অনার্স ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের নূন্যতম যোগ্যতা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের পরিক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়। এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের নূন্যতম যোগ্যতা।
আরো পড়ুন- অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ৩য় বর্ষের নিয়মিত ও ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।
অনার্স ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের নূন্যতম যোগ্যতা
• তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে চারটি তত্তীয় কোর্সে D বা এর বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে।
• ০১ টি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কোর্সে D গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল Conditional promoted হবে। এরুপ শিক্ষার্থীরা ২০১৯ সালের তৃতীয় বৰ্ষ অনার্স পরীক্ষায় উক্ত অনুপস্থিত কোর্সে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।
• একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে F গ্রেড পেলে Promotion হবে না, তার ফলাফল Not promoted হবে।
• Promoted Not promoted প্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী বছর অনুপস্থিত পত্র ও F গ্রেড পাওয়া কোর্সে কোর্সসমূহে পরীক্ষা দেবে এবং একই সাথে C এবং B গ্রেড প্রাপ্ত (সর্বোচ্চ দু’টি) কোর্সে গ্ৰেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে।
• সংশোধিত পরীক্ষা রেগুলেশন অনুযায়ী একজন পরীক্ষার্থী F গ্রেড পাওয়া কোর্স কোর্সসমূহ উচ্চতর গ্রেডে উন্নয়নের জন্য রেজিষ্ট্রেশন মেয়াদে (শুরু থেকে সাত শিক্ষাবর্যের মধ্যে) অবশ্যই D বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে।
• F গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে সে ক্ষেত্রে গ্রেড উন্নয়নের সুযোগ থাকবে না। F গ্রেড প্রাপ্ত কোর্স কোর্সসমুহে পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন একজন পরীক্ষার্থী সর্বোচ্চ B+ গ্রেড এর বেশি প্রাপ্ত হবে না।
• ইন-কোর্স ও ব্যবহারিক পরীক্ষায় গ্ৰেড বিস্তারিত উন্নীত করণের কোন সুযোগ নাই।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী শিক্ষার্থীরা অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।