বুড়িমারী ট্রেনের সময়সূচী Burimari Train Schedule Bd বাংলাদেশ রেলওয়ে Railway Station time table
বুড়িমারী ট্রেনের সময়সূচী Burimari Train Schedule Bd বাংলাদেশ রেলওয়ে Railway Station time table

পার্বতীপুর থেকে বুড়িমারী ট্রেনের সময়সূচী
আসন্ন ঈদ-উল-ফিতরের ঈদযাত্রা উপলক্ষে ১ এপ্রিল ২০২৩ থেকে আন্তনগর ট্রেনের টিকেট প্রাপ্তির নিয়মাবলি:
১। ১ এপ্রিল ২০২৩ থেকে যাত্রার ১০ দিন পূর্বের আন্তনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। ১ এপ্রিল পাওয়া যাবে ১১ এপ্রিলের যাত্রার টিকেট।
২। পাশাপাশি ৫ থেকে ১০ এপ্রিলের টিকেটগুলোও ১ এপ্রিল থেকে অগ্রিম কেনা যাবে। (বি.দ্র: ৩১ মার্চ পাওয়া যাবে ৪ এপ্রিলের টিকেট)
৩। ১ এপ্রিল থেকে সকাল ৮ঃ০০ টা থেকে কাউন্টার এবং অনলাইনে একযোগে টিকেট ক্রয় করা যাবে। অনলাইন ও কাউন্টারে আলাদা কোটা থাকবে না।
৪। ১ থেকে ১৬ এপ্রিলের যাত্রার টিকেট অনলাইন বা কাউন্টার যে কোন যায়গা থেকে ক্রয় করা যাবে।
৫। ১৭ থেকে ২১ এপ্রিল এবং ২৫ থেকে ৩০ এপ্রিলে যেসকল আন্তনগর এবং স্পেশাল ট্রেন চলবে, সেসকল ট্রেনের টিকেট শুধুমাত্র অনলাইনে ক্রয় করা যাবে। কাউন্টারে এসকল দিনের যাত্রা করা ট্রেনের টিকেট সিটসহ পাবেন না।
৬। ঈদযাত্রায় ৭, ৮, ৯, ১০, ১১ এপ্রিল যথাক্রমে ১৭, ১৮, ১৯, ২০, ২১ এপ্রিলের টিকেট অনলাইনে সিটসহ বিক্রি শুরু হবে।
৭। ফিরতি যাত্রায় ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এপ্রিল যথাক্রমে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ এপ্রিলের টিকেট অনলাইনে সিটসহ ক্রয় করা যাবে।
৮। ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল। সাপ্তাহিক বন্ধের দিনও চলবে।
৯। স্পেশাল ট্রেনের টিকেট অনলাইনে বিক্রয় করা হবে।
১০। স্ট্যান্ডিং টিকেট কাউন্টার থেকে বিক্রয় করা হবে।
