বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবে

যেসব ফোনে ই-সিম ব্যবহার করা যাবেই। ই-সিম এর পূর্ণরূপ embedded sim এর আকার সাধারণ সিম কার্ডের তুলনায় কয়েকগুন ছোট। ই-সিম হলো একটি ছোট প্রোগ্রামেবল চিপ যা ফোনের মাদারবোর্ড এর মধ্যে যুক্ত থাকে। সাধারণত একটি সিম কার্ডে দিয়ে একটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যায়। কিন্তু ই-সিম এর মাধ্যমে আপনি চাইলে যেকোনো কোম্পানির সেবা বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে ফোন থেকে সিম কার্ড খুলে পরিবর্তন করতে হবে না। ই-সিম এর মাধ্যমে খুব সহজেই আপনি যেকোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

 

এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে ই-সিম ব্যবহার করা যাবে-

 

বাজারে আসা নতুন নতুন অনেক স্মার্টফোনে ই-সিম ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে

 

Google Pixel 6 Pro, Google Pixel 6, Google Pixel 5, Google Pixel 4, Google Pixel 4a, Google Pixel 4 XL, Google Pixel 3, Google Pixel 3 XL, Google Pixel 3a, Google Pixel 3a XL

 

Huawei P40, Huawei P40 Pro, Huawei Mate 40 Pro, Samsung Galaxy Fold, Samsung Galaxy Note20, Samsung Galaxy Note20 Ultra, Samsung Galaxy S22, Samsung Galaxy S22+, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy S21 5G, Samsung Galaxy S21+ 5G, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 Ultra, Samsung Galaxy Z Flip, Samsung Galaxy Z Fold 2, Samsung Galaxy Z Fold 3 5G, Samsung Galaxy Z Flip 3 5G Fold, Samsung Galaxy Z Flip 3 5G, Sony Xperia 10 III Lite

 

এছাড়া আইফোন সিরিজের মধ্যে রয়েছে-

iPhone 13 Pro Max, iPhone 13 Pro, iPhone 13 mini, iPhone 13, iPhone 12 Pro Max, iPhone 12 Pro, iPhone 12 mini, iPhone 12, iPhone 11 Pro Max, iPhone 11 Pro, iPhone 11, iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone SE 2 (2020)

 

E-SIM can be used on phones. The size of the e-SIM is several times smaller than the typical SIM card. An e-SIM is a small programmable chip attached to the phone’s motherboard. Usually, a company’s network can be used with a SIM card. But through e-SIM, you can use any company’s service or network if you want. For this, you do not have to remove the SIM card from the phone and change it. With e-SIM, you can easily use the network of any company.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *