NU on-Campus Honours Admission Circular 2022-2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি
NU on-Campus Honours Admission Circular 2022-2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। এই প্রথম ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স ভর্তির সুযোগ থাকবে।
গাজীপুর মূল ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
আবেদন: ২৭শে জুলাই থেকে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি (www.nu.ac.bd/admissions) ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে ৫০০৳ আবেদন ফি জমা দতে হবে। Pay Slip এ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চ্যী হিসাব নম্বর- 02181100002701 উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।
( কম্পিউটার এর দোকান এ গিয়ে আবেদন করেন তাহলে আপনার জন্য ভালো হবে)
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদন যোগ্যতা:
২০২১/২০২২ সালে এইচএসসি ও
২০১৯/২০২০ সালে এসএসসি
১. মানবিক : এসএসসি: ৩.০০ ও এইচএসসি: ৩.০০ (একত্রে ৬.০০)
২. বিজ্ঞান: এসএসসি: ৩.৫০ ও এইচএসসি: ৩.৫০ (একত্রে ৮.০০)
৩. ব্যবসায় শিক্ষা: এসএসসি: ৩.০০ ও এইচএসসি: ৩.০০ (একত্রে ৬.৫০)
NU on-Campus Honours Admission Circular 2022-2023 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি



কোর্স সমূহ:
১. এল.এল.বি
২. বি.বি.এ
৩. ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট
৪. নিউট্রিশন ও ফুড সায়েন্স
ক্লাশ শুরু: ২৫/৯/২০২৩
বিঃদ্রঃ যারা আগে আবেদন করতে পারেন নাই বা করেছেন এবং ভর্তিও হয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। ভর্তিকৃত কেউ চান্স পেলে তাকে আগের ভর্তি অবশ্যই বাতিল করতে হবে