৭ কলেজ

ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের প্রার্থীদের “CHOICE FORM” পূরণ ২০২২

ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের প্রার্থীদের “CHOICE FORM” পূরণ ২০২২ এর কলেজ ও বিষয় নির্বাচনে গূরুত্তপুর্ন তথ্যসমূহ । ২০১৮-১৯ সেশনের বানিজ্য ইউনিটের Choice form পূরণের শেষ তারিখ ২৯-১১-১৮ তারিখ
বিকাল ৫.০০ টা পর্যন্ত https://collegeadmission.eis.du.ac.bd/

বাণিজ্য ইউনিটের প্রার্থীদের “CHOICE FORM” পূরণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে ।
“CHOICE FORM” পূরণের শেষ তারিখ ২৯/১১/২০১৮ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের মেধাক্রম ১-৫৩০০ পর্যন্ত “CHOICE FORM” পূরণ করতে পারবে।

ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের প্রার্থীদের “CHOICE FORM” পূরণ ২০১৮ এর কলেজ ও বিষয় নির্বাচনের পূর্বে ভর্তি নির্দেশিকা বিশদভাবে পড়ে নিন ।ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের প্রার্থীদের "CHOICE FORM" পূরণ ২০১৮ ঢাবির ৭ কলেজের বাণিজ্য ইউনিটের প্রার্থীদের "CHOICE FORM" পূরণ ২০১৮

ভর্তি নির্দেশিকায় কলেজ সমূহের তালিকা এবং প্রতি কলেজের স্নাতক (সন্মান) বিষয়সমূহ উল্লেখ রয়েছে ।
প্রার্থী যে সকল কলেজ ও বিষয়ে পছন্দক্রম দেওয়ার যোগ্যতা রাখেন তার সবগুলোই পছন্দক্রম হিসাবে নির্বাচন করতে পারবেন। তবে প্রার্থীকে বাণিজ্য ইউনিটে কমপক্ষে ১০ টি কলেজ ও বিষয় নির্বাচন করতে হবে।

কলেজ ও বিষয় নির্বাচন করে আপনার পছন্দক্রম অনুসারে “CHOICE NO.” নির্বাচন করুন এবং ADD বাটন ক্লিক করুন । এভাবে পর্যায়ক্রমে যে সকল কলেজ ও বিষয় নির্বাচন করবেন সে গুলোর Choice No. – এর ক্রম আপনার কলেজ ও বিষয়ের পছন্দক্রম বলে বিবেচিত হবে ।

কলেজ ও বিষয় নির্বাচন করা শেষ হয়ে গেলে অবশ্যই “SAVE CHOICE LIST” বাটনে ক্লিক করতে হবে। অন্যথায় আপনার পছন্দক্রম ডাটাবেস – এ সংরক্ষিত (SAVE) হবে না।
কলেজ ও বিষয় পছন্দক্রম সফলভাবে সংরক্ষিত (SAVE) হলে “PRINT CHOICE LIST” বাটনটি দেখা যাবে। “PRINT CHOICE LIST” বাটনে ক্লিক করে আপনি আপনার Choice List টি প্রিন্ট করে নিতে পারবেন।
ওয়েবসাইটে কলেজ ও বিষয় একবার নির্বাচনের পর তা বাতিল করা যাবে না । অতএব বিশদভাবে ভাবনার পর আপনার পছন্দক্রম নির্বাচন করুন ।
প্রার্থীর কলেজ ও বিষয় নির্ধারণ প্রার্থীর প্রদত্ত পছন্দক্রমের উপর সম্পূর্ণ ভাবে নির্ভরশীল। কোনো প্রার্থী যদি পছন্দক্রমে সর্বনিম্ন সংখ্যক কলেজ ও বিষয় নির্বাচন করে থাকেন তবে ঐ প্রার্থী নির্বাচিত কলেজ ও বিষয় সমূহের বাহিরে অন্য কোনো কলেজ ও বিষয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
প্রার্থীর প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী মেধাক্রম অনুসারে প্রার্থীর চূড়ান্ত কলেজ ও বিষয় নির্ধারিত হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group