Friday, April 19, 2024
NTRCA Notice BoardExam Question Solution

18th NTRCA Exam Question Solution Result 2024 [School Level And College Level] শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান

18th NTRCA Exam Question Solution Result  2024 [School Level And College Level] will find my education on the bd And Ntrca.gov.bd website. 17th NTRCA Preliminary/ MCQ Test Question Solution and Full Question Paper has been published Our website educationsinbd.com.17th NTRCA Question Answer 2020 is now available on our website after holding the examination on today. Non-Government Teacher Registration and Certificate Authority (NTRCA) all format questions and solutions will be given correctly and on Clear Question Paper, So read this article carefully.

Recently NTRCA Exam Date Result Notice Has been published And the NTRCA Admit Card download and NTRCA Preliminary/ MCQ/ written/ Viva Voce Exam Result Post are Available on our website. NTRCA Update Notice Board is Also Available On Our webpage. So Read Our Article To Get All News About Teacher’s Exam.

NTRCA Exam Summary,

Exam Type School And College:
18th NTRCA School Level Exam Question Solution 2024

18th NTRCA College Level Exam Question Answer 2024

Total subject And Marks

Bangla-25 Number
English-25 Number
Mathematics-25 Number
General Knowledge-25 Marks Number
Exam Date 15th March 2024
Exam type: MCQ/ Preliminary/ written
Total Time: 1 Hour
Pass Mark: 40 Number

NTRCA Result Check Link http://ntrca.teletalk.com.bd/result

18th NTRCA Exam Question Solution 2024 [School Level And College Level] শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান

বাংলা অংশের সমাধান
১। অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? উত্তরঃ ‘চ’ ধ্বনি
২। বাক্যের ক্ষুদ্রাংশকে কী বলে? উত্তরঃ শব্দ
৩। সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য? উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া পদের রূপগত ভিন্নতায়
৪। বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? উত্তরঃ কমা
৫। ‘প্রথিত’ শব্দের অর্থ কী? উত্তরঃ বিখ্যাত
৬। ‘পত্রপাঠ্য’ বাগধারাটির অর্থ কী? উত্তরঃ অবিলম্ব
৭। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ উপর্যুক্ত
৮। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন? উত্তরঃ দীনতা প্রশংসনীয় নয়
৯। ন-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ পূর্বাহ্ণ
১০। “Look before you leap”- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি? উত্তরঃ দেখে পথ চলো, বুঝে কথা বলো।
১১। ‘Invoice’ এর বাংলা পরিভাষিক রূপ কোনটি? উত্তরঃ চালান

১২। ‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ? উত্তরঃ প্রতি + আবর্তন
১৩। সন্ধিতে চ ও জ এর নাসিক্য ধ্বনি কী হয়? উত্তরঃ তালব্য
১৪। ‘পড়াশোনায় মন দাও’ বাক্যে পড়াশোনায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ অধিকরণে ৭মী বিভক্তি
১৫। “এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম” – বাক্যটিতে স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তরঃ নিমিত্তার্থে ষষ্ঠী
১৬। ‘কালান্তর’ শব্দটির ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ অন্যকাল
১৭। ‘মুজিববর্ষ’ কোন সমাস? উত্তরঃ কর্মধারয় সমাস
১৮। ‘মুক্তি’-এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √মুচ্+ক্তি
১৯। পৃথিবী’র সমার্থক শব্দ কোনটি? উত্তরঃ অবনী
২০। ‘খিড়কি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তরঃ সিংহদার
২১। ‘কর্মে অতিশয় তৎপর’ এক কথায় কী হবে? উত্তরঃ ত্বরিৎকর্মা
২২। ‘যা বলা হবে’ এর বাক্য সংকোচন কোনটি? উত্তরঃ বক্তব্য
২৩। ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তরঃ √শ্রু +অন
২৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ সৎমা
২৫। ‘রজক’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তরঃ রজকী

১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধান ২০২২

২৬। If I had tried again – উ. B) I could have solved the problem
২৭। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উ. D) Nowadays women are playing important role in all spheres of life.
২৮। I fancy I (turn) a trifle pale. উ. A) turned
২৯। He fell __ a trap. উ. C) into
৩০। I would rather die- উ. B) than beg
৩১। The prince has no ambition __ the throne. উ. D) for
৩২। Which is the noun of the word wise? উ. B) wisdom
৩৩। Ups and downs means- উ. D) rise and fall
৩৪। The verb form of ‘strong’ is- উ. C) strengthen
৩৫। — best companions in life. উ. A) Books are men’s
৩৬। তিনি সৎ লোক ছিলেন, তাই না? উ. He was an honest man, wasn’t he?
৩৭। The synonym of ‘incredible’ is— উ. A) unbelievable
৩৮। The antonym of ‘Honorary’ is — উ. C) salaried
৩৯। ‘To end in smoke’ means — উ. C) to come to nothing
৪০। Kalam is as strong as Salam. (Comparative) উ. A) Salam is not stronger than Kalam
৪১। The synonym of ‘Prudent’ is — উ. B) insightful
৪২। Without working hard, you can not succeed. উ. B) Work hard or you can not succeed.
৪৩। Over-flooding is one of the worst problem in our country. (Positive) – উ. C) Very few problems in our country are as bad as over-flooding.
৪৪। What can no be cured must be endured. (Active) উ. C) We must endure what we can not cure.
৪৫। Let us love our country. (Simple) উ. B) We should love our country
৪৬। Noun form of the word ‘comfortable’ is — উ. B) comfort
৪৭। I look forward to (receive) a letter from you. উ. A) receiving
৪৮। He is so dull that — উ. C) He can not understand anything
৪৯। I have left the room but he (enter) the room. উ. D) is entering
৫০। The man is — his son’s fault. উ. A) blind to

৫১। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? উ. ৬ বছর
৫২। পাঁচটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২, ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে? উ. ৩ মিনিট
৫৩। যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে? উ.৬ দিনে
৫৪। ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুই জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে? উ. ৬৬ ২/৩
৫৫। ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা? উ. ১২.৫
৫৬। একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা? উ. ৪৫০
৫৭। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উ. ৯ : ৪
৫৮। ৯৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? উ. ২১০০ টাকা
৫৯। log3 3+ log4 2= কত? উ. 5/2
৬০। অর্ধবৃত্তস্থ কোণের মান কত? উ. ৯০
৬১। 3 5⁴ এর মান কত? উ. ২২৫
৬২। যদি a²+1a²=51হয়, তবে a-1a এর মান কত? উ. +- ৭
৬৩। যদি abˣ⁻³ = baˣ⁻⁵ হয়, তবে x এর মান কত? উ.৪
৬৪। যদি x = yª, y =zb এবং z = xc হয়, তখন ‍abc এর মান হয়- উ.১
৬৫। তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? উ. ৩,৪,৫
৬৬। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার? উ. ৯৬
৬৭। যদি 3m = 81 হয়, তবে m3= ? উ. ৬৪
৬৮। একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2 : 3 : 4। কোনগুলোর মান হচ্ছে- উ. ৪০,৬০,৮০ ডিগ্রি
৬৯। যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.? উ. ১২
৭০। 1 – a² + 2ab – b² এর উৎপাদক কোনটি? উ. (1+a-b)(1-a+b)
৭১। 4x² – 20x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? উ. ২৫
৭২। ৭০º কোণের সম্পূরক কোণ কোনটি? উ. ১১০ ডিগ্রী
৭৩। ABCD চতুর্ভুজে AB ‖ CD, AC = BD এবং ∠A = 90º হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? উঃ আয়তক্ষেত্র
৭৪। x3-1, x3+1, x4 + x2+1 এর ল.সা.গু. কত? উ. X6-1
৭৫। 2n 2n-1 = কত? উ. 2

৭৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উ. মহেশখালী
৭৭। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে — উ. মৌলভীবাজার
৭৮। ভাষা শহিদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন — উ. আবুল বরকত (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
৭৯। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? উ. যশোর
৮০। “স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ” পুরস্কার ২০২০ লাভ করেন — উ. আজিজুর রহমান
৮১। জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেয়া হয় — উ. ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে
৮২। ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? উ. দুই টাকার ধাতব মুদ্রা
৮৩। চাকমা জনগোষ্ঠার লোকসংখ্যা সর্বাধিক কোথায়? উ. রাঙ্গামাটি জেলায়
৮৪। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজেতে মামলা দায়ের করে —। উ. গাম্বিয়া
৮৫। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে —। উ. ২৪শে ফেব্রুয়ারি ২০২২
৮৬। বিশ্ব বানিজ্য সংস্থা (WTO) এর সদস্য সংখ্যা– উ. ১৬৪
৮৭। ‘কিয়েভ’ কোন দেশের রাজধানী? উ. ইউক্রেন
৮৮। অ্যান্তনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উ. ৯ম মহাসচিব
৮৯। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী? উ. ঋষি সুনাক
৯০। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? উ. এশিয়া

৯১। বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় সালে? উ. ১৯৯৬ সাল
৯২। কচুশাক বিশষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো — উ. লৌহ
৯৩। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে —- উ. অঙ্কোলজি (অর্বুদবিজ্ঞান)
৯৪। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এর সদর দপ্তর অবস্থিত — উ. নাইরোবি
৯৫। শর্করা জাতিয় খাদ্য যে কাজে ব্যয় হয় — উ. দেহের বৃদ্ধির জন্য
৯৬। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফ্‌টওয়্যার এর নাম কী? উত্তরঃ আই সাইট
৯৭। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চেলে যায়? উত্তরঃ RAM
৯৮। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে —উত্তরঃ কোভিড-১৯
৯৯। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয়? উ. আয়োডিন
১০০। GIS-এর পূর্ণরূপ কোনটি? উত্তরঃ Geographic Information System
Courtesy: (জব’স পাসওয়ার্ড এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্ট সাজেশন )

১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ের সাধারণ জ্ঞান অংশের সমাধান নিম্নে দেওয়া হলো :
.
১.বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি
—-পুন্ড্র
২.বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত
—অষ্ট্রিক
৩.বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের
—-ফেব্রুয়ারি মাসে
৪.সংগ্রাম ও প্রত্যাশা কি
—-বাংলাদেশের নৌবাহিনীর দুইটি যুদ্ধ জাহাজ
৫.AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী
—-HIV
৬.কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়
—-মেক্সিকো
৭.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন
—-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৮.ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়
—-৩১ তম
৯.দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে
—IFRC
১০.বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসাবে আত্মপ্রকাশ করে
—-৫৭ তম
১১.২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করে কে
—-অধ্যাপক আনিসুজ্জামান
১২.বিশ্ব মানবাধিকার দিবস কবে
—-১০ ডিসেম্বর
১৩.SMS এর পূর্ণরূপ কি
—-SHORT MESSAGE SERVICE.
১৪.বিগ এপেল কোন শহরের নাম
—–নিউইয়র্ক
১৫.IMF এর সদর দফতর কোথায়
—-ওয়াশিংটন, ডি.সি
১৬.শ্রীলংকার মুদ্রার নাম কি
—- রুপি
১৭.বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে
—-কামরুল হাসান
১৮.ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক হিসাবে আখ্যায়িত করেন
—-বাউল গান
১৯.বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র কোনটি
—হালদা নদী
২০.নাগরিকের প্রধান কর্তব্য হলো
—-রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা
২১.প্রকৃতিতে সব চেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু
—- অ্যালুমিনিয়াম
২২.গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়
—-H2SO4
২৩.ফোকেটিং কোন দেশের আইনসভা
—–ডেনমার্ক
২৪.বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলে
—এপিকালচার
২৫.কোনটি স্থানীয় সরকার নয়
—পল্লী বিদ্যুৎ

ইংরেজী অংশ এর সমাধানঃ

  1. He tried his best (Negative)

Ans: He left no stone upturned.

  1. She was used to—-the poor.

Ans: help

  1. Which is the noun form of the word brief?

Ans: brevity

  1. It was high time we—our habits.

Ans: had changed

  1. Curd is made — milk.

Ans: of

সেট ১, ২, ৩, ৪

১৬তম শিক্ষক নিবন্ধনের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান –
কলেজ পর্যায়
প্রশ্নের সমাধান নিচেঃ
১. G-7 এর একমাত্র এশিয়া দেশ কোনটি- জাপান
২. বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি- যুক্তরাষ্ট্র
৩. UNCHR এর সদর দপ্তর কোথায় – জেনেভা
৪. ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে- কাতার

৫. সোয়াইন ফ্লু ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?- আফ্রিকা
৬. পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল এর নাম কি?- গোয়ালন্দ
৭. জাপানের পার্লামেন্টের নাম কি?- ডায়েট
৮.বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার করা হয়েছে?- ৩০ শে অক্টোবর ২০১৭
৯.ক্রেমলিন কি?-রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন
১০. আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?- ৮ ই মার্চ
১১. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে?- তাজউদ্দিন আহমেদ
১২. মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা- গানের রচয়িতা কে- অতুলপ্রসাদ সেন
১৩. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?- ময়মনসিংহ
১৪ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকরিরত ছিলেন-সেনাবাহিনীতে
১৫. বাংলাদেশের স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?- ইউনিয়ন পরিষদ
১৬. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য কোন গ্যাস এর ভূমিকা সর্বোচ্চ?- সিএফসি
১৭. ছিয়াত্তরের মন্বন্তর বাংলা কোন সনকে?- ১১৭৬
১৮. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে কি বলা হয়?- ইন্টারনেট
১৯. বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা- ৩৫০
২০. OPEC- এর সচিবালয় কোথায় অবস্থিত-ভিয়েনা, অষ্ট্রিয়া
২১. থাইল্যান্ডের মুদ্রার নাম কি?-বাথ
২২. 1971 সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়- তারামন বিবি ও সেতারা বেগম
২৩. মহান নেতা শেখ মুজিবুর রহমান কে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়- ১৯৬৯
২৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি-
২৫. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?- করোতোয়া

গণিত অংশ সমাধানঃ
২৬. ৩০%
২৭. 3/2
২৮. ১৬, ২৫
২৯. ৪ঃ১
৩০. 60°
৩১. c2 = a2+b2
৩২. ২৫৩ ডিগ্রী কোণকে কি কোণ বলে?- প্রবৃদ্ধ কোণ
৩৩. ৪
৩৪. 1
৩৫. (6-a) (4a+1)
৩৬. 16 বর্গ একক
৩৭.√3 – √2
৩৮. 9
৩৯. 1৪০. 9
৪১. 10
৪২. 1/a3
৪৩. 4
৪৪. p2
৪৫. ৩০০ টাকা
৪৬. ৩ বছরে
৪৭. ঘ) ৪৮/৫ বা ৯.৬ ঘণ্টা
৪৮. x/y ঘণ্টা
৪৯. ৫

বাংলা সমাধানঃ
৭৬.Epicurism’-এর যথার্থ পরিভাষা-ভোগবাদ
৭৭.মৌলিক শব্দ কোনটি- কাল
৭৮. সুন্দর মানুষ কে নিজের দিকে টানে- বাক্যটিতে সুন্দর শব্দটি কোন পদ?-
৭৯.নীরোগ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি- নিঃ + রোগ
৮০. ঢাক ঢাক গুড় গুড় বাগধারাটির অর্থ কি-লুকোচুরি
৮১. অনেক শব্দটি-
৮২.ডাক্তার সাহেবের হাতযশ ভালো- নিপুণতা অর্থে
৮৩. প্রসূন এর প্রতিশব্দ হলো-পুষ্প
৮৪.I cannot spare an instant-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?-
৮৫. নির্মোক কোন শব্দগুচ্ছের সংকুচিত শব্দ-সাপের খোলস
৮৬.আমার গানের মালা আমি করবো কারে দান। বাক্যটিতে কারে শব্দটির কারক বিভক্তি কোনটি-
৮৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে- প্রাতিপাদিক
৮৮. সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়-
৮৯. নিচের কোনটি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ-ঝরা পালক
৯০.‘ঙ ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো-
৯১. টপ্পা কি?- এক ধরণের গান
৯২.লালসালু উপন্যাসের রচনাকাল কোনটি-১৯৪৮
৯৩. কোন বানানটি শুদ্ধ?- স্বচ্ছ্বল
৯৪. শীকড় শব্দের অর্থ- জলকণা
৯৫. রত্ন> রতন হওয়ার সন্ধি সূত্র- স্বরভক্তি
৯৬.মনীষা শব্দের বিপরীত শব্দ-নির্বোধ
৯৭. ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? -বিদ্যাপতি
৯৮. উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়-কোলন ড্যাস
৯৯. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন- রাজা রামমোহন রায়
১০০. প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি- সাধারণ মানুষের ভাষা ( জনগণের ভাষা)

ইংরেজী অংশ সমাধানঃ

৫১. All the information is correct.

৫২. has been

৫৩. in

৫৪. meager

৫৫. establish

৫৬. liberal

৫৭. Economic slow down

৫৮. He is better than and superior to me

৫৯. Would have come

৬০. tolerate

৬১. should

৬২. as high as

৬৩. a verb

৬৪. Each of the three boys got a prize.

৬৫. I was made to laugh by him

৬৬. remember

৬৭. from doing it

৬৮. enterprise

৬৯. a participle

৭০. wins

৭১. deceive

৭২. The authority took him to task

৭৩. No article

৭৪. over

৭৫. I have much works to perform

School Level Solution:

 

18th NTRCA Teachers Registration Question Solution Result [Exam 2024]

Premium Suggestion প্রিমিয়াম সাজেশন

১৭তম   this preliminary Test has been completed on 19th April 2019 at 10:00 am to 11:00 am and College level preliminary exam also has been completed on 26th July at 3:00 pm to 4:00 pm. Candidate will face the 100 marks compulsory subject written exam.15th NTRCA Teacher’s Registration Written and Viva Voce Exam Date Time will update here.

You Come Here To Find all ntrca question solution Bank Here Such As Previous Year Exam Like 14th ntrca question solution Or Answer Etc You Can also Found Here  11th ntrca question solution 2017 which Held Last Year, Compulsory subject and subsidiary subject preliminary exam And 14th ntrca college question solution Also Post Here  school And College Level 12th ntrca written question 2017 And 13th ntrca question bank pdf You Can read Or Save 15th ntrca written question From Our website We also Post Compulsory subject and subsidiary subject preliminary exam 14th ntrca written exam question school level

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

2 thoughts on “18th NTRCA Exam Question Solution Result 2024 [School Level And College Level] শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান

Comments are closed.