বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেসবুক একাউন্ট ডিজেবল হতে রক্ষা করতে করণীয়

ফেসবুক একাউন্ট ডিজেবল হতে রক্ষা করতে করণীয় কি কি সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। হুট করেই কর্তৃপক্ষ থেকে ফেসবুক একাউন্ট ডিজেবল হচ্ছে। তথ্যগত ভুলের কারণে গণহারে ফেসবুক আইডি ডিজেবল হয়ে যাচ্ছে। এনআইডি/পাসপোর্ট/জন্মসনদ দিয়ে ভেরিফাই করে নিন।


যাদের Official Documents (NID, Passport) এর সাথে নিজের একাউন্ট এর Name / Birthday Date মিল নেই দ্রুত ঠিক করে নিন। একাউন্ট এর নাম এবং জন্ম সাল গুলো NID, Passport এর মত হুবহু আপডেট করে নিন।

ফেসবুক একাউন্ট ডিজেবল হতে রক্ষা করতে করণীয়

আর যাদের এখনো NID, Passport হয়নি তারা Birthday Certificate এর সাথে মিল রেখেই Name এবং Birthday আপডেট করে নিন।

যদি ডিজেবল হয় তাহলে Official Documents ( NID, Passport ) এর সাথে আপনার নাম এবং জন্ম সাল মিলে তাহলে Appeal এর মাধ্যমে একাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনার ক্ষেত্রে কোন
স্ক্যামারদের প্রতিহত করার জন্য হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ অসংখ্য একাউন্ট যেইগুলা ভুয়া মনে হচ্ছে এবং একই ডিভাইসে অনেক আইডি লগিন করা সেই আইডি গুলো ডিজেবল করে দিচ্ছে।
বিশেষ করে যাদের নাম গুলো সঠিক ভাবে নেই সেই একাউন্ট গুলোতেই সমস্যা হচ্ছে।

যাদের একাউন্ট গুলো ডিজেবল হয়েছে তাদের জন্য এই লেখা!
ফেসবুক আপাতত সকল Appeal Option Off রেখেছে।
তারা এখন শুধু মাত্র Termination করতেছে।
আশাকরি Termination Complete করে তারা Appeal এর সিস্টেম দিয়ে দিবে তখন পোস্ট করে জানিয়ে দেওয়া হবে।

যে কারণে Facebook অ্যাকাউন্ট কেন নিষ্ক্রিয় হয়

 

ফেসবুক কর্তৃক আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে, যদি আপনি এটি এমনভাবে ব্যবহার করেন যা তাদের শর্তাবলি এবং মান লঙ্ঘন করে। এর মধ্যে রয়েছে নকল নাম ব্যবহার করা, কারও ছদ্মবেশ ধারণ করা, স্প্যাম বার্তা পাঠানো এবং অন্যান্য ব্যবহারকারীদের হয়রানি করা।

 

ক্স নিশ্চিত হোন আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়েছে

 

https://www.facebook.com লিংকে যান। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ‘আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে’ যদি এমন কোনো বার্তা দেখতে পান তবেই পুনরুদ্ধারের জন্য আবেদন করতে পারেন?

 

ক্স নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ফিরে পেতে আপিল করুন

 

নিষ্ক্রিয় ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য অফিসিয়াল আপিল ফরম : https://www.facebook.com/help/contact/260749603972907-এ যান। যদি আপনি মনে করেন, ভুলবশত আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে, তাহলে এই ফরমটি ব্যবহার করে তাদের মনোযোগ আকৃষ্ট করতে পারেন।

 

ই-মেইল এড্রেস অথবা ফোন নম্বর লিখুন

 

নিষ্ক্রিয় অ্যাকাউন্টটিতে ব্যবহৃত ই-মেইল এড্রেস বা ফোন নম্বর ব্যবহার করুন। অবশ্যই এই ই-মেইল অ্যাকাউন্ট বা ফোন নম্বরে অ্যাক্সেস থাকতে হবে। কারণ আপনার সঙ্গে যোগাযোগ করতে ফেসবুক এটি ব্যবহার করবে।

 

পুরো নাম লিখুন

 

‘ইউর ফুল নেম’ ফিল্ডে সেই নামটিই টাইপ করবেন যেটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে উল্লেখ ছিল। আসল নাম ব্যবহার না করার কারণে ফেসবুক যদি আপনার অ্যাকাউন্ট বাতিল করে তাহলেও পরিস্থিতি ব্যাখ্যা করার সুযোগ আপনার থাকবে।

 

আইডি কার্ডের ছবি আপলোড করুন

 

হতে পারে এটি আপনার ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, লার্নার পারমিট, ইমিগ্রেশন কার্ড, উপজাতি পরিচয় বা স্ট্যাটাস কার্ড, নাম পরিবর্তনের অফিসিয়াল কাগজপত্র এবং পাসপোর্ট বা অন্যান্য সরকারি আইডি। এবার যা করবেন-

 

১. আইডি কার্ডের ছবি তুলুন। ফাঁকা না থাকলে সামনে এবং পিছনে উভয় পাশের ছবি তুলুন।

 

২. কম্পিউটার বা ফোনে ছবি বা ছবিগুলো স্থানান্তর করুন।

 

৩. ফাইল নির্বাচন করুন (Choose Files) এ ক্লিক করুন।

 

৪. আপলোড করার জন্য ছবি নির্বাচন করুন

 

৫. খুলুন (Open) এ ক্লিক করুন

 

পরিস্থিতি ব্যাখ্যা করুন

 

আপনার যেসব তথ্য ফেসবুকের জানানো উচিত তা পেজের নিচে থাকা ‘এডিশনাল ইনফো’-এর মধ্যে লিখে দিন। বিনয়ী হন এবং নিশ্চিত করুন ফেসবুক যেন বুঝতে পারে, আপনি আপত্তিকর আচরণ সংশোধন বা পরিবর্তন করার পরিকল্পনা করছেন। যদি আপনার প্রকৃত নাম ফেসবুকের থেকে আলাদা হয় তাহলে ফেসবুককে এর কারণ অবহিত করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি নাম পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে থাকেন, তাহলে সেটি পরিষ্কার করুন।

 

সেন্ড এ ক্লিক করুন

সহায়তার দরকার হলে আমাদের গ্রুপে নজর রাখুন অথবা পরিচিত কারো আইডি থেকে পোষ্ট করুন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “ফেসবুক একাউন্ট ডিজেবল হতে রক্ষা করতে করণীয়

  • MD.FIROZ ALAM

    আমার একাউন্ট ডিজেবল হয়ে গেছে কিভাবে পাওয়া যাবে

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *