৭ কলেজপরীক্ষা খবর

সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের ওয়েবসাইটে এ পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০-১২-২০২০ তারিখের একাডেমিক পরিষদের কার্যবিবরণীর ৪ এবং ৬ নং সিদ্ধান্তের আলােকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত (৭) কলেজের পরীক্ষা সমূহ গ্রহণ করা হবে।

আরো পড়ুন- ৭ কলেজের সকল নোটিশ একসাথে দেখুন এখানে 

একাডেমিক পরিষদের (১০-১২-২০২০) কার্যবিবরণীর অংশ অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর কোর্স/সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ গ্রহণ/সভায় কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সেশনজট নিরসনকল্পে নিম্নাক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:-

• বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা প্রদান করা সম্ভব হচ্ছে না বিধায় সংশ্লিষ্ট বিভাগ/ ইনস্টিটিউট নিজ নিজ শিক্ষার্থীদের সাথে যােগাযােগ ও উপস্থিতি নিশ্চিত করে বিভিন্ন পরীক্ষার সময়সূচি প্রণয়ন করে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট প্রেরণ করলে পরীক্ষা নিয়ন্ত্রক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

• অনার্স শেষবর্ষ ও মাস্টার্স-এর কোর্স/সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ অগ্রাথিকার ভিত্তিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৬ ডিসেম্বর ২০২০ তারিখ থেকে নেয়া যায়। শিক্ষার্থীদের সুবিধার্থে সল্পদিনের বিরতি দিয়ে পরীক্ষার সময়সূচি প্রণয়ন করতে হবে; প্রয়ােজনে একদিনে দুটি পরীক্ষা নেয়া যাবে।

• পরীক্ষার সময়কাল হবে বিদ্যমান নির্ধারিত সময়ের ৫০% অর্থাৎ অর্ধেক। একইভাবে ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া যাবে। ক্রমান্বয়ে অন্যান্য পরীক্ষাও একই নিয়মে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শিক্ষার্থীরা পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউট থেকে জানবে।

• শিক্ষার্থীদের ইনকোর্স/মিডটার্ম/টিউটোরিয়াল পরীক্ষা অনলাইনে অ্যাসাইনমেন্ট/মৌখিক/টেকহোম পদ্ধতিতে নেয়া হবে।

• ব্যবহারিক পরীক্ষা বিশেষ করে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এন্ড টোকনােলজি অনুষদ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউটের শিক্ষক/ তত্ত্বাবধায়ক/ গবেষণা পরিচালক সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষার গুরুত্ব ও আবশ্যকতা বিবেচনায় নিয়ে যত দ্রুত সন্ভব ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবেন।

একনজরে এই পোষ্টে কি কি থাকছে দেখে নিন

সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি ২০২১

•  বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিদ্যমান ব্যবহারিক পরীক্ষা গ্রহণের নীতির ব্যতিক্রমও হতে পারে। এক্ষেত্রেও লিখিত পরীক্ষার ন্যায় ব্যবহারিক পরীক্ষা সংক্ষিপ্ত সময়ে অর্থাৎ ৫০% কম সময়ে নেয়া বাঞ্ছুনীয়।

• কোর্সের ক্রেডিট/পূর্ণমান অপরিবর্তিত থাকবে। তবে যেহেতু পরীক্ষা গ্রহণের সময় অনুমােদিত সময়ের অর্ধেক নির্ধারণ করা হয়েছে তাই সময় ও শিক্ষার্থীদের লিখন সক্ষমতা বিবেচনায় নিয়ে পরীক্ষা কমিটি প্রশ্নপত্র প্রণয়ন করবেন।

• থিসিস শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট সুপারভাইজার/ত্ত্বাবধায়ক কোভিড-১৯ এর বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ নির্দেশনায় সম্পাদন করাবেন।

• ইতােমধ্যে যাদের অবশিষ্ট পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও সময়সূচি ঘােষণা করা হয়েছে তাদের জন্য পুর্বের বিদ্যমান নীতিমালা বহাল থাকবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply