জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্যসকল ভর্তি খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের MAS ও Advanced MBA ভর্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে Master of Advanced Studies (MAS) ও Advanced MBA (এম ফিল সমমান) প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস মাস্টার অব এডভান্সড স্টাডিজ (MAS) ও Advanced MBA প্রােগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য অন-লাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion

জাতীয় বিশ্ববিদ্যালয়ের On Campus এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের Advanced MBA, MAS, M.Phil and Ph.D (এডভান্সড এমবিএ,এমএএস, এমফিল ও পিএইচডি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদনের শেষ তারিখ :৩১ জুলাই ২০২৩।

Circular link:
১. http://app1.nu.edu.bd/
২. http://app1.nu.edu.bd/notice/MAS_Advanced_MBA.pdf
৩. http://app1.nu.edu.bd/notice/MPhil_PhD.pdf

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি ২০২০

আরো পড়ুন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি   

Master of Advanced Studies (MAS) ও Advanced MBA প্রােগ্রামে ভর্তির যোগ্যতা

• National University MAS ও Advanced MBA Program admission Circular Result 2023-2024 প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ইউজিসি কর্তৃক অনুমােদিত বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

• তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী কলেজ শিক্ষকগণ MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। সমমানের পরীক্ষায় পাশ করা দেশ-বিদেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়ম-কানুন ও শর্ত অনুযায়ী পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে পারবে।

• শিক্ষা জীবনে এস এস সি থেকে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত অন্তত ১ টি প্রথম বিভাগ/ শ্রেণি ও অপর দু’টিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণি থাকতে হবে। তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারীদের ক্ষেত্রে এস এস সি থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটি প্রথম বিভাগ/ শ্রেণি থাকলে তারাও ভর্তির যােগ্য হবেন। বিজনেস স্টাডিজ এপের ক্ষেত্রে। আবেদনকারীগণ তাদের স্নাতক (সম্মান) পর্যায়ের মেজর বিষয়ে Advanced MBA প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

• ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তির ক্ষেত্রে মার্কেটিং এবং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিধারীগণও আবেদন করতে পারবে। নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে আবেদনের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমােদিত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ফুড এন্ড নিউট্রিশন/নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স/ফুড সায়েন্স এন্ড টেকনােলজি পাবলিক হেলথ নিউট্রিশন /কমিউনিটি নিউট্রিশন/ গার্হস্থ্য অর্থনীতি/রসায়ন/প্রাণ রসায়ন/ অনুজীব বিজ্ঞান প্রাণিবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান/ ফার্মেসী/ মৃত্তিকা বিজ্ঞান এ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে।

• তবে ৩ বছর মেয়াদী অনার্সসহ মাস্টার্স ডিগ্রিধারী অভিজ্ঞ কলেজ শিক্ষকগণ MAS প্রােগ্রামে ভর্তির জন্য আবেদন করার যােগ্য বলে বিবেচিত হবেন। অথবা এম বি বি এস /বি ডি এস ডিগ্রি থাকতে হবে।

মাস্টার অব এডভান্সড স্টাডিজ (MAS) ও Advanced MBA প্রােগ্রামের মেয়াদ

সেমিস্টার পদ্ধতিতে থিসিসসহ অন-ক্যাম্পাস MAS ও Advanced MBA প্রোগ্রাম এর মেয়াদ হবে ১ বছর ৬ মাস যা ৩ সেমিস্টারে বিভক্ত।

ফেলােশিপ সংক্রান্ত তথ্যাদি ও শর্তাবলী

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের মধ্যে যারা MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি হবেন তাদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে (৪ স্কেলে ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্তদের) প্রতি বিষয়ে ৩ (তিন) জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।

কলেজ শিক্ষক ব্যতীত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম সেমিস্টার পরীক্ষায় ৪ স্কেলে জিপিএ ৩.৭ প্রাপ্ত হবেন তারাও বৃত্তির জন্য বিবেচিত হবেন। এক্ষেত্রে প্রতি বিষয়ে অনধিক ১ জনকে মাসিক নির্ধারিত হারে ১ বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে।

(এম এ এস/এডভান্সড এম বি এ প্রােগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীগণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী ভাইস- চ্যান্সেলর এওয়ার্ড পাবেন।)

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও পে-স্লিপ ডাউনলােড

• আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (admissions.nu.edu.bd অথবা
nu.edu.bd/admissions)_ Master’s Tab এ গিয়ে Apply Now (NU On Campus MAS/
Advanced MBA) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে সংশ্লিষ্ট স্নাতক (সম্মান)/বিবিএ (সম্মান)/ বিকম (সম্মান) পরীক্ষার রােল নম্বর, বিশ্ববিদ্যালয়ের নাম, পাসের সন, ব্যক্তিগত মােবাইল নম্বর ও ই-মেইল সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

• সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে Submit Application অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে
আবেদনকারীকে (রােল নম্বর ও পিন কোড উল্লেখপূর্বক) Download Pay Slip অপশন থেকে সােনালী সেবার পে-স্লিপ Print করে নিকটস্থ যে কোন সােনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

• প্রাথমিক আবেদন ফরম পূরণের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতার সংগে নিজের নাম, পিতা/মাতার নাম, শিক্ষাগত যােগ্যতার সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে।

• এই ফরমে প্রার্থীর কোন তথ্য ভুল অসত্য বলে প্রমাণিত হলে তার ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপাের্ট আকারে সম্প্রতি তােলা রঙ্গিন ছবি Scan করে আপলােড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg, maximum file size:50Kb.

পে-স্লিপের মাধ্যমে ফি জমা দিয়ে আবেদন ফরম ডাউনলােড

•পে-স্লিপ Print করে সােনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিলে প্রার্থীর আবেদন ফরমে উল্লিখিত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে আবেদন ফরম ডাউনলােড করার জন্য তথ্য দেয়া হবে। এ পর্যায়ে প্রার্থী তার পে-স্লিপে উল্লিখিত রােল নম্বর ও পিন ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Master’s Tab-এ গিয়ে Applicant’s Login (NU On • Campus MAS/Advanced MBA) অপশনে থেকে আবেদন ফরম ডাউনলােড করে প্রিন্ট নিবে। উল্লেখ্য যে, সােনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার ৪৮ ঘন্টার মধ্যে কোন প্রার্থী SMS পেলে সংশ্লিষ্ট গ্রুপের চেয়ারম্যানকে জানাতে হবে।

• প্রাথমিক আবেদন ফরম ব্যতিত কোন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

• প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Master’s Tab-এ গিয়ে Applicant’s Login (NU On – Campus MAS/ Advanced MBA) অপশনে গিয়ে আবেদন ফরমের রােল নম্বর ও পিন কোড এন্ট্রি দিতে হবে।

• এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে Click to Generate the OTP অপশনটি ক্লিক করতে হবে। এ সময়ে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মােবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে। এই OTP এন্ট্রি দিয়ে শিক্ষার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ ও ছবি আপলােড করতে পারবে।

উল্লেখ্য যে, সােনালী সেবার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেয়ার পূর্ব পর্যন্ত প্রাথমিক আবেদন ফরমের যে কোন ত্রুটি সংশােধন করা যাবে।

লিখিত পরীক্ষা ও সাক্ষাঙ্কার সম্পর্কিত করণীয়

• MAS ও Advanced MBA ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

• লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখে আবেদনকারীকে সােনালী সেবার মাধ্যমে ফি জমাদানের মূল রশিদের ফটোকপি, স্বাক্ষরকৃত আবেদন ফরম, সকল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যান দপ্তরে জমা দিতে হবে।

• লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীকে সাক্ষাৎকারের দিন সকল সনদ ও নম্বরপত্রের মূলকপি, সােনালী সেবার মাধ্যমে আবেদন ফি জমা রশিদের মূলকপি ও প্রাথমিক আবেদন ফরমসহ সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যান এর দপ্তরে উপস্থিত
হতে হবে।

• ভর্তির সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করতে হবে অন্যথায় আবেদনকারী ভর্তির অযােগ্য বলে বিবেচিত হবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি 2023-24

প্রাথমিক আবেদন ও ভর্তির সিডিউল

অনলাইনে আবেদন ফরম পূরণের তারিখঃ
০৮/০৬/২০২৩ থেকে ৩১/০৭/২০২৩

সােনালী সেবার টাকা জমাদানঃ ১২/০৬/২০২৩ থেকে ০৩/০৮/২০২৩

প্রার্থী প্রতি ১০০০/- (এক হাজার ) টাকা হারে Pay Slip এ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 02181100002701 (এমফিল/পিএইচডি খাত) উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে।

লিখিত পরীক্ষার তারিখঃ ১৭/০৮/২০২৩ বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত।

(ভেন্যুঃ একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০৪)

লিখিত পরীক্ষার ফল প্রকাশঃ ২১/০৮/২০২৩
(জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নােটিশ বাের্ডে)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও স্থানঃ ২৭/০৮/২০২৩ থেকে ৩১/০৮/২০২৩

একাডেমিক ভবন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, গাজীপুর-১৭০৪

চুড়ান্ত ভর্তির ফল প্রকাশঃ  ০৫/০৯/২০২৩

পে স্লিপ ডাউনলোড ও ভর্তির তারিখঃ ১০/০৯/২০২৩ থেকে ২০/০৯/২০২৩

ক্লাশ শুরুর তারিখঃ ২৫/০৯/২০২৩ (জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Master of Advanced Studies (MAS) ও Advanced MBA (এম ফিল সমমান) প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তির ২০২৩-২৪ যে কোন শর্ত বাতিল বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ভর্তি বিজ্ঞপ্তি, অনলাইন আবেদন ফরম ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admissions)-এ পাওয়া যাবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

One thought on “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে MAS ও Advanced MBA প্রােগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশ

Comments are closed.