ. বিড়ি
গ. সিগারেট
ঘ. পান

উত্তর : ক.. হুক্কা

২৫. ‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত ‘খোদার এলামে বুক ভরে না’ কেন?
ক. কুসংস্কারের জন্য
খ. স্বার্থপরতার জন্য
গ. শিক্ষাহীনতার জন্য
ঘ. তলায় পেটশূন্য বলে

উত্তর : ঘ. তলায় পেটশূন্য বলে

২৬. ‘তাই তারা ছোটে, ছোটে’— কেন ছোটে?
ক. জীবিকার সন্ধানে
খ. মাছ ধরার জন্য
গ. লেখাপড়া করার জন্য
ঘ. পিরের কাছে যাওয়ার জন্য

উত্তর : ক. জীবিকার সন্ধানে

২৭. ‘লালসালু’ উপন্যাসে কে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়?
ক. মজিদ
খ. জমিলা
গ. আক্কাস
ঘ. মোদাব্বের

উত্তর : গ. আক্কাস

২৮. কোন সড়কের ওপর এক অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?
ক. মতিগঞ্জ সড়কে
খ. মহব্বতনগর সড়কে
গ. মধুপুর সড়কে
ঘ. পাহাড়গামী সড়কে

সঠিক উত্তর : ক. মতিগঞ্জ সড়কে

২৯. ‘তা এই মতলব হইল কেন?’—বদ মতলবটা কী?
ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা
খ. মাজার উচ্ছেদের প্রচেষ্টা
গ. মসজিদ উচ্ছেদের প্রচেষ্টা
ঘ. রাস্তাঘাট বানানোর প্রচেষ্টা

উত্তর : ক. স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা

৩০. ‘লালসালু’ উপন্যাসে অশীতিপর বৃদ্ধ কে?
ক. পির সাহেব
খ. আক্কাসের বাপ
গ. সলেমনের বাপ
ঘ. তাহের-কাদেরের বাপ

উত্তর : গ. সলেমনের বাপ

 

HSC Lalsalu Novel Questions and Answers 2024. Lalsalu’s novel creative questions and answers and cognitive questions are given in this post. Dear students hope you all are well. Lalsalu is a novel. There are some creative questions for this novel. Many are eager to find answers to creative questions. So we have brought you some creative questions about the Lalsalu novel common and important.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply