ক্যাম্পাসরেজাল্টশিক্ষা খবর

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফল 2023 প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার রেজাল্ট 2023 প্রকাশ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল 2023 ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।  পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবে দুপুর ১২টায়। আজ  সকাল  সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী।

সাধারণত প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরে থাকায় এবার তা হয়নি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২১ লাখ ২৭ হাজার ৮১২ জন শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র। শুষ্ট শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয় হয় বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা দিপু মনি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফল 2021 প্রকাশ

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ আপডেট   

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২০১৯ পাশের হার ৮২.২০% দশমিক শতাংশ।  আর জিপিএ ৫ পায়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ হাজার জন। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ২৭ হাজার ৮১২ শিক্ষার্থী আংশ নিয়ে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় পাস করে।

আট শিক্ষাবোর্ডে মোট পাশের হার ৮২.৮০% জিপিএ ৫ পেয়েছে ৯৪ হাজার ৫৫৬ জন, কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার- ৭২.২৪% জিপিএ ৫ পেয়েছে ৪৭৫১ জন, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাশের হার- ৮৩.০৩% জিপিএ ৫ পেয়েছে ৬২৮৭ জন।

আট শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ ৫

ঢাকা– ৭৯.৬২ ℅ জিপিএ৫– ২৯৬৮৭ জন
চট্টগ্রাম– ৭৮.১১ ℅ জিপিএ৫– ৭৩৯৩ জন
রাজশাহী– ৯১.৬৪ ℅ জিপিএ৫– ২২৭৯৫ জন
বরিশাল– ৭৭.৪১ ℅ জিপিএ৫– ৪ ১৮৯ জন
সিলেট– ৭০.৮৩% ℅ জিপিএ৫- ২৭৫৭ জন
যশোর– ৯০.৮৮ ℅ জিপিএ৫– ৯৯৪৮ জন
দিনাজপুর– ৮৪.১০℅ জিপিএ৫– ৯০২৩ জন
কুমিল্লা– ৮৭.১৬℅ জিপিএ৫– ৮ ৭৬৪ জন

 এসএসসি রেজাল্ট

এর আগে ২০২৩ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়  গতবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর জিপিএ ৫ পায় এক লাখ ১০ হাজার ৬২৯ জন। বরাবারের মতো এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে। পাশাপাশি যে কোনো মোবাইল ফোন থেকে এসএমএস করে ফল জানা যাবে।

ফলাফল দেখতে এই  লিংকে ক্লিক করুন https://educationsinbd.com/bn/result/3422

প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেনা তাদের ফলাফল পুনঃনিরীক্ষনের সু্যোগ দেওয়া হবে। আগামী ১১ তারিখ থেকে পরীক্ষার্থীগণ ঘরে বসে টেলিটক সিমের মাধ্যমে সহজেই এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন করতে পারবেন।

আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ পুনঃনিরীক্ষন আবেদন শুরু। এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন সম্পর্কিত বিস্তারিত পাবেন এখানে https://educationsinbd.com/bn/result/4485

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group