ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু
ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। ২০২০-২০২১ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)-বৌদ্ধ-খ্রীস্টান-সশন্ত্র বাহিনী-দৃষ্টি প্রতিবন্ধী-প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)-অটিস্টিক-উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী) উপবৃত্তির আবেদন প্রেরনের অফিস আদেশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২, তারিখ : ০৪/০২/২০১৬ মােতাবেক বৃত্তির কোটা ও টাকার পরিমাণ পুন:নির্ধারণ সংক্রান্ত আদেশের প্রেক্ষিতে ২০২০-২০২১ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)/বৌদ্ধ/খ্রিস্টান/সশস্ত্র বাহিনী/দৃষ্টি প্রতিবন্ধী/প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)/অটিস্টিক/উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী) উপবৃত্তি প্রদান করা হবে।
উপবৃত্তি প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের নােটিশ বোর্ডে প্রকাশিত নির্ধারিত উপবৃত্তির আবেদন ফরম সংগ্রহ করে শিক্ষার্থীদের মাঝে বিতরণ এবং ফরমে উল্লিখিত প্রয়ােজনীয় কাগজপত্র/তথ্যাদিসহ তথ্য ফরম যথাযথভাবে পূরণপূর্বক আগামী ১৫/০৪/২০২১ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্ব-স্ব আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়ন/প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধানকে অনুরােধ করা হলো।
উপবৃত্তির আবেদনপত্র সংশ্লিষ্ট অফিসে অগ্রায়ণের শেষ তারিখ : ১৫/০৪/২০২১।
৬ষ্ঠ থেকে মাস্টার্স পর্যায়ের যারা উপবৃত্তি পাবে: সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)-বৌদ্ধ-খ্রীস্টান-সশন্ত্র বাহিনী-দৃষ্টি প্রতিবন্ধী-প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)-অটিস্টিক-উপজাতীয় (ক্ষুদ্র ণৃ-গোষ্ঠী)
ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরম
একাদশ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ফরম
উল্লেখ্য, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের (৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত) জন্য ‘ফরম নং-১’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহের (একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত) জন্য ‘ফরম নং-০২’ পূরণ করে যথাক্রমে মাউশি’র সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক ও পরিচালক বরাবর আবেদনপত্র অগ্রায়ণ করবেন।