জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা খবর

অনার্স পরীক্ষায় ৪ ঘন্টা কিভাবে লিখবেন (টাইম ম্যানেজমেন্ট )

অনার্স পরীক্ষায় ৪ ঘন্টা কিভাবে লিখবেন (টাইম ম্যানেজমেন্ট ) এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট How to write the honours exam for 4 hours will be discussed in detail. National University Honors Exam Time Management.

৮০ নাম্বারের জন্য মোট সময় ২৪০ মিনিট

প্রতি ১ নাম্বারের জন্য ৩ মিনিট করে বরাদ্দ।

তাহলে ক অংশ ৩০ মিনিটে শেষ করবেন।

 ক অংশ শেষ হলে খ অংশের কোন কোন প্রশ্ন উত্তর করবেন ঠিক করে নিন। চিন্তা করার জন্য সময় বরাদ্ধ রাখবেন ১০ মিনিট।

 খ অংশের প্রত্যেক প্রশ্ন যেহেতু ৪ মার্কসের সেহেতু প্রত্যেক প্রশ্ন ১০ মিনিটে ২ থেকে ৩ পেইজ লিখতে হবে। এর বেশি লিখলে গ অংশের প্রশ্নে প্রভাব পড়বে।

অংশে কোন কোন প্রশ্ন উত্তর করবেন এটা ঠিক করার জন্য ১০ মিনিট সময় নিবেন। তারপর প্রত্যেক টা প্রশ্নের উত্তর করার আগে একটা কথা মাথায় রাখতে হবে। গ অংশের প্রশ্ন গুলো আবার ২ টা প্রশ্ন নিয়ে গঠিত। কোন প্রশ্নের জন্য কত মার্কস বরাদ্ধ ওটা দেখে ৪ মার্কসের জন্য ২ থেকে ৩ এবং ৫ /৬ নাম্বারের জন্য ৩ থেকে ৫ পৃষ্ঠা লিখতে হবে।

অনার্স পরীক্ষায় ৪ ঘন্টা কিভাবে লিখবেন (টাইম ম্যানেজমেন্ট )

প্রত্যাক প্রশ্নের ২ টি অংশের জন্য ২৪ মিনিট বরাদ্ধ রেখে কোন অংশে কত সময় লাগবে সেটা আপনাকে ঠিক করে নিতে হবে।

শেষ সময়ে হাতে ৫ মিনিট সময় রাখা প্রয়োজন। কোন প্রশ্ন বাদ পড়ছে কিনা এটি মিলিয়ে দেখার জন্য। ভুলেও কি লিখছেন এইগুলো আর পড়তে যাবেন না। এবং পরীক্ষার হল থেকে বের হয়ে কারো সাথে উত্তর মিলাতে যাবেন না। তাতে পরের পরীক্ষা গুলো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হয়।

মাস্টার্স শেষ বর্ষ পরক্ষিায় সময় বন্টন ও ভাল নম্বর প্রাপ্তির পদ্ধতি

Read more- অনার্স পরীক্ষায় কিভাবে লিখবেন এবং ক,খ,গ এই তিনটি বিভাগ কিভাবে লেখা যায় জেনে নিন

শিক্ষার সব খবর সবার আগে জানতে EducationsinBD.com এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group

Leave a Reply