বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

How to use free Facebook and Messenger?

How to use free Facebook and Messenger? এখন থেকে বিনামূল্যে অর্থাৎ কোনো ডাটা ব্যালেন্স ছাড়া ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন সকল গ্রামীণফোন ব্যবহারকারীগণ। এই ফ্রি ফেসবুক ও মেসেঞ্জারের ক্ষেত্রে কোনো ধরনের ছবি বা ভিডিও দেখা যাবেনা, বরং শুধুমাত্র টেক্সট অর্থাৎ লেখা দেখা যাবে।

সিমে থাকা ডাটা ও পে অ্যাজ ইউ গো কোটা শেষ হওয়ার পর ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক সুবিধা। ফ্রি টেক্সট অনলি ফেসবুক ব্যবহার এর এই ফিচারটির নাম হবে, ফেসবুক অটোফ্লেক্স (Facebook AutoFlex)। অন্যদিকে ডিসকভার অ্যাপের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ব্যবহার করা যাবে ছবি বা ভিডিও ছাড়া।

ফ্রি টেক্সট অনলি ফেসবুক অটোফ্লেক্স কিভাবে ব্যবহার করবো?

ফেসবুক অটোফ্লেক্স একটি ফ্রি সার্ভিস, যা ব্যবহার করে গ্রামীণফোন গ্রাহকগণ বিনামূল্যে টেক্সট-অনলি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন অ্যাপ বা ওয়েব ব্রাউজার থেকে
Facebook AutoFlex এর মাধ্যমে টেক্সট, ইমোজি, স্টিকার, কমেন্ট, লাইক, প্রোফাইল পিকচার আপলোড এর মত ফিচার ব্যবহার করা যাবে
ফেসবুক লাইট, ফেসবুক মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাবে এই ফ্রি ফেসবুক ফিচার। তবে আইওএস চালিত ডিভাইস, উইন্ডোজ ফোন, ব্ল্যাকবেরি ডিভাইসের ফেসবুক অ্যাপে এই ফিচারটি সাপোর্ট করবে না।

ফেসবুক অটোফ্লেক্স প্রথমবার ব্যবহার না করা পর্যন্ত মেসেঞ্জার বিনামূল্যে ব্যবহার করা যাবেনা
গ্রামীনফোন গ্রাহকদের ডাটা ব্যালেন্স শূন্য হলে তবেই ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপের সেবাসমুহ। এছাড়াও https://0.discoverapp.com/ লিংকে প্রবেশের মাধ্যমেও ব্যবহার করা যাবে
ডিসকভার ব্যবহার করে ছবি ও ভিডিও ছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে
প্রতিদিন ১০এমবি ফ্রি টেক্সট অনলি ডাটা ব্যবহার করা যাবে। আবার মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা ব্যবহার করা যাবে ডিসকভার অ্যাপে। এই লিমিট অতিক্রম করার পর গ্রামীণফোন গ্রাহকদের ইন্টারনেট প্যাক কিনতে হবে
এছাড়া জানিয়ে রাখছি ফ্রি ফেইসবুক এবং মেসেঞ্জারে শুধুমাত্র টেক্সট এবং ইমোজি ব্যবহার করতে পারবেন (ছবি এবং ভিডিও দেখা যাবে না)।

ফ্রি মেসেঞ্জার
ফ্রি মেসেঞ্জার ব্যবহার করতে আগে ফ্রি ফেসবুক ফিচারটি চালু করতে হবে। ফ্রি মেসেঞ্জারের ক্ষেত্রে টেক্সট দেখা যাবে ও পাঠানো যাবে। এছাড়া টেক্সট এর পাশাপাশি স্টিকার ও ইমোজি বিনামূল্যে পাঠানো যাবে। পাঠানো বা দেখা যাবেনা কোনো ভিডিও বা ছবি।

ফ্রি ডিসকভার অ্যাপ Discover App From Facebook
ডিসকভার অ্যাপ মূলত একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেয়। ডাটা না থাকলে 0.discoverapp.com সাইটে প্রবেশ করে কিংবা ডিসকভার অ্যাপের মাধ্যমে এই সুবিধা উপভোগ করা যাবে। দৈনিক ১০ থেকে ১৫ মেগাবাইট ও মাসিক সর্বোচ্চ ১৫০এমবি ডাটা বিনামূল্যে ব্যবহার করা যাবে ডিসকভার এর মাধ্যমে।

How to run free Facebook and Messenger. The Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) and mobile operators are going to introduce the facility of sending a text on Facebook Messenger even if there is no internet in the mobile in case of emergency. For this, ‘Facebook Messenger and Discover App for communication only through text’ will be launched. At the same time, BTRC will publish ‘Mobile Data Package Guidelines’.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply