বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটস অ্যাপের নতুন ফিচার

অ্যান্ড্রয়েড মোবাইলে হোয়াটস অ্যাপের নতুন ফিচার। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২২.৬.৩ (WhatsApp beta version 2.22.6.3) আসবে এই সুবিধা। নতুন ফিচার নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে এখনো স্পষ্ট করে জানা যায়নি যে নতুন এই সার্চ ফিচারের সুবিধা কবে থেকে পাবেন ব্যবহারকারীরা। সারাবিশ্বে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা লাগাম ছাড়া। একের পর এক নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা করে তুলছে আরও সহজ।

 

এবার হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার। মূলত সার্চ অপশনটিকে তারা নতুন রূপ দিতে চলেছে। তবে ভাবছেন হোম পেজে তো সার্চ অপশন আছেই। বাড়তি সুবিধা তাহলে কী?ওয়েবিটাইনফোর সাম্প্রতিক রিপোর্ট বলছে যে, এবার থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিশেষ কোনো গ্রুপ বা সিঙ্গেল কনটাক্টের ইনফো পেজেই একটা সার্চ অপশন যোগ করা হবে।

 

তাদের মতে এতে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ কোনো মেসেজ খুঁজে বের করার কাজ আরও সহজ হয়ে যাবে, আলাদা করে তাদের আর গ্রুপ চ্যাট বা পার্সোনাল চ্যাট খুলে কয়েক ধাপ পেরিয়ে সার্চ অপশনে যেতে হবে না। এখন যে কারো চ্যাটে ঢুকে উপরে থাকা তিনটি বিন্দুতে গিয়ে সার্চ অপশনে ক্লিক করলে বিশেষ কোনো মেসেজ খুঁজে নেওয়া যায়। নতুন ফিচারে এই সার্চ অপশন হবে আরও আপডেট।

 

WhatsApp’s new feature on Android Mobile. It is known that WhatsApp beta version 2.22.6.3 (WhatsApp beta version 2.22.6.3) will get this benefit. Experiments with new features are underway. However, it is not yet clear when users will get the benefit of this new search feature. The number of WhatsApp users around the world is now without rein. One after the other, the new feature is making it easier to use WhatsApp.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *