জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবরপ্রিমিয়াম সাজেশন Premium Suggestionরেজাল্ট

তাফসির শিক্ষা: ২৩১৮০১ প্রিমিয়াম সাজেশন অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪ বিভাগঃ ইসলামিক স্টাডিজ

অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিতব্য ২০২৪
বিভাগঃ ইসলামিক স্টাডিজ
(তাফসির শিক্ষা: ২৩১৮০১)
প্রিমিয়াম সাজেশন

খ-বিভাগ
১। সূরা ‘আনফালের’ বিধানসমূহ সংক্ষেপে লিখ। ১০০%
২। সূরা আনফালের আলোকে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা কর। ১০০%
৩। সূরা আনফালের আলোকে হযরত মুহাম্মদ (সা.) এর প্রতিরক্ষানীতি আলোচনা কর। ১০০%
৪। ধন-সম্পদ ও সন্তান-সন্ততিকে ফিতনা বলা হয় কেন? ব্যাখ্যা কর। ১০০%
৫। যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের হুকুম বর্ণনা কর। ১০০%
৬। كانّما يُسَاقُونَ إِلَى الْمَوْتِ এর তাৎপর্য বর্ণনা কর। ১০০%
৭। يَوْمَ الْفُرْقَانِ )ইয়াওমাল ফুরকান) দ্বারা কী বুঝানো হয়েছে? লিখ। ১০০%
৮। শয়তান কুরাইশ নেতাদের কিভাবে ধোঁকা দিয়েছিল? ১০০%
৯। মুমিনদের ঈমান বৃদ্ধির তাৎপর্য উলেখ কর। ১০০%
১০। তাকওয়া বলতে কি বুঝ? ৯৯%
১১। সূরা আনফাল নাজিলের পটভূমি সংক্ষেপে লিখ। ৯৫%

গ-বিভাগ
১। নিম্নোক্ত আয়াতের তাফসির লিখ: ১০০%
يَسْتَلُونَكَ عَنِ الأنفال قُلِ الْأَنْفَالُ لِلهِ وَالرَّسُوعِل فَاتَّقُوا الله وأصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا الله ورسوله إن كُنتُم مُؤْمِنِينَ
২। নিন্মোক্ত আয়াত অবতীর্ণের কারণ বর্ণনা কর: ১০০%
وإِذْ يمكر بك الَّذِينَ كَفَرُوا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ، ويَمْكُرُونَ ويفكر الله ، والله خَيْرُ الْمَاكِرِينَ.
৩। নিন্মোক্ত আয়াতের তাৎপর্য বর্ণনা কর: ১০০%
وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالَكُمْ وَأَوْلَادَكُمْ فِتْنَةً
৪। নিম্নের আয়াতের অবতীর্ণের কারণ বর্ণনা কর: ৯৯%
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَخُونُوا اللهَ وَالرَّسُولَ وَتَخُونُوا أَمَانَتِكُمْ وَأَنتُمْ تَعْلَمُونَ .
৫। নিম্নোক্ত আয়াতের তাফসির কর: ৯৮%
وما رمي الرميت ولكن ! الله رفى .

থিউরি অংশ

১। সূরা আনফালের বিষয়বস্তু লেখ। ১০০%
২। বদর যুদ্ধে আলাহ প্রদত্ত সাহায্যসমূহ ধারাবাহিকভাবে বর্ণনা কর। ১০০%
৩। ঈমান ও ইসলামের সংজ্ঞা দাও। ঈমান এবং ইসলামের সম্পর্ক লিখ। ১০০%
৪। সূরা আনফালের আলোকে বদর যুদ্ধের ঘটনা বর্ণনা কর। ১০০%
৫। গণিমতের সম্পদ কীভাবে বণ্টন করতে হয়? বর্ণনা কর। ৯০%
৬। ইসলামে সন্ধিচুক্তি বাতিলের পদ্ধতি আলোচনা কর। ৯৯%

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করার সিধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স পরীক্ষায় থাকছে না ইনকোর্স ও উপস্থিতির উপর নির্ধারণ করা ২০ নম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। The National University does not have the Honours Masters examination but the Incourse examination

আরো পড়ুন- অনার্স ও মাস্টার্স পরীক্ষায় ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অনার্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে এবং মাস্টার্সের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষ থেকে থাকছে না উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় নির্ধারিত ২০ নম্বর। যারা ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্স মাস্টার্স কোর্সগুলোতে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স পরীক্ষায় থাকছে না ইনকোর্স পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০০ নম্বরের পরীক্ষায় পাশ মার্ক কত এবং পরীক্ষার সময়কাল কতক্ষণ হবে এ ব্যাপারে এখনও জানা যায়নি। এছাড়াও কোন বিভাগে কত মার্ক থাকবে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়নি। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৯১তম সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো প্রকাশ করা হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উপস্থিতি ও ইনকোর্স পরীক্ষায় ২০ নম্বর নির্ধারিত ছিল এবং ৮০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে কলেজ কর্তৃক নির্দিষ্ট সময়ে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হত এবং ইনকোর্স পরীক্ষার নম্বর ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত করে ফলাফল প্রকাশ করা হতো। কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে ৮০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group