পরীক্ষা খবররেজাল্ট

এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ পুনঃনিরীক্ষন বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মকানুন

এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি তাদের এসএসসি পরীক্ষার ফলাফল 2023 পুনঃনিরীক্ষন সু্যোগ দেওয়া হয়েছে। ২৯ জুলাই থেকে আগামী ৪ আগষ্ট ২০২৩ তারিখ থেকে পরীক্ষার্থীগণ ঘরে বসে টেলিটক সিমের মাধ্যমে সহজেই এসএসসি ২০২৩ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষন করতে পারবেন।

এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলি নিয়ে নীচে আলোচনা করা হলো।

এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষাণের আবেদন করা যাবেঃ ২৯/০৭/২০২৩ তারিখ থেকে ০৪/০৮/২০২৩ তারিখ পর্যন্ত।

আরো দেখুন- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

এসএসসি পরীক্ষার ফলাফল 2023 পুনঃনিরীক্ষন বিজ্ঞপ্তি

এসএসসি পরীক্ষা ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মকানুন 

শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মােবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রােল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বাের্ডের কোন পরীক্ষার্থীর রােল নম্বর 123456 হলে এবং পরীক্ষার্থী আবেদন করতে চাইলে message অপশনে RSC Dha 123456 136 লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণঃ RSC < Space > DHA < space > 119684 < Space > 102

ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে HSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মােবাইল অপারেটর) লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণঃ RSC < Space > YES < space > 1578 < Space > 01777529830

উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের (যে সকল বিষয়ের পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলাে আলাদা করে লিখতে হবে।

যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মােবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC <Space> Dha < Space> Roll Number <Space>136,137 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযােজ্য হবে।

যেহেতু প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। তাই আপনার টেলিটক সিমে প্রতি পত্রের জন্য ১৩০ টাকা নির্ধারণ করে রিচার্জ করবেন। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষন ফলাফল 2023

ফলাফল পুনঃনিরীক্ষনের এক মাসের ভিতর পুনঃনিরীক্ষন ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলাফল সকল শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এ প্রকাশের পাশাপাশি আমাদের ওয়েবসাইট এও প্রকাশ হবে। প্রকাশিত ফলাফল দেখতে এই লিংকে ক্লিক করুন.

SSC Exam Result 2023 Re-scrutiny will be provided to those who do not get the desired result in the results published. From the 7th onwards, candidates can easily re-examine the SSC 2023 exam results through teletalk SIM at home.

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group