ভর্তি তথ্য

গুচ্ছ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির চূড়ান্ত আবেদন করেছে ২ লাখ ৩ হাজার ৫১৪ শিক্ষার্থী

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন করেছে ২ লাখ ৩ হাজার ৫১৪ জন শিক্ষার্থী। বুধবার দুপুরে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক মোনাজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২ লাখ ৩ হাজার ৫১৪টি আবেদনের মধ্যে বিজ্ঞান বিভাগে জমা পড়েছে ১ লাখ ২ হাজার ৯৬০টি আবেদন। মানবিকের ৬৭ হাজার ১১৭টি এবং বাণিজ্যের ৩৩ হাজার ৪৩৭টি আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগে এর আগে যারা প্রাথমিকে আবেদনে উত্তীর্ণ হয়নি আসন খালি থাকা সাপেক্ষে তাদের আবারো চূড়ান্ত আবেদনের জন্য সময় দেয়া হবে।

এর আগেপ্রাথমিক আবেদনে নির্বাচিতদের তালিকা প্রকাশ প্রকাশ করেছে সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি। সেই অনুযায়ী সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করেছেন মোট ৩ লাখ ৬১ হাজার ৪০৬ শিক্ষার্থী।

এতে বিজ্ঞান বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৮৪১ জন, মানবিক বিভাগে ১ লাখ ৭ হাজার ৯৩৩ এবং বাণিজ্য বিভাগে আবেদন করেন ৫৮ হাজার ৬৩২ শিক্ষার্থী। ভর্তি বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম জিপিএ-৮, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭ দশমিক ৫০ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭ থাকার শর্ত ছিল।

এবার এইচএসসিতে পাসের সংখ্যা ১৩ লাখ ৬৪ হাজার। সেই হিসেবে ২০ বিশ্ববিদ্যালয়ে শর্ত অনুযায়ী ৮ লাখের বেশি শিক্ষার্থীর আবেদনের সুযোগ ছিল। তবে ২৩ হাজার আসনের বিপরীতে আবেদন পড়েছে মাত্র ৩ লাখ ৬০ হাজার। আসন বেশি থাকার পরও কম আবেদন তুলনামূলক কম।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply