প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

বাংলা নাটক মাস্টার্স ফাইনাল প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল ।
বাংলা
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
বাংলা নাটক
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১১০০৭)
পূর্ণমান: ৮০

খ বিভাগ
০১. ‘রক্তকরবী’ নাটকের নন্দিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
০২. ‘রক্তকরবী’ নাটকে রাণী সুদর্শনা কীভাবে রাজার স্বরূপ উপলব্ধি করে?
০৩. “আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিলিয়ে আমাকে দেখতে চাও?” -কে, কাকে এবং কেন একথা বলেছে?
০৪. “আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম -এখানকার লীলা শেষ হলো।” ব্যাখ্যা কর।
০৫. ‘রাজা’ নাটক অবলম্বনে সংক্ষেপে ঠাকুরদার পরিচয় দাও।
০৬. “এবার আর লাল নয়, এবার একেবারে শুভ্র।”-‘অচলায়তন’ নাটক অবলম্বনে ব্যাখ্যা কর।
০৭. ‘কে না বোঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভলো, ব্যাখ্যা কর।
০৮. ‘দুঃখ না থাকলে আমি বাঁচবো কী নিয়ে?’-কে, কেন এমন বলেছে?
০৯. ‘জীবিত ও মৃতে কোন প্রভেদ নেই’ কথাটি কে, কাকে উদ্দেশ্য করে বলেছে?
১০. উৎপল দত্ত রচিত ‘অঙ্গার’ নাটকের দীনু চরিত্র আলোচনা কর।
১১. ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে বসুন্ধরা চরিত্রের স্বরূপ বিচার কর।
১২. ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে সংক্ষেপে ময়না চরিত্রের পরিচয় দাও।
১৩. বহিপীর নাটকে জমিদার কে? তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৪. ‘বহিপীর’ নাটকের শেষে তাহেরার কী অবস্থা হয় তা উল্লেখ কর।
১৫. অ্যাবসার্ড নাটক কাকে বলে? আলোচনা কর।
১৬. আমেনা কেন তার স্বামী ও সন্তানকে হত্যা করে? এর কারণ ব্যাখ্যা কর।
১৭. “আলোকে যার ঘৃণা, ফাঁসিতে তার ভয় নাই।”ব্যাখ্যা কর।
১৮. ‘তরঙ্গভঙ্গ’ নাটকে সৈয়দ ওয়ালীউল্লাহর সমাজ চেতনার স্বরূপ তুলে ধর।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

গ বিভাগ

০১. রূপক নাটক কী? রূপক নাটক হিসেবে ‘রক্তকরবী’ নাটকের সার্থকতা বিচার কর।
০২. পুঁজিবাদী সভ্যতার সমালোচনা হিসেবে ‘রক্তকরবী’ নাটকের তাৎপর্যতা বিশ্লেষণ কর।
০৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রাজা’ নাটক অবলম্বনে রাজ্য চরিত্রের স্বরূপ বিশ্লেষণ কর।
০৪, ‘তরঙ্গভঙ্গ’ নাটকে প্রতিফলিত নৈতিকতা এবং বিচার কাজের সংকট চিহ্নিত কর।
০৫. ‘প্রথম পার্থ’ নাটকে পুরাণের পুননির্মাণে বুদ্ধদেব বসুর মুন্সিয়ানার পরিচয় দাও।
০৬. “বুদ্ধদেব বসুর ‘প্রথম পার্থ’ কাব্য-নাটকে যুদ্ধবিরোধী চেতনা প্রকাশ পেয়েছে।”-মন্তব্যটি মূল্যায়ন কর।
০৭. ‘কলকাতার ইলেক্ট্রা’ নাটকের শিল্পসার্থকতা বিচার কর।
০৮ . কাব্যনাট্য বলতে কী বোঝ? কাব্যনাট্যের আলোকে ‘কালসন্ধ্যা’ নাটকের বৈশিষ্ট্যসমূহ উপস্থাপন কর।
০৯. বুদ্ধদেব বসুর ‘কালসন্ধ্যা’ নাটকের নামকরণের সার্থকতা আলোচনা কর।
১০. ‘অঙ্গার’ নাটকের পটভূমি ব্যাখ্যা কর।
১১. গণনাটক বলতে কী বোঝায়? গণনাটক হিসেবে ‘অঙ্গার’নাটকের সফলতা দুর্বলতা আলোচনা কর।
১২. উৎপল দত্ত তাঁর ‘অঙ্গার’ নাটকে কয়লা খনিকে কেন্দ্র করে শ্রমিক শোষণের যে চালচিত্র অঙ্কন করেছেন, তা বিশ্লেষণ কর।
১৩. ‘টিনের তলোয়ার’ নাটক অবলম্বনে উৎপল দত্তের ইতিহাস- চেতনার স্বরূপ উন্মোচন কর।
১৪. উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের শিল্পমূল্য বিচার কর।
১৫.সৈয়দ ওয়ালীউল্লাহর ‘বহিপীর’ নাটকের বহিপীর চরিত্র বিশ্লেষণ কর।
১৬. ‘বহিপীর’ নাটকের বিষয়বস্তু ও শিল্পমূল্য বিচার কর।
১৭. ‘উজানে মৃত্যু’ নাটকে নৌকাবাহকের পরিচয় দাও।
১৮. “”তরঙ্গভঙ্গ’ নাটকে একজন বিচারকের স্বরূপ প্রকাশ করা হয়েছে।”- এ সম্পর্কে তোমার মতামত দাও।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *