বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

মোবাইল ফোনের ইন্টারনেটের গতি বাড়াতে যা করণীয়

মোবাইল ফোনের ইন্টারনেটের গতি বাড়াতে যা করণীয়। ইন্টারনেট ছাড়া স্মার্টফোন একেবারেই আনস্মার্ট। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যেকের ফোনেই থাকে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা। তবে ইন্টারনেটের কচ্ছপ গতির কারণে সময়মতো কাজ শেষ করা কঠিনই বটে। যদিও আমরা ফাইভ জি নেটওয়ার্কে পা দিয়েছি এরই মধ্যে। নানা কারণে ফোনের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যেতে পারে। তবে আপনার ফোনের সেটিংসে কিছু পরিবর্তন করেই এই সমস্যা সমাধান করতে পারবেন। অধিকাংশ ফোনের সেটিংসে নেটওয়ার্ক সিলেকশনের ক্ষেত্রে অটোমেটিক করা থাকে। জেনে নিন কীভাবে ফোনের কিছু সেটিংস বদলে ইন্টারনেট স্পিড বাড়াবেন-

 

> প্রথমে সেটিংশ অপশনে ঢুকতে হবে।

> সেখানেই রয়েছে মোবাইল নেটওয়ার্ক অপশন। ওই অপশনে ক্লিক করুন।

> এরপর নেটওয়ার্ক প্রভাইডার অপশনে ট্যাপ করুন।

> সেখানে সিলেক্ট অটোমেটিকলি অপশন দেখতে পাবেন।

> অটোমেটিক অপশনটি বন্ধ করে দিন।

> প্রক্রিয়াটি সম্পন্ন হলে ম্যানুয়ালি নিজের মোবাইল সার্ভিস প্রভাইডার সার্চ করুন ও সিলেক্ট করুন। এরপর ফোনটি রিস্টার্ট করে ফের ইন্টারনেট চালু করলে ইন্টারনেট স্পিড বাড়বে অনেকখানি।

 

What can be done to increase the speed of mobile phone internet? Without the internet, smartphones are completely unstarted. Every smartphone user has an internet connection on their phone. However, due to the tortoise speed of the internet, it is difficult to complete the work on time. Although we have already set foot on the 5G network. The internet speed of the phone can be slow for many reasons.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply