বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মোবাইল ফোনে ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে

মোবাইল ফোনে ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে। অনেক সময়ই স্মার্টফোনে ওয়াইফাই সিগন্যাল দুর্বল দেখায়। আবার অনেক সময় ইন্টারনেটের সংযোগ হুটহাট করে বন্ধ হয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গেজেট নাউ এক প্রতিবেদনে স্মার্টফোনে ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর কিছু পরামর্শ দিয়েছে।

 

ওয়াইফাই রাউটার রিস্টার্ট: ওয়াইফাই রাউটারের সুইচ বন্ধ ১০-১৫ মিনিটের জন্য বন্ধ রাখুন। কয়েক ঘণ্টার জন্যও বন্ধ রাখতে পারেন। এরপর রিস্টার্ট দিন। রাউটার এবং ফোন দুটোই রিস্টার্ট দিতে পারেন।

 

ফোন রিস্টার্ট: নেটের সমস্যা দেখা দিলে স্মার্টফোনটি রিস্টার্ট দিয়ে দিন। আবার রাতে ঘুমানোর সময় ফোন বন্ধ করে রেখে দিতে পারেন; সকালে উঠে সুইচ অন করে দিন। এতে ওয়াইফাইয়ের গতির সমস্যা কেটে যাবে।

 

রাউটার ও ডিভাইসের মধ্যে যেন বেশি বাধা না থাকে: রাউটার এমন জায়গায় রাখতে হবে, যেন মাঝখানে আসবাবপত্র বা দেয়াল না থাকে। ফোন ব্যবহার করার সময় যেন সিগন্যাল ব্লক না হয়। ফোন ব্যবহার করা আশপাশে বা খোলা জায়গায় রাউটার রাখলে শক্তিশালী সিগন্যাল পাওয়া যাবে।

 

ভালো মানের রাউটার ব্যবহার: যতি রাউটারের গতি একেবারেই কাজ না করে তবে একটু খরচা করতে হবে। দামে একটু বেশি হলেও আপডেট ফিচারযুক্ত নতুন মডেলের রাউটার কিনে নেওয়াই ভালো। কোন মডেলের রাউটার কিনলে ভালো হবে তা অনলাইনে দেখতে পারেন, আবার পরিচিতজনদের জিজ্ঞেস করে নিতে পারেন।

 

রাউটারের ফার্মওয়্যার আপডেট দিন: ফার্মওয়্যার আপডেট আছে কিনা চেক করে নিন। না থাকলে আপডেট করে নিতে হবে।

 

স্মার্টফোনের সব সেটিংস রিসেট করে নিন: ওয়াইফাই নেটওয়ার্কস এবং ব্লুটুথ ডিভাইস, হোমস্ক্রিন লে-আউট এগুলো পুনরায় সেটিং করে নিন। এতে নেটওয়ার্কের ভালো কানেকশন পেতে সহায়তা করবে।

 

পুনরায় ওয়াইফাই নেটওয়ার্ক লাগানো: সেভ করা ওয়াইফাই নেটওয়ার্ক রিমুভ করে দিন। এরপর আবার যোগ করে নিন; এতে ওয়াইফাই সিগন্যালের গতি বাড়তে সাহায্য করবে।

 

How to increase the speed of Wi-Fi on mobile phones. Many times the WiFi signal in the smartphone looks weak. Many times, the internet connection is stopped. Technology website Gazette Now has made some suggestions to increase the speed of Wi-Fi on smartphones in a report.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply