বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

আইফোনে ‘টেক্সট রিপ্লেসমেন্ট’ করবেন যেভাবে

আইফোনে ‘টেক্সট রিপ্লেসমেন্ট’ করবেন যেভাবে। আইফোনে ‘টেক্সট রিপ্লেসমেন্ট’ সুবিধা কাজ লাগিয়ে দ্রুত বাক্য লেখা যায়। অর্থাৎ আইফোনে omw লিখলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে on my way। তবে চাইলেই এ সুবিধা ব্যবহার করা যাবে না। পছন্দমতো শব্দ যুক্ত করতে হলে প্রথমে আইফোনের Settings থেকে General অপশন নির্বাচন করতে হবে।

 

এবার Keyboard অপশন নির্বাচন করে Text replacement-এ ক্লিক করে ওপর থাকা প্লাস চিহ্ন ট্যাপ করতে হবে। এবার Phrase-এর ঘরে আপনি যেসব শব্দ যুক্ত করতে চাইছেন, সেগুলো লিখতে হবে। এরপর Shortcut অপশনের Phrase-এর ঘরে আগে লেখা শব্দগুলোর শর্টকাট হিসেবে একটি অক্ষর লিখতে হবে। অর্থাৎ See You Later বাক্যের শর্টকাট হিসেবে Phrase-এর ঘরে লিখতে হবে Syl। লেখা শেষে Save বাটনে ক্লিক করতে হবে।টেক্সট রিপ্লেসমেন্ট সুবিধা ব্যবহারের জন্য আগে থেকেই প্রয়োজনীয় শব্দগুলো আইফোনে যুক্ত করতে হবে।

 

আইফোনে লেখা সম্পাদনার যেকোনো অ্যাপেই টেক্সট রিপ্লেসমেন্ট সুবিধা কাজ করবে। ফলে বার্তা লেখার সময় Syl লিখলেই See You Later পরামর্শ হিসেবে দেখা যাবে। আইফোনের কি-বোর্ড থেকে return অপশন নির্বাচন করলেই পর্দায় syl-এর বদলে See You Later দেখা যাবে।

 

The ‘text replacement’ facility on the iPhone can be used to write sentences quickly. That is, if you write omw on the iPhone, it will automatically become on my way. However, this facility cannot be used if you want to. In order to use the text replacement facility, the necessary words have to be added to the iPhone in advance.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *