জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ ২০২১ -ডিগ্রী ভর্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস)কোর্স সাবজেক্ট ২০২১ -ডিগ্রী ভর্তি। ডিগ্রি পাস ১ম বর্ষ -২০২০-২১ শিক্ষাবর্ষ সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে ভালো করে দেকে শুনে বুঝে নিবেন।

ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ 

১। এইচ এস সি তে তুলনামূলক যে বিষয়সমূহ ভালো পারতেন সেগুলো নেবেন।

২৷ বিএসসি গ্রুপে গণিত, পদার্থ,  রসায়ন এই বিষয়গুলো নেয়ার চেষ্টা করবেন। তবে যারা এগুলোতে দূর্বল ওভার কনফিডেন্স না দেখিয়ে প্রাণীবিদ্যা,  উদ্ভিদবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান এগুলো নিতে পারেন।

৩। বিএসএস গ্রুপে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান/সমাজকর্ম, ইতিহাস / ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নেবেন৷ অর্থনীতি তারাই নিবেন যারা অর্থনীতি ভালো পারেন, মাস্টার্সে গাণিতিক বিষয়ে আটকানোর কোন চান্স নেই।

৪। বিষয় নির্বাচনের সময় অবশ্যই স্ব গ্রুপের কমপক্ষে ২ টি, বেশি হলে ৩টিই নেবেন। এমন বিষয় নিন, যেগুলো আপনার কলেজ বা কাছাকাছি কলেজে মাস্টার্স আছে।

৪। বিএ গ্রুপে যারা ভাষা ( ইংরেজি,  আরবি, উর্দু, সংস্কৃত)  এই বিষয়গুলো নেবেন, আগে জেনে নেবেন বাজারে বই / গাইড সহজলভ্য কি না।

৫। যারা ইসলাম শিক্ষা নেবেন তারা বুঝে নিবেন, কুরআনের আয়াত পড়ে বুঝতে পারা, হাদীস পড়ে বুঝতে পারার নূন্যতম দক্ষতা না থাকলে পড়বেন না।

৬। এমন বিষয় নিন যা আপনি মাস্টার্সে পড়তে পারবেন। বিএ/বিএসএস গ্রুপে ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এগুলো নিলে মাস্টার্সে বিষয় পাওয়াটা দূরহ হয়ে যায়।

৭। বিবিএস গ্রুপে যারা আছেন তারা সম্ভব হলে হিসাববিজ্ঞান সহ (ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স যে কোন একটি নিতে পারেন)। হিসাববিজ্ঞানভীতি কারো থাকলে শিক্ষাজীবন দূর্বিষহ করতে পড়েন না। ডিগ্রি পাস পার করতে পারলেও MBA তে গিয়ে বিড়ম্বনা হবে।

৮। বিষয় নির্বাচনের ক্ষেত্রে কলেজও ফ্যাক্ট। কলেজে কোন বিষয় চালু না থাকলে সেটা নিতে পারবেন না।

৯। যারা চাকরি / ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন তারা ব্যবহারিক যুক্ত বিষয় নিয়েন না। বাড়তি টেনশন নেয়া হবে।

শুভ কামনা সকল স্নেহাশিস ডিগ্রি পাস কোর্স ভর্তিচ্ছু অনুজদের।

আবশ্যিক সাবজেক্ট – স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

নৈর্বাচনিক বিষয় – ৩ টা

১ম বর্ষে মোট ১ম পত্র -২য় পত্র মিলে মোট ৭ টা বিষয়ে উপর পরিক্ষা দিতে হবে।

ডিগ্রি (পাস)কোর্স সাবজেক্ট ২০২১ -ডিগ্রী ভর্তি ডিগ্রি পাস কোর্সের বিষয় নির্বাচন নিয়ে পরামর্শ  ২০২১ -ডিগ্রী ভর্তি ডিগ্রি (পাস)কোর্স সাবজেক্ট ২০২১ -ডিগ্রী ভর্তি

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply