বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ওয়েবসাইটের স্পিড বাড়ানোর উপায় জেনে নিন

ওয়েবসাইটের স্পিড বাড়ানোর উপায় জেনে নিন। Find out how to increase the speed of the website.

ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন: Google ওয়েবমাস্টার টুলস বা Pingdom ওয়েবপেজ স্পিড টেস্ট টুলগুলোতে কোনো ওয়েবসাইট স্পিড টেস্ট করার পর কিছু ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন টিপস প্রদান করা হয়, সেই টিপস অনুযায়ী কাজ করলে সাইটের স্পিড বেড়ে যাবে।

 

হোস্টিং প্রোভাইডার:আপনার সাইট কতদ্রুত পিং করা যাবে সেটা নির্ভর করে আপনার হোস্টিং প্রোভাইডারের ওপর।  আপনি যদি নেক্সট লেভেল স্পিড চান, সেক্ষেত্রে অবশ্যই ক্লাউড হোস্টিং ব্যবহার করতে রেকমেন্ড করব।

 

নিয়মিত সাইট স্পিড টেস্ট: ওয়েবসাইট স্পিড টেস্ট করার জন্য আরও টুলস রয়েছে সেগুলো প্রত্যেকেই একে একে ইউজ করে দেখতে পারেন। যদিও কোনো টুল থেকে আরেক টুলের রেজাল্ট আলাদা হতে পারে, কিন্তু আপনি মোটামুটি ভালো ধারণা অর্জন করতে পারবেন। পেজ স্পিড নামক গুগলের অফিশিয়াল টুলটি চেক করতে পারেন।

 

পেজ সাইজ কমাতে হবে:সার্ভার থেকে এইচটিসিসিইএসএস ফাইল মডিফাই করে gzip/deflate compression এনাবল করা যেতে পারে, যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন সেক্ষেত্রে ক্যাশিং প্লাগিন থেকেও এই কমপ্রেশন এনাবল করা যায়। অথবা অনেক হোস্টিং প্রভাইডার আগে থেকেই তাদের সার্ভারে এই কমপ্রেশন ম্যাথড এনাবল করে রাখে।

 

ইমেজ সাইজ কমিয়ে ফেলুন: ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করার ক্ষেত্রে ইমেজ সাইজ কমিয়ে ফেলা বেশ দরকারি একটি ব্যাপার।

 

ব্রাউজার ক্যাশ ব্যবহার:ওয়ার্ডপ্রেস ইউজ করলে জাস্ট ক্যাশিং প্লাগইন থেকে ব্রাউজার ক্যাশ ফিচারটি এনাবল করতে পারবেন। আলাদা সিএমএস বা অ্যাপাচি সার্ভারের ক্ষেত্রে এইচটিএসিসিইএসএস ফাইল মডিফাই করেও ব্রাউজার ক্যাশ অন করা যায়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply