আরবি বিশ্ববিদ্যালয়

ফাজিল অনার্স পরীক্ষার ফলাফল 2025 প্রকাশ Fazil Honours Result

Fazil Honours Result ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার (২০২১) ফল প্রকাশ করা হয়েছে। ফাজিল (স্নাতক) অনার্স প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বর্ষে ৯১ দশমিক ২৩ শতাং ও চতুর্থ বর্ষে ৯৭ দশমিক ৩৬ শতাংশ। পরীক্ষারফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iau.edu.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান পরীক্ষার ফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন। ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সেশনজটের বৃত্ত থেকে বেরিয়ে আসছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফলাফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২১ খ্রিষ্টাব্দের ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলে। পরীক্ষাতে অংশ নেয়  ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল অনার্স ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষ পরীক্ষা- ২০১৯ পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরের ৮ তারিখে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply