প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

উচ্চতর সন্নিবেশ রসায়ন ও গ্রুপ তত্ত্ব মাস্টার্স ফাইনাল পরীক্ষা প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল Exam
রসায়ন
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
উচ্চতর সন্নিবেশ রসায়ন ও গ্রুপ তত্ত্ব
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১২৮০৫

খ বিভাগ
০১. গ্রুপের প্রতিরূপ কী? প্রতিরূপের প্রয়োজনীয়তা আলোচনা কর।
০২. সংকোচনীয় ও অসংকোচনীয় প্রতিরূপ ব্যাখ্যা কর।
০৩. H₂S ও CH4 এর প্রতিসাম্য গ্রুপ নির্ধারণ কর।
০৪. M-M কোয়াড্রাপোল বন্ধন ব্যাখ্যা কর।
০৫. প্রভাবক হিসেবে ধাতব ক্লাস্টার যৌগের ব্যবহার উল্লেখ কর।
০৬. ধাতব কার্বনিলে M-C বন্ধন নির্ণীত M-C একক বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা তুলনামূলকভাবে ছোট-ব্যাখ্যা কর।
০৭. (ক) আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে ফেরোসিনের বন্ধন ব্যাখ্যা কর।
(খ) আর্সেনিকের জৈব ধাতব যৌগ সম্পর্কে আলোচনা কর।
০৮. ধাতু থেকে লিগ্যান্ড চার্জ বদলি ধাপান্তর লেখ।
০৯. লিগ্যান্ড ফিল্ড স্থানান্তর কাকে বলে? Fe 3+” আয়নের লিগ্যান্ড ফিল্ড স্থানান্তর বর্ণনা কর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ
০১. তল প্রতিসাম্য বলতে কী বুঝ? উদাহরণসহ বর্ণনা কর।
০২. C বিন্দু গ্রুপের চরিত্র তালিকা তৈরি কর।
০৩. গ্রুপ গুণন সারণি বলতে কী বুঝ?
০৪. (ক) d4′, d6′ d9′ কনফিগারেশনের জন্য অরগেল চিত্র ব্যাখ্যা কর।
(খ) ট্রান্স প্রভাব কী? ট্রান্স প্রভাবের ব্যবহার লেখ।
০৫. (ক) লিগ্যান্ড প্রতিস্থাপন বিক্রিয়া যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা আলোচনা কর।
(খ) ধাতব ক্লাস্টার সংশ্লেষণের দুটি পদ্ধতি সমীকরণসহ লেখ।
০৬. অষ্টতলকীয় জটিল যৌগের লিগ্যান্ড প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আলোচনা কর।
০৭. (ক) ধাতু অ্যালকিন জৈব যৌগ সংশ্লেষণের দুটি পদ্ধতি বর্ণনা কর।
(খ) জৈব ধাতব যৌগ ও জটিল যৌগের মধ্যে পার্থক্য লেখ।
০৮. (খ) আণবিক অরবিটাল তত্ত্বের সাহায্যে ধাতু ইথিলিন বন্ধন প্রকৃতি ব্যাখ্যা কর।
০৯. d-d স্থানান্তরের প্রাপ্ত ব্যান্ড দুর্বল, কিন্তু।-। স্থানান্তরের প্রাপ্ত ব্যান্ড তীক্ষ্ণ-ব্যাখ্যা কর।
১০. (ক) দেখাও যে, MnO4, আয়নের গোলাপী বর্ণ লিগ্যান্ড হতে ধাতু চার্জ স্থানান্তর ধাপান্তরের ফলে সৃষ্টি হয়।
(খ) রাসায়নিক দীপ্তিময়তা বলতে কী বুঝায়? এর প্রয়োগ লেখ।
১১. টীকা লিখ:
(ক) বৃত্তাকার ডাইক্রোইজম টি: (খ) LMCT স্থানান্তরকরণ

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply