বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফেসবুকের ডার্ক মোড সুবিধা চালু করবেন যেভাবে

ফেসবুকের ডার্ক মোড সুবিধা চালু করবেন যেভাবে How to turn on Facebook’s Dark Mode feature। দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। সমস্যা সমাধানে ফেসবুকে ডার্ক মোড সুবিধা ব্যবহার করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে সহজেই ফেসবুকের ডার্ক মোড সুবিধা চালু করা যায়।

 

 

অ্যান্ড্রয়েড ও আইওএস  ডার্ক মোড সুবিধা চালু করবেন যেভাবে

ফেসবুকের ডার্ক মোড সুবিধা চালু করবেন যেভাবে

 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনে ফেসবুক অ্যাপ চালু করে ওপরের ডান পাশে থাকা মেনুতে (তিনটি অনুভূমিক রেখা) ./// ক্লিক করতে হবে।

এবার গিয়ার আইকনে থাকা Settings & Privacy অপশন নির্বাচন করতে হবে।

পেজের নিচে থাকা Preferences সেকশন থেকে Dark Mode মেনু নির্বাচন করতে হবে।

ডার্কমোড পেজ খুলে গেলে এখানের On অপশন নির্বাচন করলেই ফেসবুকের ডার্কমোড চালু হবে।

বন্ধ করতে চাইলে একই পদ্ধতি অবলম্বন করে Off অপশন নির্বাচন করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply