প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

রিয়্যাক্টর ফিজিক্স প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স

প্রিমিয়াম শর্টকার্ট চূড়ান্ত সাজেশন্স
মাস্টার্স ফাইনাল পদার্থবিজ্ঞান
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিতব্য-২০২৪)
রিয়্যাক্টর ফিজিক্স
সময়: ৪ ঘণ্টা
বিষয় কোড: ৩১২৭১৩
পূর্ণমান: ৮০

খ বিভাগ ও গ বিভাগ
০১ নিউট্রন প্রস্থচ্ছেদের উপর শক্তির নির্ভরশীলতা ব্যাখ্যা কর।
০২. নিউট্রনে সূক্ষ্ম প্রস্থচ্ছেদ ও স্কুল প্রস্থচ্ছেদের মধ্যে পার্থক্য লেখ।
০৩. শক্তির ভিত্তিতে নিউট্রনকে কত শ্রেণিতে বিভক্ত করা যায়। প্রয়োজনীয় সমীকরণসহ নিউট্রন উৎপাদনের তিনটি উৎসের বর্ণনা দাও।
০৫. নিউট্রন প্রস্থচ্ছেদ নির্ণয়ের নিঃসরণ পদ্ধতি আলোচনা কর।
০৬. দেখাও যে, জ্যামিতিক বাকলিং ও বস্তুগত বাকলিং সংখ্যাগতভাবে সমান।

০৭. 12 MeV ক্ষমতাসম্পন্ন কোনো চুল্লিতে ।।” এর প্রাত্যহিক দহন হার নির্ণয় কর। দেয়া আছে, প্রতি ফিশনে 200 Me V শক্তি নির্গত হয়।

U112 এর প্রতি ফিশনে 180 Mev শক্তি নির্গত হয়। যদি একটি পরমাণু চুল্লী 10mw ক্ষমতা উৎপন্ন করে তাহলে ফিশনের হার কত হবে?

স্কুল প্রস্থচ্ছেদের রাশিমালা – Na প্রতিষ্ঠা কর: যেখানে চে সুদ্ধ গ্রন্থচ্ছেদ, N একক আয়তনে টার্গেট নিউক্লিয়াসের সংখ্যা।

একটি অসীম তলীয় উৎসকে অসীম মাধ্যমে রাখলে তার জন্য স্থিতি অবস্থার ব্যাপন সমীকরণ প্রতিপাদন কর।

১০. (ক) নিউট্রন ব্যাপনের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থার সমীকরণ প্রতিপাদন কর এবং বিন্দু উৎস হতে তাপীয় নিউট্রন ব্যাপনের জন্য ইহা জ্বালানি দত্ত, নিয়ন্ত্রণ দণ্ড এবং চুল্লীর কিনারায় “ব্যাপন তত্ত্ব” সিদ্ধ নয়-ব্যাখ্যা কর।

১২. ভরকেন্দ্র স্থানাঙ্ক ব্যবস্থায় আইসোটোপের সাথে একটি নিউট্রনের 60° কোণে সংঘর্ষ হলে অধিকাংশ ভগ্নাংশ শক্তি হ্রাস নির্ণয় কর।

সমাধান কর। (খ) গ্রাফাইট নিউক্লিয়াসের নিউট্রনের জন্য তাপীয় ব্যাপন দৈর্ঘ্য নির্ণয় কর। দেয়া আছে, গ্রাফাইটের জন্য ০-3.2 mb, a, -4.8 mbএবং p 1.62 gu/cm²,

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

১৩. ‘ফার্মি বয়স-এর ভৌত তাৎপর্য লেখ।
১৪ . ফার্মি এজ মডেলের স্বীকার্যগুলো আলোচনা কর।
১৫. (ক) মডারেটর নিউক্লিয়াসের সংঘর্ষে সর্বোচ্চ শক্তিক্ষয় ভগ্নাংশ নির্ণয় কর।

(খ) Be নিউক্লিয়াসে নিউট্রনের শক্তি 2.0 Mev হতে 0.025 ev তে হ্রাস পেতে সংঘর্ষের সংখ্যা নির্ণয় কর।
১৬, ফার্মি এজ সমীকরণ প্রতিষ্ঠা কর।

১৭. (ক) নিউট্রন মন্থর ঘনত্ব বলতে কী বুঝ?
(খ) দেখাও। যে, নিউট্রনের গড় লগারিদম শক্তি হ্রাস (-1+- – যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে।

১৮,একটি সমসত্ত্ব চুল্লীর সমীকরণ প্রতিপাদন কর।
দেখাও যে, বৃহৎ রিয়্যাক্টরের জন্য সংকট সমীকরণ পরিবর্তিত হয়।

১৯.Fick এর সূত্র বর্ণনা কর। এ সূত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় অনুমিতিসমূহ লিপিবদ্ধ কর।
২১. (খ) সমসত্ত্ব ও অসমসত্ত্ব চুল্লীর পার্থক্য লিখ।

(ক) সমসত্ত্ব চুল্লীর জন্য K. নির্ণয় কর।
২২.হোমোজেনিয়াস ও হেটারোজেনিয়াস চুল্লীর মধ্যে পার্থক্য নির্ণয় কর।
২৩. অবিলম্বিত ও বিলম্বিত নিউট্রন বলতে কী বুঝ?
২৪. ইনআওয়ার সমীকরণ প্রতিপাদন কর।
২৫. আয়নিত ও অ-আয়নিত বিকিরণের জৈবিক ক্রিয়া আলোচনা কর।
২৬. (ক) বিকিরণ প্রতিরোধের মূলনীতি আলোচনা কর।
২৭. শক্তি চুল্লি ও ও গবেষণা চুল্লির মধ্যে পার্থক্য লেখ।
২৮. গাইগার- মূলার কাউন্টারের গঠন ও কার্যপদ্ধতি আলোচনা কর।
২৯. গাইগার-মূলার কাউন্টারের অসাড় সময় ব্যাখ্যা কর।

৩০. (ক) নিউক্লিয় চুল্লীর শ্রেণিবিভাগ আলোচনা কর।
(খ) নিউক্লিয় চুল্লীর ক্ষমতার রাশিমালা প্রতিষ্ঠা কর।

৩১. (ক) আয়নায়ন প্রকোষ্ঠের মূলনীতি বর্ণনা কর।
(খ) মানবদেহে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব বর্ণনা কর।
(খ) সিন্টিলেশন গণকের গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা কর।

নিউক্লীয় চুল্লি নিয়ন্ত্রণে জ্বালানি পদার্থসমূহ আলোচনা কর।
দ্রুত গতিসম্পন্ন নিউট্রন উদঘাটনের একটি পদ্ধতি বর্ণনা কর।

পারমাণবিক চুল্লির ব্যবহার লিখ।
জ্বালানি চক্র কি? একটি ইউরেনিয়াম ফুয়েল সাইকেল অংকন কর এবং এর বিভিন্ন অংশ দেখাও।

৩৬. নিউক্লিয় চুল্লীর ডিকমিশনিং ব্যাখ্যা কর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *