ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফলাফল ২০২০ । ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৮-এর ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেয়া ২ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ২ হাজার ৯৪ জন। পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সোমবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এ সময় প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রকাশিত ফলে কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (Islamic University, Kustia Fazil Result 2020 Check Link www.iu.ac.bd
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট